পচেফস্ট্রম: ভারতীয় মহিলা ক্রিকেট দল এখনও পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি। এই কথাটাই বারবার আঘাত করত ঝুলন গোস্বামী, মিতালি রাজদের। কিন্তু আর এমন কথা কেউ বলতে পারবে না। ভারতের মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ জিতল।
বারবার বিশ্বকাপ জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষমেশ হতাশা নিয়ে ফিরতে হয়েছে ভারতের মেয়েদের। সে ২০১৭ সালে মহিলা ক্রিকেট বিশ্বকাপ হোক বা ২০২০ সালের মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল। বারবার সুযোগ থাকলেও ট্রফি জেতা হয়নি ভারতের মেয়েদের। এবার তাই সুবর্ণ সুযোগ ছিল। আর সেই সুযোগ কাজে লাগাল শেফালি বর্মার দল।
আরও পড়ুন- মাত্র ৬৮ রানে শেষ ইংল্যান্ড! বিশ্বকাপ জয়ের বিরাট সুযোগ ভারতের সামনে
টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারতের ক্যাপ্টেন শেফালি। ১৭.১ ওভার খেলে মাত্র ৬৮ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ইংল্যান্ড যথেষ্ট শক্তিশালী দল। এমন দল ফাইনালে এভাবে ভেঙে পড়বে তা কে জানত!
ভারতের তিতাস সাধু, অর্চনা দেবী ও পার্ষাভি চোপরা দুটি করে উইকেট নিয়েছেন। ক্যাপ্টেন শেফালি বর্মা পেয়েছেন একটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় দল। তাও ৩৬ বল বাকি থাকতে।
আরও পড়ুন- ম্যাচের মাঝে ফাটল মাথা, তবু ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করে ছাড়লেন ক্যাপ্টেন বুলি
মেয়েদের ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটাররা। এবারই প্রথম অনূর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপ আয়োজন করেছিল আইসিসি। আর প্রথমবারেই চ্যাম্পিয়ন ভারতীয় দল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।