মেয়েদের বিশ্বকাপে আজ ভারতের সামনে ইংল্যান্ড, জিতলেই এক নম্বর হবেন হরমন, রিচারা
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Indian women cricket team ready for England challenge in T20 World Cup. মেয়েদের বিশ্বকাপে আজ ইংল্যান্ডকে হারিয়ে হ্যাটট্রিকের লক্ষ্যে ভারত
সেন্ট জর্জ পার্ক: গত বছর সেপ্টেম্বর মাসে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের সেই ঘটনা ভুলতে পারেননি কেউ। ইংল্যান্ডকে একদিনের সিরিজে তাদের দেশেই ৩-০ হোয়াইটওয়াশ করেছিল ভারতের মেয়েরা। তবে সবকিছু ছাপিয়ে বিতর্কে উঠে এসেছিল ইংল্যান্ডের ব্যাটসম্যান ডিনকে দীপ্তি শর্মার মানকদিং করে রান আউট করা। সমালোচনায় ভরিয়ে দিয়েছিল ইংরেজরা। পাল্টা দিয়েছিল ভারত।
আজ তাই ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের মহিলা দল প্রতিশোধ নেওয়ার তালে থাকবে সেটা বলাই যায়। শনিবার নিজেদের তৃতীয় লিগ ম্যাচে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড, যারা নিজেদের প্রথম ২টি ম্যাচে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডকে। ভারত যদি ইংল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে বি-গ্রুপের প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে।
advertisement
advertisement
ইংল্যান্ডকে হারালে ভারতের পয়েন্ট দাঁড়াবে ৬। সেক্ষেত্রে ইংল্যান্ড অথবা পাকিস্তান, কোনও এক দলের পক্ষে ৬ পয়েন্টে পৌঁছনো সম্ভব হবে।ইংল্যান্ডকে হারালে হরমনপ্রীতদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া কার্যত নিশ্চিত। কেননা, লিগের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ দুর্বল আয়ারল্যান্ড। সেক্ষেত্রে অপরাজিত থেকে সেমিফাইনালে উঠতে পারেন হরমনপ্রীতরা।
India vs England, Women's T20 World Cup: When And Where To Watch Live https://t.co/RivLtU7eiZ pic.twitter.com/ElPwExHRQk
— Roger David (@kunalgrewal993) February 18, 2023
advertisement
পাকিস্তান যদি তাদের শেষ ২টি ম্য়াচে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডকে হারিয়ে দেয়, সেক্ষেত্রে নেট রান-রেটের নিরিখে সেমিফাইনালিস্ট নির্ধারিত হবে। ইংল্যান্ডের কাছে হারলে ভারতের সেমিফাইনালে যাওয়ার আশা শেষ হয়ে যাবে, এমন নয়।
সেক্ষেত্রে ভারত শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারালে ৬ পয়েন্টে পৌঁছবে। ইংল্যান্ডের দলে ডিন, সোফি, সারা গ্লেনদের মতো ক্রিকেটার থাকলেও ভারত কম যায় না। শেফালি, রিচা, রাজেশ্বরী, হরমন, রেনুকারা ইংল্যান্ডকে আবার হারাতে মরিয়া।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 18, 2023 1:05 PM IST