কলকাতা: কাতারের মাটিতে ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে যতটা অবদান ছিল লিওনেল মেসির, তার থেকে কিছু কম ছিল না এমিলিয়ানো মার্টিনেজ এর। আর্জেন্টিনার এই গোলরক্ষক একের পর এক ম্যাচে এমনকি ফাইনালেও টাইব্রেকারে নিজের ইস্পাত কঠিন মানসিকতা দেখিয়ে কাপ এনে দিয়েছিলেন আর্জেন্টিনাকে। মার্টিনেজ এমনিতেই অমর হয়ে যাবেন আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে।
সেই গোলরক্ষককেই এবার দেখা যেতে পারে কলকাতায়। জুন মাসে এমনটা হতে পারে। কারণ ঐ সময়ে কিছুটা ফাঁকা সময় থাকে ফুটবলারদের। মার্টিনেজের ম্যানেজারের সঙ্গে কথা বলে এসেছেন শতদ্রু। বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জেতা মার্টিনেজের গ্লাভসের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন শতদ্রু। এরপরেই জল্পনা শুরু হয়ে যায়।
View this post on Instagram
এমনিতেই আর্জেন্টিনার ভক্ত এবং ব্রাজিলের ভক্ত কলকাতায় চিরকাল। তাই সদ্য বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের এক নম্বর গোলরক্ষক ফুটবলের মক্কায় এলে সেটা ফুটবলপ্রেমীদের জন্য বিরাট ব্যাপার হবে তাতে সন্দেহ নেই। বিশ্বকাপের আগে ব্রাজিলের হয়ে দুবার বিশ্বকাপ জেতা তারকা ফুটবলার কাফু কলকাতায় এসেছিলেন। তাঁকে নিয়ে এসেছিলেন ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। এর আগে তাঁর উদ্যোগেই শহরে এসেছিলেন ফুটবল সম্রাট পেলে ।
তাঁর উদ্যোগেই শহর দেখেছে মারাদোনা, দুঙ্গা, ভালদেরেমার মত ফুটবলাররা। তবে বিশ্বকাপ জেতার এত কম সময়ের মধ্যে কোনও তারকাই কলকাতা শহরে আসেননি। মার্টিনেজ বিভিন্ন সমালোচনায় জড়িয়েছিলেন। তার সেলিব্রেশন নিয়ে বিভিন্ন কথা হয়। কিন্তু আর্জেন্টিনা এবং মেসি ভক্তদের কাছে সেসব কোন দোষ নয়। মার্টিনেজ কলকাতায় পা দিলে প্রচুর লোক দেখতে যাবেন সেটা বলে দেওয়াই যায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।