শক্তিশালী মিডফিল্ড এবং কুশলী ফরওয়ার্ড লাইন ভারতের শক্তি হকি বিশ্বকাপে, বলছেন কোচ রিড
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Indian hockey team has good mixture of midfield and attacking line says coach Graham Reid. হকি বিশ্বকাপে ৪৭ বছর পর নতুন সূর্যোদয়ের অপেক্ষায় মনপ্রীত, শ্রীজেশরা
#ভুবনেশ্বর: ঘরের মাঠে বিশ্বকাপ, ফেভারিট না হলেও ভারতীয় দলের ওপর চাপ থাকবে সেটা নিঃসন্দেহে বলা যায়। বিশেষ করে টোকিও অলিম্পিকে পদক জয়ের পর ভারতীয় হকি নিয়ে নতুন আশার সৃষ্টি হয়েছে। পি আর শ্রীজেশ নিজের চতুর্থ বিশ্বকাপ খেলতে নামছে এবছর। গোল বাঁচানোর দায়িত্ত্ব তার কাধেই থাকবে। ব্যাঙ্গালুরুর সাই প্রশিক্ষণ কেন্দ্রে অনুশীলন করেছে ভারতীয় হকি দল।
মিড ফিল্ডের দায়িত্ত্বভার থাকবে মনপ্রীত সিং এবং সদ্য দলে ডাক পাওয়া বিবেক সাগর প্রসাদের কাছে। বিবেক চোটের কারণে দীর্ঘদিন ভারতীয় দলের হয়ে খেলেননি। তবে তিনি এখন পুরোপুরি চোট মুক্ত। তাই তাকে রেখেই দল সাজাবেন ভারতীয় হকি কোচ। গ্রাহাম রিডের মূল অস্ত্র তার দলের ফরওয়ার্ডরা। আকাশদীপ ফর্মে আছেন এবং তার সতীর্থ হবেন অভিষেক এবং সুখজিত সিং।
advertisement
advertisement
ললিত উপাধ্যায় নিজের দিনে অপ্রতিরোধ্য হয়ে ওঠার ক্ষমতা রাখেন। এছাড়া ঘরের মাঠে হকি বিশ্বকাপ খেলতে মুখিয়ে আছেন ভারতীয় কোচ গ্রাহাম রিড। তার কথায়, ঘরের মাঠে দর্শকদের সামনে খেলা সর্বদাই সুবিধার। হকি বিশ্বকাপের মতন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা দেশ গুলি নিজেদের পূর্ণ শক্তির দলই নিয়ে ভারতে পা রাখছে।
advertisement
The Hockey stars have joined in on the fun. 🤩 Use our filter and tag your favorite player & Hockey India and chant 'Hockey hai dil mera!'#HockeyIndia #IndiaKaGame #HWC203 #StarsBecomeLegends @CMO_Odisha @sports_odisha @IndiaSports @Media_SAI @FIH_Hockey @manpreetpawar07 pic.twitter.com/RqvhAB4IoQ
— Hockey India (@TheHockeyIndia) January 6, 2023
advertisement
আমাদের দলে তারুণ্য এবং অভিজ্ঞতার মিশ্রণ আছে,তাই টুর্নামেন্টে আমরা আশা করছি ভাল পারফর্ম করতে পারবো।টোকিও অলিম্পিক্স এ ব্রোঞ্জ পেয়েছিল ভারতীয় দল। শেষবার ১৯৭৫ সালে বিশ্বকাপে সফল হয়েছিল ভারতীয় দল। তাই ৪৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন হতে তৈরি ভারতীয় হকি দল।
তবে চ্যাম্পিয়ন হতে গেলে এবং বেলজিয়াম অথবা অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে পরে দেখা যখন হবে তখন মিডফিল্ড এবং ডিফেন্স যেমন শক্ত রাখতে হবে, তেমনই হাফ চান্স থেকে গোল করতে হবে। পেনাল্টি কর্নার অবশ্য হরমন ছাড়াও বরুণ কুমার এবং অমিত রহিদাস যথেষ্ট দক্ষ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 06, 2023 10:32 PM IST