হকি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলে প্রত্যেক ভারতীয় খেলোয়াড় পাবেন এক কোটি! বিশাল ঘোষণা ওড়িশা সরকারের

Last Updated:

Indian hockey players to be felicitated with rupees 1 crore each if they win hockey world cup. হকি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলে প্রত্যেক ভারতীয় খেলোয়াড় পাবেন এক কোটি!

ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে ভারতের বিশ্বকাপ হকি দল
ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে ভারতের বিশ্বকাপ হকি দল
#ভুবনেশ্বর: অনেকেই আক্ষেপ করে থাকেন ভারত বর্ষ মানে শুধুই ক্রিকেট। এদেশে ক্রিকেটার ছাড়া যেন অন্য কোনও খেলার দাম নেই। চার বছরে একবার অলিম্পিক। মাঝেমধ্যে এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমস নিয়ে মাতামাতি হয় ঠিক কথা। কিন্তু সারা বছর ক্রিকেটের চাদরেই যেন ঢাকা পড়ে যায় বাকি খেলাগুলো। তারিফ করতেই হবে ওড়িশা সরকারের।
আজ থেকে প্রায় চার-পাঁচ বছর আগে তারা ভারতীয় হকির যাবতীয় দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয়। সেই থেকে একটা রাজ্য সরকার দেশের অন্যতম সফল খেলার পৃষ্ঠপোষকতা করে আসছে। এটা নজিরবিহীন ঘটনা। হাতে আর ঠিক এক সপ্তাহ। ১৩ তারিখ থেকে ভারতের মাটিতে শুরু হয়ে যাবে হকি বিশ্বকাপ।
বিশ্বকাপ জিতলে ভারতীয় হকি দলের প্রত্যেকে পাবেন এক কোটি টাকা করে। দেবে ওড়িশা সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক বৃহস্পতিবার এই ঘোষণা করলেন। তিনিই রৌরকেল্লার বীরসা মুন্ডা হকি স্টেডিয়াম কমপ্লেক্সে বিশ্বকাপ ভিলেজের উদ্বোধন করেন। এই ভিলেজ নজিরবিহীন দ্রুততায় মাত্র ন’মাসেই তৈরি হয়েছে। এই অনুষ্ঠানেই নবীন পট্টনায়ক সময় কাটান ভারতীয় হকি দলের খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফদের সঙ্গে।
advertisement
advertisement
advertisement
সেখানেই তিনি প্রতিশ্রুতি দেন, চ্যাম্পিয়ন হলে খেলোয়াড়দের প্রত্যেককে দেওয়া হবে এক কোটি টাকা করে। মোট ১৬টি দেশ খেলবে। প্রথম দিনই গ্রুপে ভারতের ম্যাচ স্পেনের সঙ্গে। ভারতের অন্য ম্যাচগুলি যথাক্রমে ১৫ জানুয়ারি (ইংল্যান্ড) ও ১৯ জানুয়ারি (ওয়েলস)। ভারতীয় হকি দলের অন্যতম অভিজ্ঞ সদস্য অমিত রোহিদাস নিজে ওড়িশার ছেলে।
তিনি জানিয়েছেন তার রাজ্যের সরকারের এমন ঘোষণার পর হকি খেলোয়াড়রা বাড়তি মোটিভেশন নিয়ে মাঠে নামবেন। টাকার জন্য শুধু নয়, নিজেদের দেশের মাটিতে ভারত চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই খেলবে। ভারতের কোচ এবং বাকি তারকা খেলোয়াড়রাও মনে করেন এই পুরস্কার অবশ্যই একটা বাড়তি মোটিভেশন দলের কাছে।
বাংলা খবর/ খবর/খেলা/
হকি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলে প্রত্যেক ভারতীয় খেলোয়াড় পাবেন এক কোটি! বিশাল ঘোষণা ওড়িশা সরকারের
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement