Argentina football: মেসির আর্জেন্টিনা খেলতে চেয়েছিল ভারতের মাটিতে! পয়সার অভাবে হল না

Last Updated:
মেসির আর্জেন্টিনাকে ফিরিয়ে দিল ভারত
মেসির আর্জেন্টিনাকে ফিরিয়ে দিল ভারত
কলকাতা: ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানে যে পরিমাণ ব্রাজিল এবং আর্জেন্টিনার ভক্ত রয়েছেন সেটা হয়তো তাদের নিজেদের দেশের তুলনায় বেশি। বিশ্বকাপ, কোপা আমেরিকার সময় সেটা বোঝা যায়। দেশের অলিতে গলিতে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা লাগানো থাকে। ৮ থেকে ৮০ সবাই মেতে থাকেন মেসি, নেইমারদের জন্য। কিন্তু যে দেশ অর্থাৎ ভারতে কয়েক হাজার কোটি টাকা ক্রিকেটের পেছনে ওড়ানো হয় সেই দেশে লিওনেল মেসির আর্জেন্টিনাকে খেলতে দেখার বড় সুযোগ ছিল এবার।
১২ থেকে ২০ জুনের মধ্যে দু’টি প্রদর্শনী ম্যাচ খেলার সুযোগ ছিল আর্জেন্টিনার। তারা চেয়েছিল দক্ষিণ এশিয়ায় সেই দু’টি ম্যাচ খেলতে। আর্জেন্টিনা ফুটবল সংস্থার আন্তর্জাতিক সম্পর্ক প্রধান পাবলো জোয়াকিন দিয়াজ যোগাযোগ করেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে।
আরও পড়ুন – কিম জং মজে আছেন হাঙ্গরের মাংসে! দেশের সাধারণ মানুষ খেতে পাচ্ছেন না দু’বেলা
এই দুই দেশে প্রদর্শনী ম্যাচ খেলার প্রস্তাব দেন তিনি। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়। চলতি মাসেই ভারতে লিও মেসির আর্জেন্টিনার খেলা দেখতে পেতেন এ দেশের সমর্থকেরা। কিন্তু টাকার অভাবে ভেস্তে গেল সব কিছু। ভারতে আয়োজন করা গেল না বিশ্বকাপজয়ীদের প্রদর্শনী ম্যাচ। একই ঘটনা ঘটেছে বাংলাদেশে। সেখানেও টাকার অভাবেই মেসিদের ম্যাচ আয়োজন করা যায়নি।
advertisement
advertisement
advertisement
কাতার বিশ্বকাপ জেতার পর থেকে মেসিদের খেলা আয়োজনের আগ্রহ দেখাচ্ছে অনেক দেশ। এই পরিস্থিতিতে আর্জেন্টিনার ম্যাচ আয়োজন করতে হলে তাদের ৩২ থেকে ৪০ কোটি টাকা দিতে হচ্ছে। তার পরে আলাদা অনেক খরচ রয়েছে। সেটাই দিতে পারেনি ভারত ও বাংলাদেশ। ফেডারেশনের সচিব শাজি প্রভাকরণ সংবাদমাধ্যমে বলেন, আর্জেন্টিনা ফুটবল সংস্থা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু ম্যাচ আয়োজন করার জন্য বিপুল টাকা দিতে হত।
advertisement
আর্জেন্টিনা যে টাকা চেয়েছিল সেটা অনেক। তার জন্য আমাদের একটা বড় স্পনসর লাগত। চিনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছিল আর্জেন্টিনা। সেটায় ছিলেন মেসি। তিন দিন পর গতকাল ইন্দোনেশিয়ায় তাদের বিরুদ্ধে খেলল আর্জেন্টিনা। সেখানে ছিলেন না মেসি। তবে শোনা যাচ্ছে আর্জেন্টিনা নাকি এবার ভারতের বিরুদ্ধে খেলতেও রাজি ছিল।
ভারতের ফিফা তালিকায় স্থান যেখানে ৯৯ সেখানে প্রথম স্থানে আর্জেন্টিনা। তবুও তারা খেলতে রাজি ছিল টাকা পেলে। সেই ২০১১ সালের কলকাতার যুবভারতীতে আর্জেন্টিনা খেলে গিয়েছিল ভেনেজুয়েলার বিরুদ্ধে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Argentina football: মেসির আর্জেন্টিনা খেলতে চেয়েছিল ভারতের মাটিতে! পয়সার অভাবে হল না
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement