BCCI : ভারতীয় ক্রিকেটারদের বিশ্বের অন্যান্য লিগে খেলার ছাড়পত্র দেওয়ার ভাবনায় বিসিসিআই

Last Updated:

Indian cricketers can participate in different T20 franchise leagues in future. বিরাট, রোহিতদের বিদেশে খেলার গ্রিন সিগন্যাল দিতে পারে বোর্ড

বিরাট, রোহিতদের বিদেশে খেলার গ্রিন সিগন্যাল দিতে পারে বোর্ড
বিরাট, রোহিতদের বিদেশে খেলার গ্রিন সিগন্যাল দিতে পারে বোর্ড
আরও পড়ুন - Cristiano Ronaldo: অর্ধেক বেতন নিয়েও ম্যান ইউনাইটেড ছাড়তে চান রোনাল্ডো! সম্ভবত ফিরছেন স্পেনে
বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলিতে অবশেষে হয়তো খেলার সুযোগ পেতে চলেছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, বুমরাহ, রবীন্দ্র জাদেজারা। ভারতীয় ক্রিকেট বোর্ডে এমনই ভাবনাচিন্তা চলছে। সিদ্ধান্ত নেওয়া হলে দীর্ঘ অপেক্ষার অবসান হতে পারে। বিদেশে আইপিএলের ক্রমবর্ধমান জনপ্রিয়তার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
advertisement
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের ছ’টি দল কিনেছেন ভারতের আইপিএলের মালিকরা। সেখানে ভারতীয় ক্রিকেটারদের খেলতে দিলে জনপ্রিয়তা অনেক বাড়বে। আর্থিক ভাবে পুষ্ট হবে দক্ষিণ আফ্রিকা বোর্ডও। কারণ তারা আগেই স্বীকার করে নিয়েছে, ভারতের বিরুদ্ধে খেলা ছাড়া আর্থিক ভাবে লাভবান হওয়ার আর কোনও রাস্তা তাদের সামনে খোলা নেই।
advertisement
বোর্ডের সূত্রে খবর, সেপ্টেম্বরে বার্ষিক সাধারণ সভায় এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এক ওয়েবসাইটে বোর্ডের এক কর্তা বলেছেন, আইপিএলের বেশ কিছু দল, যাদের বিদেশের লিগে অংশীদারিত্ব রয়েছে, তারা বিসিসিআই-কে অনুরোধ করেছে সেই লিগ গুলিতে ভারতীয় ক্রিকেটারদের খেলানোর জন্য। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে বার্ষিক সাধারণ সভায় আলোচনা হবে।
advertisement
এটা একটু বিতর্কিত বিষয়। আইপিএল সফল হয়েছে কারণ শুধুমাত্র এখানেই ভারতীয় ক্রিকেটারদের খেলতে দেখা যায়। সেট আমরা হারাতে চাই না। তবে ভবিষ্যতে চিত্রটা বদলাতেও পারে। ভারতের মহিলা ক্রিকেটাররা বিদেশি লিগে খেলতে পারলেও পুরুষ ক্রিকেটারদের সেই অনুমতি নেই। ফলে বিরাট কোহলি, রোহিত শর্মাদের এখনও অন্যত্র গিয়ে খেলতে দেখা যায়নি।
বিসিসিআই অনুমতি দিলে তারা বিগ ব্যাশ লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বা দক্ষিণ আফ্রিকার লিগে খেলতে পারবেন। ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য এমন সিদ্ধান্ত নেবেই সেটা এখনো পরিষ্কার নয়। কারণ আইপিএলে ক্রিকেট কম, ব্যবসা বেশি হয়। তাই সেই ব্যবসার ক্ষতি করে কোন সিদ্ধান্ত নেবে না বিসিসিআই।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
BCCI : ভারতীয় ক্রিকেটারদের বিশ্বের অন্যান্য লিগে খেলার ছাড়পত্র দেওয়ার ভাবনায় বিসিসিআই
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement