Viral Video: এমন ক্যাচ আগে দেখেননি! অবিশ্বাস্য বললেও কম হবে! যা করে দেখালেন প্রভসিমরন সিং, দেখুন ভিডিও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Viral Video: সংবাদ শিরোনামে প্রভসিমরন সিং। তবে এবার আর তাঁর ব্যাটিংয়ের জন্য নয়। ঘরোয়া ক্রিকেটে উইকেটের পিছনে অবিশ্বাস্য ক্যাচ ধরে নেট দুনিয়ায় ভাইরাল প্রভসিমরন। তাঁর ধরা ক্যাচ অবিশ্বাস্য বললেও কম বলা হবে।
কলকাতা: আইপিএল ২০২৩-এ নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন পঞ্জাব কিংসের উইকেটকিপার ব্যাটার প্রভসিমরন সিং। সেই সুবাদে এশিয়ান গেমসের জন্য ঘোষিত ভারতীয় দলেও সুযোগ পেয়েছেন তিনি। এবার আরও একবার সংবাদ শিরোনামে প্রভসিমরন সিং। তবে এবার আর তাঁর ব্যাটিংয়ের জন্য নয়। ঘরোয়া ক্রিকেটে উইকেটের পিছনে অবিশ্বাস্য ক্যাচ ধরে নেট দুনিয়ায় ভাইরাল প্রভসিমরন। তাঁর ধরা ক্যাচ অবিশ্বাস্য বললেও কম বলা হবে।
ঘরোয়া ক্রিকেটে দেওধর ট্রফিতে খেলছেন প্রভসিমরন সিং। উত্তরাঞ্চলের হয়ে খেলছেন এই ‘পঞ্জাব দ্যা পুত্তর’। দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে এই অবিশ্বাস্য ক্যাচ ধরেন প্রভসিমরন। ম্যাচের প্রথম ইনিংসের ৩৮.২ ওভারে মায়াঙ্ক যাদবের বডি লাইন বাউন্সার উইকেট কিপারের মাথার উপর দিয়ে আপার কাট করার চেষ্টা করেন রিকি ভুই। প্রথমে বলের লাইন অনুযায়ী অন্যদিকে চলে গেলেও রিকির গ্লাভসে বল লিগে দিক পরিবর্তন হয়ে যায়।
advertisement
Ripper Alert 🚨
You do not want to miss Prabhsimran Singh’s flying catch behind the stumps 🔥🔥
WATCH Now 🎥🔽 #DeodharTrophy | #NZvSZhttps://t.co/Tr2XHldbHY
— BCCI Domestic (@BCCIdomestic) July 24, 2023
advertisement
সেই বল মুহূর্তে বুঝে নিয়ে নিজের মুভমেন্ট পরিবর্তন করে সম্পূর্ণ উল্টো দিকে ঝাঁপ দেন প্রভসিমরন সিং। তাঁর এই ঝাঁপ হার মানাবে বাজপাখিকেও। অসম্ভব ক্ষিপ্রতায় শরীর ছুড়ে দিয়ে বল গ্লাভসবন্দি করে ফেলেন। মাঠে ফিল্ডার এমন ক্যাচ দেখে তাজ্জব হয়ে যায়। প্রভসিমরন সিং নিজেও বুঝতে পারছিলেন না কী কাণ্ড ঘটিয়ে ফেলেছেন তিনি। এই দুরন্ত ক্যাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বিসিসিআইয়ের তরফ থেকে শেয়ার করা হয়।
advertisement
আরও পড়ুনঃ Knowledge Story: জাতীয় সঙ্গীতের সময় কেন প্লেয়ারদের সঙ্গে শিশু থাকে? তাদের কী বলা হয়? বলুন তো দেখি
প্রসঙ্গত, এশিয়ান গেমসে ভারতীয় দলে সুযোগ পেয়ে নিজের খুশির কথা জানিয়েছিলেন প্রভসিমরন সিং। এশিয়ান গেমস হলেও ভারতীয় দলের জার্সিতে সুযোগ আসলে নিজের সেরাটা দিতে প্রস্তুত তরুণ ভারতীয় ক্রিকেটার। সেইভাবে নিজেকে তৈরিও করছেন। দেওধর ট্রফিতে তাঁর এই ক্যাচ যেন প্রমাণ করে দিল টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপাতে একশো শতাংশ তৈরি তিনি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 24, 2023 9:12 PM IST
