হোম /খবর /খেলা /
শান্ত স্বভাবের শামির বিস্ফোরক মন্তব্য,‘ওঁরা ভারতীয়ই নন, আমি দেশের জন্য খেলি’

Mohammed Shami: শান্ত স্বভাবের মহম্মদ শামির বিস্ফোরক মন্তব্য, ‘‘ওঁরা ভারতীয়ই নন, আমি দেশের জন্য খেলি’’

Indian Cricketer Mohammed Shami said trollers they are not real fans nor real indians

Indian Cricketer Mohammed Shami said trollers they are not real fans nor real indians

Mohammed Shami: ভারতীয় পেসার এবার এমন মোক্ষম উত্তর দিয়েছেন তাতে সেই সব ফ্যানদের মুখ বন্ধ হয়ে গেছে৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: ভারতীয় পেসার মহম্মদ শামি  (Mohammed Shami) পাকিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) হারের পর প্রবল ভাবে ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন৷ ভারতীয় পেসার এবার এমন মোক্ষম উত্তর দিয়েছেন তাতে সেই সব ফ্যানদের মুখ বন্ধ হয়ে গেছে৷ শামি জানিয়েছেন ট্রোল যাঁরা করেন তাঁরা কখনই  প্রকৃত ফ্যান হতে পারেন না৷ মহম্মদ শামি (Mohammed Shami) শুধু এইটুকু বলেই থামেননি ৷ তিনি আরও বলেছেন এঁরা প্রকৃত ভারতীয়ও নন৷ শামি সাফ সাফ জানিয়ে দিয়েছেন তিনি জানেন তিনি কার প্রতিনিধিত্ব করেন৷ তিনি আরও বলেছেন তিনি তাঁর দেশের জন্য প্রতিনিধিত্ব করেন৷

টি টোয়েন্টি বিশ্বকাপে  (T20 World Cup)  ভারতীয় দলের হতাশজনক পারফরম্যান্সের পর মহম্মদ শামি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন , ‘‘আমরাও মানুষ আমাদেরও ভুল হতে পারে৷ ’’ টি টোয়েন্টি বিশ্বকাপের সময় মহম্মদ শামিকে ট্রোল করা হয়েছিল৷ বিরাট কোহলি শামির পাশে দাঁড়িয়েছিলেন, এবং তিনি নিন্দুকদের জবাব দিয়েছিলেন৷

আরও পড়ুন - Maha Shivratri: সামনেই শিবরাত্রি তাতে কখনই এই কাজ করবেন না, রুষ্ট হবেন মহাদেব

ট্রোলার্সদের কমেন্টে আহত হতে হয় না

মহম্মদ শামি জানিয়েছেন,  ‘‘এই ধরণের ভাবনার কোনও চিকিৎসা নেই৷ (ধর্ম) নিয়ে যাঁরা ট্রোল করেন তাঁরা প্রকৃত প্রশংসাকারী বা ফ্যান কখনই হতে পারেন  না৷ এমনকি তাঁরা প্রকৃত ভারতীয়ও হতে পারেন না৷ যদি আপনি কোনও ক্রিকেটারকে হিরো মনে করেন আর এরকম ব্যবহার করেন তাহলে আপনি ভারতীয় সমর্থক নন৷ ’’

আরও পড়ুন - Optical Illusion: ৫ সেকেন্ড দেখুন এই ছবি! তারপরে নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না

শামি আরও বলেছেন, ‘‘আমার মনে হয় এরকম কমেন্ট করা মানুষের কথায় আহত হতে হয় না৷ ’’ তিনি বলেছেন , ‘‘আমার একটা কথা মনে হচ্ছে আমি যদি কোনও মানুষকে নিজের আর্দশ মনে করি তাহলে ওই ব্যক্তির বিষয়ে কখনই খারাপ কথা বলব না৷ আর যদি কেউ আমায় আঘাত দেওয়ার মতো কথা বলে তাহলে আমি বলব আপনি আমাকে বা ভারতীয় দলকে সমর্থণ করেন না৷ তাই আমার কাছে এতে কোনও তফাৎ হয় না তিনি কি করেন বা না করেন তাই নিয়ে৷’’

কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই

মহম্মদ শামি বলেছে এটা লোকের মানসিকতা৷ এটা ওঁদের নিম্ন স্তরের মানসিকতা ও শিক্ষার পরিচয় দেয়৷ তিনি বলেছেন অনামা সোশ্যালমিডিয়া থেকে যাঁরা ফলোয়ার্স তাঁরা আঙুল তোলেন৷ তাঁদের কাছে কিছুই থাকে না৷ কিন্তু তাঁকে যদি আমরা রোল মডেল, এক সেলিব্রিটি, এক ভারতীয় ক্রিকেটার হিসেবে প্রতিক্রিয়া দিই তাহলে তাঁদের অযথা গুরুত্ব দেওয়া হবে৷ আমাদের ওঁদের সঙ্গে যুক্ত হওয়ার কোনও প্রয়োজনই৷’’

Published by:Debalina Datta
First published:

Tags: Mohammed Shami, T20 World Cup