#কলকাতা: ভারতীয় পেসার মহম্মদ শামি (Mohammed Shami) পাকিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) হারের পর প্রবল ভাবে ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন৷ ভারতীয় পেসার এবার এমন মোক্ষম উত্তর দিয়েছেন তাতে সেই সব ফ্যানদের মুখ বন্ধ হয়ে গেছে৷ শামি জানিয়েছেন ট্রোল যাঁরা করেন তাঁরা কখনই প্রকৃত ফ্যান হতে পারেন না৷ মহম্মদ শামি (Mohammed Shami) শুধু এইটুকু বলেই থামেননি ৷ তিনি আরও বলেছেন এঁরা প্রকৃত ভারতীয়ও নন৷ শামি সাফ সাফ জানিয়ে দিয়েছেন তিনি জানেন তিনি কার প্রতিনিধিত্ব করেন৷ তিনি আরও বলেছেন তিনি তাঁর দেশের জন্য প্রতিনিধিত্ব করেন৷
টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারতীয় দলের হতাশজনক পারফরম্যান্সের পর মহম্মদ শামি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন , ‘‘আমরাও মানুষ আমাদেরও ভুল হতে পারে৷ ’’ টি টোয়েন্টি বিশ্বকাপের সময় মহম্মদ শামিকে ট্রোল করা হয়েছিল৷ বিরাট কোহলি শামির পাশে দাঁড়িয়েছিলেন, এবং তিনি নিন্দুকদের জবাব দিয়েছিলেন৷
আরও পড়ুন - Maha Shivratri: সামনেই শিবরাত্রি তাতে কখনই এই কাজ করবেন না, রুষ্ট হবেন মহাদেব
ট্রোলার্সদের কমেন্টে আহত হতে হয় না
মহম্মদ শামি জানিয়েছেন, ‘‘এই ধরণের ভাবনার কোনও চিকিৎসা নেই৷ (ধর্ম) নিয়ে যাঁরা ট্রোল করেন তাঁরা প্রকৃত প্রশংসাকারী বা ফ্যান কখনই হতে পারেন না৷ এমনকি তাঁরা প্রকৃত ভারতীয়ও হতে পারেন না৷ যদি আপনি কোনও ক্রিকেটারকে হিরো মনে করেন আর এরকম ব্যবহার করেন তাহলে আপনি ভারতীয় সমর্থক নন৷ ’’
আরও পড়ুন - Optical Illusion: ৫ সেকেন্ড দেখুন এই ছবি! তারপরে নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না
শামি আরও বলেছেন, ‘‘আমার মনে হয় এরকম কমেন্ট করা মানুষের কথায় আহত হতে হয় না৷ ’’ তিনি বলেছেন , ‘‘আমার একটা কথা মনে হচ্ছে আমি যদি কোনও মানুষকে নিজের আর্দশ মনে করি তাহলে ওই ব্যক্তির বিষয়ে কখনই খারাপ কথা বলব না৷ আর যদি কেউ আমায় আঘাত দেওয়ার মতো কথা বলে তাহলে আমি বলব আপনি আমাকে বা ভারতীয় দলকে সমর্থণ করেন না৷ তাই আমার কাছে এতে কোনও তফাৎ হয় না তিনি কি করেন বা না করেন তাই নিয়ে৷’’
কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই
মহম্মদ শামি বলেছে এটা লোকের মানসিকতা৷ এটা ওঁদের নিম্ন স্তরের মানসিকতা ও শিক্ষার পরিচয় দেয়৷ তিনি বলেছেন অনামা সোশ্যালমিডিয়া থেকে যাঁরা ফলোয়ার্স তাঁরা আঙুল তোলেন৷ তাঁদের কাছে কিছুই থাকে না৷ কিন্তু তাঁকে যদি আমরা রোল মডেল, এক সেলিব্রিটি, এক ভারতীয় ক্রিকেটার হিসেবে প্রতিক্রিয়া দিই তাহলে তাঁদের অযথা গুরুত্ব দেওয়া হবে৷ আমাদের ওঁদের সঙ্গে যুক্ত হওয়ার কোনও প্রয়োজনই৷’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mohammed Shami, T20 World Cup