Maha Shivratri: সামনেই শিবরাত্রি তাতে কখনই এই কাজ করবেন না, রুষ্ট হবেন মহাদেব

Last Updated:
Maha Shivratri: মহাশিবরাত্রিতে দেবাদিদেবের (Mahadev) আরাধনায় সামাণ্য অনাচারে নেমে আসতে কঠোর দুর্ভোগের খাঁড়া৷
1/6
#কলকাতা: দেবাদিদেব মহাদেব (Mahadev)৷ তিনি ত্রিনাথের অন্যতম৷ তাঁর আরাধনায় বাধা বিঘ্ন টলে যায়৷ তাই মানুষ ভক্তিভরে তাঁর অর্চনা করেন৷ তবে প্রতি দেবতার মতো তাঁর পূজারও বিশেষ কিছু রীতি রয়েছে৷ যা মেনেই তাঁর অর্চনা করা হয়৷ সামাণ্যতম ভুলেও দারুণ রেগে যেতে পারেন রুদ্রদেব৷ সামনেই মহাশিবরাত্রি (Maha Shivratri), আসমুদ্র হিমাচল শিবভক্তরা (Shiv) এই দিন মহাদেবের অর্চনায় রত হন৷ জেনে নিন তাঁর অর্চনাবিধি না হলে তিনি রাগলে তাঁর আরধনা হবে মূল্যহীণ মিলবে না কাঙ্খিত ফল৷ Photo- Representative
#কলকাতা: দেবাদিদেব মহাদেব (Mahadev)৷ তিনি ত্রিনাথের অন্যতম৷ তাঁর আরাধনায় বাধা বিঘ্ন টলে যায়৷ তাই মানুষ ভক্তিভরে তাঁর অর্চনা করেন৷ তবে প্রতি দেবতার মতো তাঁর পূজারও বিশেষ কিছু রীতি রয়েছে৷ যা মেনেই তাঁর অর্চনা করা হয়৷ সামাণ্যতম ভুলেও দারুণ রেগে যেতে পারেন রুদ্রদেব৷ সামনেই মহাশিবরাত্রি (Maha Shivratri), আসমুদ্র হিমাচল শিবভক্তরা (Shiv) এই দিন মহাদেবের অর্চনায় রত হন৷ জেনে নিন তাঁর অর্চনাবিধি না হলে তিনি রাগলে তাঁর আরধনা হবে মূল্যহীণ মিলবে না কাঙ্খিত ফল৷ Photo- Representative
advertisement
2/6
হিন্দু দেব-দেবীদের পুজো মানেই বিশাল ব্যাপারস্যাপার। জাঁকজমক না থাকলে যেন তাঁরা যেন খুশি হতেই চান না। তাঁদের সাজপোশাক থেকে শুরু করে ভোগের আয়োজন— সবেতেই যেন প্রাচুর্যের ছোঁয়া। মহাশিবরাত্রিতে (Maha Shivratri) সেদিক থেকে একজনই রয়েছেন যাঁর পুজোয় তেমন কিছুই খরচ হয় না ভক্তদের। তিনি স্বয়ং দেবাদিদেব। ধুতরো ফুল, বেল পাতা আর জলেই তিনি খুশি। তবে শিবরাত্রিতে (Shivratri) অনেকেই বাবার মাথায় জলের বদলে দুধও ঢালেন। Photo- Representative
হিন্দু দেব-দেবীদের পুজো মানেই বিশাল ব্যাপারস্যাপার। জাঁকজমক না থাকলে যেন তাঁরা যেন খুশি হতেই চান না। তাঁদের সাজপোশাক থেকে শুরু করে ভোগের আয়োজন— সবেতেই যেন প্রাচুর্যের ছোঁয়া। মহাশিবরাত্রিতে (Maha Shivratri) সেদিক থেকে একজনই রয়েছেন যাঁর পুজোয় তেমন কিছুই খরচ হয় না ভক্তদের। তিনি স্বয়ং দেবাদিদেব। ধুতরো ফুল, বেল পাতা আর জলেই তিনি খুশি। তবে শিবরাত্রিতে (Shivratri) অনেকেই বাবার মাথায় জলের বদলে দুধও ঢালেন। Photo- Representative
advertisement
3/6
শিবরাত্রিতে (Shivratri) শিবলিঙ্গে অনেকে চন্দনের প্রলেপও লাগিয়ে দেন। তবে শিব পুরাণ মতে, মহাদেব বেশি খুশি হন যদি তাঁকে ভস্ম মাখানো হয়।কিন্তু এই পুরাণেই রয়েছে এক সতর্কবার্তা। Photo- Representative
শিবরাত্রিতে (Shivratri) শিবলিঙ্গে অনেকে চন্দনের প্রলেপও লাগিয়ে দেন। তবে শিব পুরাণ মতে, মহাদেব বেশি খুশি হন যদি তাঁকে ভস্ম মাখানো হয়।কিন্তু এই পুরাণেই রয়েছে এক সতর্কবার্তা। Photo- Representative
advertisement
4/6
যেখানে বলা হয়েছে যে, মহাশিবরাত্রিতে (Maha Shivratri) শিবলিঙ্গে কখনই হলুদ লাগানো বা হলুদ জল ঢালা উচিত নয়। এর কারণ মূলত দু’টি। Photo- Representative
যেখানে বলা হয়েছে যে, মহাশিবরাত্রিতে (Maha Shivratri) শিবলিঙ্গে কখনই হলুদ লাগানো বা হলুদ জল ঢালা উচিত নয়। এর কারণ মূলত দু’টি। Photo- Representative
advertisement
5/6
১। পুরাণ মতে, শিবলিঙ্গ আদতে পুরুষ যৌনাঙ্গের প্রতীক। তাঁকে ঠান্ডা রাখতে চন্দন, ভস্ম, দুধ ও জল দিয়ে পুজো করা হয়। Photo- Representative । Photo- Representative
১। পুরাণ মতে, শিবলিঙ্গ আদতে পুরুষ যৌনাঙ্গের প্রতীক। তাঁকে ঠান্ডা রাখতে চন্দন, ভস্ম, দুধ ও জল দিয়ে পুজো করা হয়। Photo- Representative । Photo- Representative
advertisement
6/6
২। হলুদ আদতে সৌন্দর্য্যের উপাদান। যা থেকে মহাদেব শত হস্ত দূরে। তিনি খুবই সাধারণ জীবনযাপন করেন। পরনে বাঘছাল, গায়ে ভস্ম মেখেই কাটান। পার্থিব জিনিসের প্রতি তাঁর কোনও আকর্ষণ নেই। তাই তিনি ‘ভোলা বাবা’। Photo- Representative  Disclimer- এই তথ্যের কোনও পুষ্টি নিউজ ১৮ বাংলা করে না৷ এটা প্রচলিত মতের ওপর আধারে প্রকাশিত৷
২। হলুদ আদতে সৌন্দর্য্যের উপাদান। যা থেকে মহাদেব শত হস্ত দূরে। তিনি খুবই সাধারণ জীবনযাপন করেন। পরনে বাঘছাল, গায়ে ভস্ম মেখেই কাটান। পার্থিব জিনিসের প্রতি তাঁর কোনও আকর্ষণ নেই। তাই তিনি ‘ভোলা বাবা’। Photo- Representative Disclimer- এই তথ্যের কোনও পুষ্টি নিউজ ১৮ বাংলা করে না৷ এটা প্রচলিত মতের ওপর আধারে প্রকাশিত৷
advertisement
advertisement
advertisement