প্রেমিকার মৃত্যু! হয়েছিল থানা-পুলিশ! ভারতের 'নতুন যুবরাজ' আবার প্রেমে পড়লেন!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Abhishek Sharma- অভিষেক তখন তানিয়ার নম্বর ব্লক করে দেন বলে জানা যায়। সোশ্যাল মিডিয়ায় তানিয়াকে আনফলো করে দেন। জানা যায়, ঘটনাটি ঘটার আগে দুজনে ৬-৭ মাস ধরে সম্পর্কে ছিলেন।
কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে ভারতীয় দলের বিস্ফোরক ব্যাটার অভিষেক শর্মা একাধিক রেকর্ড গড়েছেন। ওই ম্যাচে তিনি ১৩৫ রান করেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি রান করা ব্যাটার হয়েছেন তিনি। তিনি ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি কর ব্যাটার হন। অভিষেক শর্মা মাত্র ৩৭ বলে সেঞ্চুরি করে এই কীর্তি গড়েন।
ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক শর্মা মাত্র ৫৪ বলে ১৩৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি মারেন সাতটি চার ও ১৩টি ছক্কা। তাঁর স্ট্রাইক রেট ছিল ২৫০। অভিষেক শর্মার ইনিংস দেখে ক্রিকেট কিংবদন্তিরাও ক্রমাগত প্রশংসা করছেন। সোশ্যাল মিডিয়ায় অভিষেক শর্মা এখন ট্রেন্ডিং।
আরও পড়ুন- ইংল্যান্ডকে হারিয়ে ১০টি বড় রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া, চুরমার হয়ে গেল একাধিক নজির
অভিষেক শর্মার অতীত নিয়েও চলছে টানাটানি। ২০২৪ সালের ডিসেম্বরে অভিষেক শর্মা একটি ছবি শেয়ার করেন। ব্র্যান্ড LRF-এর প্রতিষ্ঠাতা লায়লা ফয়সালের সঙ্গে ছিল সেই ছবি। এর পর থেকে অভিষেক শর্মা ও লায়লা ফয়সালকে নিয়ে আলোচনার শেষ নেই। অনেক রিপোর্টে দাবি করা হয়েছে, তাঁরা দুজন একে অপরকে ডেট করছেন।
advertisement
advertisement
আরও পড়ুন- বিশ্বমঞ্চে ফের ভারত সেরা,অনুর্ধ্ব ১৯ মেয়েদের তুখোড় পারফরম্যান্সকে কুর্নিশ নীতা আম্বানির
এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মডেল তানিয়া সিং নিজেকে শেষ করে দেন। সেই ঘটনায় জড়িত থাকার সন্দেহে অভিষেক শর্মাকে সুরাত পুলিশ ডেকে পাঠায়। অভিষেক শর্মাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। পুলিশ জানিয়েছে, অভিষেকই সর্বশেষ ফোন পেয়েছিলেন তানিয়ার কাছ থেকে। এক প্রতিবেদনে বলা হয়, তদন্তকারীরা হোয়াটসঅ্যাপে অভিষেককে তানিয়ার পাঠানো একটি মেসেজ পান।
advertisement
অভিষেক তখন তানিয়ার নম্বর ব্লক করে দেন বলে জানা যায়। সোশ্যাল মিডিয়ায় তানিয়াকে আনফলো করে দেন। জানা যায়, ঘটনাটি ঘটার আগে দুজনে ৬-৭ মাস ধরে সম্পর্কে ছিলেন। তানিয়াকে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সুরাতের ভেসু এলাকায় নিজের অ্যাপার্টমেন্টের সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 04, 2025 12:45 AM IST