Ashish Nehra: রাহুল দ্রাবিড় চলবে না! টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ কোচ হিসেবে নাম উঠছে আশিস নেহরার

Last Updated:
রাহুলের জায়গায় ভারতের কোচ এবার নেহরা?
রাহুলের জায়গায় ভারতের কোচ এবার নেহরা?
আহমেদাবাদ: রবি শাস্ত্রী যুগ শেষ হওয়ার পর অনেক আশা করে ভারতের কোচ করা হয়েছিল তাকে। আশা করা গিয়েছিল টিম ইন্ডিয়ার ক্রিকেট পাল্টে দেবেন রাহুল দ্রাবিড়। কিন্তু সত্যিটা হল রাহুল সেভাবে সাফল্য এনে দিতে পারেনি ভারতীয় দলকে। জুনিয়র পর্যায়ের কোচ হিসেবে তিনি দুর্দান্ত সফল। কিন্তু ভারতের সিনিয়র দলের ক্রিকেটারদের পরিচালনা করার ক্ষেত্রে তার ফর্মুলা কতটা কার্যকরী হচ্ছে প্রশ্ন উঠতেই পারে।
সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। তারপর দেশের মাটিতে একদিনের বিশ্বকাপ। তার আগে বিসিসিআই নতুন কোচ আনবে না সেটা নিশ্চিত। আর এই দুটো টুর্নামেন্ট রাহুল দ্রাবিরের কাছে অ্যাসিড টেস্ট। প্রমাণ করলে থাকবেন, না হলে অন্য রাস্তা নেওয়া হতে পারে। আইপিএলে গুজরাত গতবারের চ্যাম্পিয়ন দল। এবার রানার্স আপ। ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং মনে করেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের কোচ নিয়ে ভাবা উচিত।
advertisement
আরও পড়ুন – সচিন বলছেন ভবিষ্যতের মহাতারকা! আইপিএল ফাইনালে ৯৬ করা ব্যাটসম্যানকে মনে ধরেছে
টি টোয়েন্টি ফরম্যাটে রাহুল দ্রাবিড় মানানসই নন মনে হচ্ছে ভাজ্জির। হরভজন অবশ্যই রাহুলকে টেস্ট এবং একদিনের কোচ হিসেবে রাখতে চান। কিন্তু টি-টোয়েন্টি কোচ হিসেবে তার পছন্দ বীরেন্দ্র সেহওয়াগ অথবা আশিস নেহরার মতো কাউকে। ভাজ্জি মনে করেন বীরু অথবা নেহরা টি টোয়েন্টি খেলাটা অনেক বেশি রিড করতে পারেন রাহুলের তুলনায়।
advertisement
advertisement
সেটা আইপিএলে প্রমাণিত নেহরার ক্ষেত্রে। আধুনিক কোচেরা যেমন ল্যাপটপ এবং স্ট্যাটিস্টিক সামনে রেখে ক্রিকেটারদের বোঝান, সেই রাস্তায় যেতে পছন্দ করে না নেহরা। তিনি অনেকটা ফুটবল কোচের মত ম্যাচ চলাকালীন ঘুরে বেড়ান ডাগ আউটে। সব সময় ক্রিকেটারদের পরিস্থিতি অনুযায়ী ইনপুট দেন।
advertisement
তার ল্যাপটপ অথবা ডায়েরি নেই। যা বলার মুখেই বলেন এবং এটাই তার পদ্ধতি। ক্রিকেটারদের সঙ্গে বড় দাদার মতো মিশতে পারেন আশিস। সেহওয়াগ অবশ্য এখনও পর্যন্ত কোচিং না করলেও তার দর্শন আক্রমণাত্মক। ভাজ্জির আশা ভবিষ্যতে এই দুজনের মধ্যে কাউকে টি-টোয়েন্টি দলের দায়িত্ব দিলে সঠিক সিদ্ধান্ত নেবে বিসিসিআই।
বাংলা খবর/ খবর/খেলা/
Ashish Nehra: রাহুল দ্রাবিড় চলবে না! টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ কোচ হিসেবে নাম উঠছে আশিস নেহরার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement