Sai Sudarshan: সচিন বলছেন ভবিষ্যতের মহাতারকা! আইপিএল ফাইনালে ৯৬ করা ব্যাটসম্যানকে মনে ধরেছে

Last Updated:
সাইয়ের সুদর্শন ব্যাটিংয়ের প্রশংসায় সচিন
সাইয়ের সুদর্শন ব্যাটিংয়ের প্রশংসায় সচিন
আহমেদাবাদ: তামিলনাড়ু প্রিমিয়ার লিগে এই ছেলেটার ওপর প্রথম নজর পড়েছিল রবি অশ্বিনের। ভারতের তারকা স্পিনার আগেই জানিয়েছিলেন আইপিএলে গুজরাত তাকে খেলার সুযোগ দিলে অনেককে চমকে দেবেন ২১ বছরের এই যুবক। ভুল বলেননি অশ্বিন, সেটা প্রমাণ করেছেন এই বাঁহাতি। সাই সুদর্শন নামটা ভারতীয় ক্রিকেটে খুব একটা পরিচিত ছিল না এতদিন। কিন্তু আইপিএল ফাইনালে দুর্দান্ত ৯৬ রান করার পর থেকে সুদর্শনকে নিয়ে উচ্ছ্বসিত স্বয়ং সচিন তেন্ডুলকর।
সোশ্যাল মিডিয়ায় সচিন লিখেছেন, মাত্র ২১ বছর বয়সে আইপিএল ফাইনালে সুদর্শনের ব্যাটিং দেখে ভাল লাগল। চোখের পক্ষে আরামদায়ক। দারুণ আত্মবিশ্বাস দেখলাম। স্বয়ং ক্রিকেটের ভগবান যখন কাউকে এরকম সার্টিফিকেট দেন, সেই প্রতিভা স্পেশাল সেটা বলার অপেক্ষা রাখে না। অবশ্য শুধু সচিন নন, সুনীল গাভাসকার পর্যন্ত প্রশংসা করেছেন সুদর্শনের।
advertisement
advertisement
সাই সুদর্শন তিন নম্বরে নেমে একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন। চার নম্বরে এলেন অধিনায়ক হার্দিক। সুদর্শন নিজের অর্ধশতরান পূর্ণ করলেন। নিজের রাজ্য তামিলনাড়ুর দল চেন্নাইর বিরুদ্ধে ফাইনালে অসাধারণ একটা পারফরম্যান্স তুলে ধরলেন বাঁহাতি।ফাইনালে চেন্নাইর বিরুদ্ধে ঘরের শত্রু হবেন একজন তামিলনাড়ুর ব্যাটসম্যান অনেকেই হয়তো ভাবতে পারেননি।
সবাই ব্যস্ত ছিলেন গিল ঝড় দেখার অপেক্ষায়। কিন্তু সুদর্শনের চক্র রক্তাক্ত করল চেন্নাইকে।অল্পের জন্য সেঞ্চুরি পেলেন না। ৯৬ করে ফিরে গেলেন। গুজরাত অবশ্য চ্যাম্পিয়ন হতে পারেনি। কিন্তু তাতে সাই সুদর্শনর দুরন্ত ব্যাটিংয়ের মর্যাদা কমে যায়নি। এই ছেলে নিজেকে ধরে রাখতে পারলে আগামী দিনের ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ হতে পারে সেই ইঙ্গিত পাওয়া গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sai Sudarshan: সচিন বলছেন ভবিষ্যতের মহাতারকা! আইপিএল ফাইনালে ৯৬ করা ব্যাটসম্যানকে মনে ধরেছে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement