আজ নতুন বিশ্ব রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা, পারবেন সফল হতে?
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Rohit Sharma on the verge of creating world record in T20 cricket against Australia. আজ নতুন বিশ্ব রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা, পারবেন সফল হতে?
#মোহালি: এশিয়া কাপে বিদায় নেওয়ার পর আজ আবার নিজেদের দেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে ভারত। বিন্দ্রা স্টেডিয়ামে মঙ্গলবার সন্ধ্যায় তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এমন একটা সময় দাঁড়িয়ে আছে ভারতীয় দল যেখানে বিশ্বকাপের আগে এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অধিনায়ক রোহিত শর্মা দাঁড়িয়ে আছেন নতুন রেকর্ডের সামনে। দুটি ছক্কা মারতে পারলে টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ড স্পর্শ করবেন তিনি। বর্তমানে এই রেকর্ডের মালিক নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। ১৭২ টি ছয় আছে তার। রোহিত এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন ১৭১ টি ছয়। দরকার আর দুটি।
আরও পড়ুন - প্রেসিডেন্ট হিসেবে অনৈতিক কাজ করছেন সৌরভ ! দাদাকে আক্রমণ গম্ভীরের
এই তালিকায় এরপরে রয়েছেন যথাক্রমে ক্রিস গেইল, ইয়ন মরগ্যান এবং ফিঞ্চ। তবে রেকর্ডের সামনে দাঁড়িয়ে থাকলেও রোহিত শর্মা ব্যক্তিগতভাবে এসব নিয়ে ভাবতে নারাজ। তার একমাত্র লক্ষ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়। তারপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়। আক্রমণাত্মক এবং আগ্রাসী ক্রিকেট খেলা। নিজের পারফর্ম করা। দলকে ভরসা দেওয়া।
advertisement
advertisement
ভারতের জার্সিতে শেষ ১৭ ম্যাচে ৪২৩ রান করেছেন রোহিত। গড় ২৭। তার মত তারকা ব্যাটসম্যানের কাছে যেটা খুব একটা সুখকর অনুভূতি নয়। কিন্তু এই নিয়ে রাতের ঘুম নষ্ট করতে চান না তিনি। কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন রোহিত যদি প্রথম ১০-১২ ওভার থাকতে পারেন, তাহলেই ভারত একটা মজবুত প্ল্যাটফর্ম পাবে।
Most sixes in T20I: 🇳🇿 Martin Guptill - 172 Sixes 🇮🇳 Rohit Sharma - 171 Sixes ➡️ Chris Gayle - 124 Sixes Hitman is just 2 sixes away from surpassing Martin Guptill to become the leading six hitter of T20I 🙌#hitmansharma Ditails 👇 pic.twitter.com/kREzKVMNN2
— Prince Rajpoot (@ImPrinceRajpoot) September 18, 2022
advertisement
এই ফরম্যাটে রোহিত নিজেও সেটা চান। পাওয়ার প্লে কাজে লাগাতে চান যতটা সম্ভব। ব্যক্তিগত রেকর্ড নিয়ে চিন্তিত নন হিটম্যান। এশিয়া কাপে লঙ্কার বিরুদ্ধে হেরে গেলেও সেদিন রোহিত শর্মা করেছিলেন ৭২। এবছর দেশের জার্সিতে মোট ৭২ টি ছক্কা হাঁকান তিনি। ওপেনিং পার্টনার হিসেবে কে এল রাহুল তার প্রথম পছন্দ জানিয়ে দিয়েছেন ভারত অধিনায়ক।
advertisement
তবে বিরাট কোহলি টিম ম্যানেজমেন্টের মাথায় দ্বিতীয় অপশন তাতে সন্দেহ নেই। এর ফলে রাহুলকে নিজের পারফরম্যান্স উন্নত করতে হবে সেই বার্তা দেওয়া হয়েছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 20, 2022 12:05 PM IST