India Win: ১০১ রানে দুরন্ত জয় ভারতের, কটকে প্রোটিয়া ব্যাটিংকে কচুকাটা ভারতীয় বোলিং ব্রিগেডের

Last Updated:

India Win: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া, ব্যাট হাতে হার্দিকের ক্লিনিকাল পারফরম্যান্স, বল হাতে কামাল পুরো বোলিং ব্রিগেডের...

প্রথম টি টোয়েন্টি জিতল ভারত
প্রথম টি টোয়েন্টি জিতল ভারত
IND vs SA: ODI সিরিজের ধারা বজায় রেখেই T20তে জয়ই সঙ্গী হল টিম ইন্ডিয়ার৷ ভারতের দেওয়া জয়ের লক্ষ্য তাড়া করতেই ল্যাজেগোবরে হল দক্ষিণ আফ্রিকা৷ ওড়িশার বারাবাটি স্টেডিয়ামে প্রোটিয়াদের তিন অঙ্কের ঘরে ঢোকার আগেই শেষ করে দিল ভারতীয় বোলাররা৷ এদিন ১০১ রানে জিতল সূর্যকুমার যাদব অ্যান্ড কোং৷
১৭৬ রান প্রয়োজন জয়ের জন্য এই টার্গেট তাড়া করতে নেমে শূন্য রানে আউট হয়ে যান প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক৷ তাঁর উইকেট নেন অর্শদীপ সিং৷ এরপর মার্করম ও স্টাবস ১৪ করে রান করেন৷ দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান ব্রেভিসের৷ তিনি ২২ রান করেন৷ এরপর সবই আয়ারাম ও গয়ারামের চক্কর৷
ভারতের হয়ে অর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল সকলেই ২ টি করে উইকেট নেন৷ একটি করে উইকেট ঝোলায় পোড়েন হার্দিক পান্ডিয়া ও শিভম দুবে৷
advertisement
advertisement
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি টোয়েন্টি ম্যাচে ফিরেই ছাপ রাখলেন হার্দিক পান্ডিয়া৷ বারাবাটিতে প্রোটিয়া বোলিং আক্রমণ শুরু থেকেই ধার শানাচ্ছিল৷ শুরুতেই চোট সারিয়ে ফিরে আসা শুভমান গিল মাত্র ৪ করে প্যাভিলিয়নে ফিরে যান৷  অভিষেক শর্মাও বিশেষ কিছু করতে পারেননি৷ অধিনায়ক সূর্যকুমার যাদবের ফ্লপ শো জারি৷ এদিন তিনি ১২ রানে প্যাভিলিয়নে ফিরে যান৷
advertisement
এই পরপর ধাক্কার পরে একটুখানি দলের ইনিংসের হাল ধরে তিলক ভর্মা-অক্ষর প্যাটেল জুটি৷ ৩২ বলে ২৬ করেন তিলক অন্যদিকে অক্ষরের অবদান ২১ বলে ২৩ রানের৷ এই দিনটা ছিল হার্দিকের৷ তিনি ফিরেই ধামকা ইনিংস উপহার দেন৷ তার ২৮ বলে ৫৯ রানের ঝোড়ো ইনিংসের জেরেই ভদ্রস্থ ১৭৫ রানে পৌঁছে যায়৷ হার্দিকের এদিনের ইনিংস সাজানো ৬ টি চার ও ৪টি ছক্কা দিয়ে৷ তিনি এদিনের ম্যাচে অপরাজিত ছিলেন৷
advertisement
advertisement
শিভম দুবে ও জিতেশ শর্মা  শেষবেলায় ১০ ও ১১ রান করেন৷ এদিন দক্ষিণ আফ্রিকার হয়ে লুঙ্গি এনগিডি এবং লুথো সিপামলা ৩ ও ২ টি উইকেট নেন৷ এদিন ভারত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৫ রান করে৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India Win: ১০১ রানে দুরন্ত জয় ভারতের, কটকে প্রোটিয়া ব্যাটিংকে কচুকাটা ভারতীয় বোলিং ব্রিগেডের
Next Article
advertisement
'যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা...', বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা', মোদিকে তীব্র কটাক্ষ মমতার
'যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা', বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা', মোদিকে তোপ মমতার
  • সংসদে 'বন্দে মাতরম' বিতর্কে প্রধানমন্ত্রী মোদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা' বলে সম্বোধন করেন. তৃণমূল কংগ্রেস এর প্রতিবাদ জানায়. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদিকে কটাক্ষ করে বলেন, "বঙ্কিমচন্দ্রকে যথাযথ সম্মান দেননি."

VIEW MORE
advertisement
advertisement