India Win: ১০১ রানে দুরন্ত জয় ভারতের, কটকে প্রোটিয়া ব্যাটিংকে কচুকাটা ভারতীয় বোলিং ব্রিগেডের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
India Win: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া, ব্যাট হাতে হার্দিকের ক্লিনিকাল পারফরম্যান্স, বল হাতে কামাল পুরো বোলিং ব্রিগেডের...
IND vs SA: ODI সিরিজের ধারা বজায় রেখেই T20তে জয়ই সঙ্গী হল টিম ইন্ডিয়ার৷ ভারতের দেওয়া জয়ের লক্ষ্য তাড়া করতেই ল্যাজেগোবরে হল দক্ষিণ আফ্রিকা৷ ওড়িশার বারাবাটি স্টেডিয়ামে প্রোটিয়াদের তিন অঙ্কের ঘরে ঢোকার আগেই শেষ করে দিল ভারতীয় বোলাররা৷ এদিন ১০১ রানে জিতল সূর্যকুমার যাদব অ্যান্ড কোং৷
১৭৬ রান প্রয়োজন জয়ের জন্য এই টার্গেট তাড়া করতে নেমে শূন্য রানে আউট হয়ে যান প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক৷ তাঁর উইকেট নেন অর্শদীপ সিং৷ এরপর মার্করম ও স্টাবস ১৪ করে রান করেন৷ দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান ব্রেভিসের৷ তিনি ২২ রান করেন৷ এরপর সবই আয়ারাম ও গয়ারামের চক্কর৷
ভারতের হয়ে অর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল সকলেই ২ টি করে উইকেট নেন৷ একটি করে উইকেট ঝোলায় পোড়েন হার্দিক পান্ডিয়া ও শিভম দুবে৷
advertisement
advertisement
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি টোয়েন্টি ম্যাচে ফিরেই ছাপ রাখলেন হার্দিক পান্ডিয়া৷ বারাবাটিতে প্রোটিয়া বোলিং আক্রমণ শুরু থেকেই ধার শানাচ্ছিল৷ শুরুতেই চোট সারিয়ে ফিরে আসা শুভমান গিল মাত্র ৪ করে প্যাভিলিয়নে ফিরে যান৷ অভিষেক শর্মাও বিশেষ কিছু করতে পারেননি৷ অধিনায়ক সূর্যকুমার যাদবের ফ্লপ শো জারি৷ এদিন তিনি ১২ রানে প্যাভিলিয়নে ফিরে যান৷
advertisement
এই পরপর ধাক্কার পরে একটুখানি দলের ইনিংসের হাল ধরে তিলক ভর্মা-অক্ষর প্যাটেল জুটি৷ ৩২ বলে ২৬ করেন তিলক অন্যদিকে অক্ষরের অবদান ২১ বলে ২৩ রানের৷ এই দিনটা ছিল হার্দিকের৷ তিনি ফিরেই ধামকা ইনিংস উপহার দেন৷ তার ২৮ বলে ৫৯ রানের ঝোড়ো ইনিংসের জেরেই ভদ্রস্থ ১৭৫ রানে পৌঁছে যায়৷ হার্দিকের এদিনের ইনিংস সাজানো ৬ টি চার ও ৪টি ছক্কা দিয়ে৷ তিনি এদিনের ম্যাচে অপরাজিত ছিলেন৷
advertisement
advertisement
শিভম দুবে ও জিতেশ শর্মা শেষবেলায় ১০ ও ১১ রান করেন৷ এদিন দক্ষিণ আফ্রিকার হয়ে লুঙ্গি এনগিডি এবং লুথো সিপামলা ৩ ও ২ টি উইকেট নেন৷ এদিন ভারত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৫ রান করে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 09, 2025 10:20 PM IST










