Ind vs SL: মিশন ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি শুরু টিম ইন্ডিয়ার, লড়াই দিতে তৈরি শ্রীলঙ্কা
- Published by:Sudip Paul
Last Updated:
মঙ্গলবার গুয়াহাটিতে ভারত-শ্রীলঙ্কার প্রথম একদিনের ম্যাচ। ভারতীয় দলে ফিরছেন সিনিয়র ক্রিকেটাররা। অপরদিকে, লড়াই দিতে প্রস্তুত লঙ্কান লায়ন্সরা। হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
#গুয়াহাটি: আজ থেকে শুরু হচ্ছে ভারতের মিশন ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি । টি-২০ বিশ্বকাপের ব্যর্থতার চলতি বছরে ঘরের মাটিতে একদিনের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়াকেই পাখির চোখ করেছে রোহিত শর্মা, বিরাট কোহলিরা। সেই লক্ষ্যে চলতি বছরে সবথেকে বেশি ওডিআই সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। আর তার প্রথম ধাপ শুরু হতে চলছে মঙ্গলবার গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে নামছে ভারত।
টি-২০ সিরিজে দলের সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই জয় পেয়েছে ভারতীয় দল। তবে একদিনের সিরিজে দলে ফিরেছে রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, মহম্মদ শামিরা। ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে পূর্ণ শক্তির দল নিয়েই একদিনের বিশ্বকাপের মহড়া শুরু করছে রাহুল দ্রাবিড়ের দল। ধারে-ভারে শ্রীলঙ্কার থেকে অনেকটাই এগিয়ে থাকলেও তরুণ শ্রীলঙ্কা দলকে যথেষ্ট সমীহ করছে টিম ইন্ডিয়া।
advertisement
টি-২০ সিরিজে দুরন্তে ফর্মে ছিলেন ছিলেন সূর্যকুমার যাদব। ছন্দে ছিলেন হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেলরা। বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে শতরান এসেছিল বিরাট কোহলির ব্যাটেও। ঘরের মাঠে রানে ফেরার বিশয়ে আত্মবিশ্বাসী রোহিত শর্মা, শুবমান গিল, শ্রেয়স আইয়ররা। বোলিং লাইনেও মহম্মদ শামির অভিজ্ঞতা, মহম্মদ সিরাজ, উমরান মালিক, অর্শদীপ সিংদে তারুণ, চাহল-কুলদীপ-অক্ষরদের স্পিনের ছোঁবল ভরসা দিচ্ছে দলকে। সব মিলিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওডিআইতে নামার আগে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া।
advertisement
advertisement
অপরদিকে, টি-২০ সিরিজের হার থেকে শিক্ষা নিয়ে একদিনের সিরিজে ঘুড়ে দাঁডাতে মরিয়া শ্রীলঙ্কা। তবে প্রথম দুটি ম্যাচে যে লড়াকু ক্রিকেট খেলেছিল লঙ্কান লায়ন্সরা তা আত্মবিশ্বাস কিছুটা বাড়িয়েছে দাসুন শানাকার দলের। ব্যাটিং লাইনে অধিনায়ক দাসুন শানাকা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভারা দলকে যেমন ভরসা দিচ্ছেন, ঠিক তেমনই বোলিংয়ে সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন দিলশান মাদুশঙ্কা, ওয়ানিন্দু হাসরঙ্গা, মাহশ থিকসানারা।
advertisement
গুয়াহাটির বরসপাড়া ক্রিকেট স্টেডিয়ামের পিচ ব্যাটারদের এবং বোলারদের সমানভাবে সাহায্য করে থাকে। পিচ তুলনামূলক একটু ধীর গতির হওয়ায় স্পিনাররা বেশি সাহায্য পাবেন। ৩০০-র বেশী স্কোর ওঠার সম্ভাবনা রয়েছে। দুই দলের ব্যাটিং-বোলি বিভাগের শক্তি-ভারসাম্য ও অভিজ্ঞতা বিচার করে প্রথম একদিনের ম্যাচে ভারতকেই ফেভারিট বলছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 10, 2023 10:46 AM IST