শনিবার টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর মেগা ফাইনাল। এক মাসে ২০ দলের লড়াই শেষে সেরার শিরোপা কার মাথায় উঠবে তার উত্তর মিলবে ২৯ জুন। মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। চোকার্স তকমা ঘুচিয়ে প্রথমবার কোনও বিশ্বকাপের ফাইনালে প্রোটিয়ারা। অপরদিকে, প্রায় ১১ বছরের আইসিসি ট্রফির খরা কাটাতে মরিয়ে টিম ইন্ডিয়া। বার্বাডোজের ব্রিজটাউনে হবে মেগা ফাইনাল। ভারতীয় সময় রাত ৮টা থেকে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকার বিশ্বসেরা হওয়ার যুদ্ধ। রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ বনাম কুইন্টন ডিকক, এডেম মার্করাম, কাগিসো রাবাডাদের দ্বৈরথ দেখতে মুখিয়ে ক্রিকেট বিশ্ব।
রুদ্ধশ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ জিতল ভারত। ৭ রানে ম্যাচ জিতল ভারত।
১৯ তম ওভারে অনবদ্য বোলিং করলেন অর্শদীপ। দিলেন মাত্র ৪ রান। দক্ষিণ আফ্রিকা ১৯ ওভার শেষে ১৬১ দক্ষিণ আফ্রিকা, ৬ উইকেটের বিনিময়ে। শেষ ওভারে দরকার ১৬ রান।
১৮ তম ওভারে দুরন্ত বোলিং করে ভারতকে ম্যাচে টিকিয়ে রাখলেন বুমরাহ। নিলেন জানসেনের উইকেট। ১৮ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ১৫৭ রানে ৬ উইকেট।
২৭ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হলেন হেনরিক ক্লাসেন। হার্দিক পান্ডিয়া নিলেন উইকেট। ১৭ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ১৫৫ রানে ৫ উইকেট।
১৫ তম ওভারে অক্ষর প্যাটেলের বলে ২৪ রান করলেন ক্লাসেন। ১৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ১৪৭ রানে ৪ উইকেট দক্ষিণ আফ্রিকা।
১৩তম ওভার চতুর্থ উইকেট পড়ল দক্ষিণ আফ্রিকার। অর্শদীপের বলে আউট হলেন ডিকক। ১৩ ওভার শেষে প্রোটিয়ারা ৪ উইকেটে ১০৯ রান।
আক্রমণাত্মক ব্যাটিং করছেন ক্লাসেন ও ডিকক। চাপ বাড়ছে ভারতের উপর। ১২ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ১০১ রানে ৩ উইকেট।
উইকেট পড়লেও এসেই ছক্কা মারলেন ক্লাসেন। ১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৮১ রানে ৩ উইকেট। জিততে হলে দ্রুত উইকেট নিতে হবে বারতকে।
নবম ওভারে তৃতীয় উইকেট পড়ল দক্ষিণ আফ্রিকা। অক্ষর প্যাটেলের বলে বোল্ড হলেন ট্রিস্টান স্টাবস। ৯ ওভার শেষে ৭১ রানে ৩ উইকেট দক্ষিণ আফ্রিকা।
কুইন্টন ডিকক ও ট্রিস্টান স্টাবসের ৫০ রানের পার্টনারশিপ। একইসঙ্গে চাপ বাড়ছে ভারতের উপর। রানের গতিবেগও বাড়াচ্ছে প্রোটিয়ারা। ৮ ওভার শেষে ৬২ রানে ২ উইকেট ভারতের।
পার্টনারশিপ গড়ে তুলছেন ডিকক ও স্টাবস। চাপ বাড়ছে ধীরে ধীরে ভারতের উপরষ পাওয়ার প্লের ৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২ উইকেটে ৪২।
২ উইকেট পড়লেও দক্ষিণ আফ্রিকার ইনিংস টানছেন ডিকক ও স্টাসব। ৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ৩২। উইকেট নেওয়ার চেষ্টায় ভারতীয় বোলাররা।
দ্বিতীয় ওভারে অর্শদীপ সিংয়ের বলে আউট হলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করাম। ৩ ওভার শেষে প্রোটিয়া ২ উইকেটে ১৪ রান।
দ্বিতীয় ওভারেই দক্ষিণ আফ্রিকাকে প্রথম ধাক্কা দিলেন জসপ্রীত বুমরাহ। বোল্ড করলেন রেজা হেনড্রিকসকে। ২ ওভারে ১১ রানে ১ উইকেট প্রেটিয়ারা।
প্রথম ওভারে অর্শদীপকে একটি চার মারলেন রেজা হেনড্রিকস। প্রথম ওভার শেষে ৬ রান দক্ষিণ আফ্রিকা