India vs South Africa: প্রবল দূষণে দৃশ্যমানতা প্রায় শূন্য! ভেস্তে গেল লখনউয়ে ভারত-দক্ষিণ আফ্রিকার হাইভোল্টেজ ম্যাচ

Last Updated:

India vs South Africa: প্রবল দূষণের জেরে ভেস্তে গেল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি-২০ ম্যাচ। নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পর্যন্ত বারবার লখনউয়ের একানা স্টেডিয়ামের পরিস্থিতি খতিয়ে দেখেন আম্পায়াররা। কিন্তু প্রবল ধোঁয়াশায় মাঠে কার্যত কিছুই দেখা যাচ্ছিল না। ফলে প্রায় বাধ্য হয়েই বুধবারের ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

News18
News18
লখনউঃ প্রবল দূষণের জেরে ভেস্তে গেল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি-২০ ম্যাচ। নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পর্যন্ত বারবার লখনউয়ের একানা স্টেডিয়ামের পরিস্থিতি খতিয়ে দেখেন আম্পায়াররা। কিন্তু প্রবল ধোঁয়াশায় মাঠে কার্যত কিছুই দেখা যাচ্ছিল না। ফলে প্রায় বাধ্য হয়েই বুধবারের ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার লখনউয়ে বায়ুদূষণের মাত্রা প্রায় ৪০০ ছুঁয়ে ফেলেছিল। ম্যাচের জন্য নির্ধারিত সময়ে লখনউয়ের একিউআই সূচক ছুঁয়ে ফেলে ৩৮৭। প্রবল ধোঁয়াশার মধ্য়েই মাঠে নামাত্র অপেক্ষা করছিল দুই দল। সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ টস হওয়ার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে টস পর্যন্ত করা যায়নি, পরে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুনঃ দীপিকার ‘ফেভারিট’, হাতে ১০ মিনিট থাকলে বানিয়ে নিন চিজে ভরপুর ভুটানের ‘এমা দাতসি’, রইল রেসিপি
নভেম্বর ও ডিসেম্বরে প্রোটিয়াদের বিপক্ষে পুরো সিরিজের ভেন্যুগুলোর মধ্যে ছিল চণ্ডীগড়, ধর্মশালা, লখনউ, রাঁচি, রায়পুর, বিশাখাপত্তনম, কটক, আহমেদাবাদ, গুয়াহাটি এবং কলকাতা। কিন্তু এই সময়ে লখনউ, চণ্ডীগড় এবং ধর্মশালার মতো আয়োজক শহরগুলিতে দূষণের মাত্রা সাধারণত সবচেয়ে খারাপ পর্যায়ে থাকে। বুধবার লখনউতে বায়ুর গুণমান সূচক (একিউআই) ৪০০-এর উপরে চলে যায়। ফলে স্বাভাবিকভাবেই দৃশ্যমানতা কমে প্রায় শূন্যে নেমে যায়। আবহাওয়ার কারণে টস পর্যন্ত করা যায়নি, পরে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
advertisement
advertisement
সন্ধ্যা ৭টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও, ষষ্ঠ পরিদর্শনের পর রাত ৯:৩০ মিনিটে অবশেষে তা বাতিল করা হয়। বিসিসিআই-এর সহ-সভাপতি এবং উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তা রাজীব শুক্লা পরিস্থিতি পরিদর্শনের জন্য মাঠে উপস্থিত হন, কিন্তু ম্যাচের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সময়ই তাঁকে হতাশ দেখাচ্ছিল। কোনও রিজার্ভ ডে না থাকায়, উভয় দল শুক্রবার ফাইনাল টি-টোয়েন্টির জন্য আহমেদাবাদে যাবে। এদিকে, এই মুহূর্তে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত। পায়ের আঙুলের চোটের কারণে সহ-অধিনায়ক শুভমান গিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ দুটি টি-টোয়েন্টি থেকে ছিটকে যান। পিটিআই-এর খবর অনুযায়ী, অনুশীলনের সময় চোট লাগে তাঁর।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs South Africa: প্রবল দূষণে দৃশ্যমানতা প্রায় শূন্য! ভেস্তে গেল লখনউয়ে ভারত-দক্ষিণ আফ্রিকার হাইভোল্টেজ ম্যাচ
Next Article
advertisement
মঞ্চে এপি ধিলোঁর সঙ্গে ‘ঘনিষ্ঠ’ মুহূর্তই কি কাল হল? পাকাপাকি সম্পর্ক শেষ করলেন তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়া
মঞ্চে এপি ধিলোঁর সঙ্গে ‘ঘনিষ্ঠ’ মুহূর্তই কি কাল হল? পাকাপাকি সম্পর্ক শেষ করলেন তারা ও বীর
  • তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়ার বিচ্ছেদ !

  • মঞ্চে এপি ধিলোঁর সঙ্গে ‘ঘনিষ্ঠ’ মুহূর্তই কি কাল হল?

  • পাকাপাকি সম্পর্ক শেষ করলেন তারা ও বীর

VIEW MORE
advertisement
advertisement