Virat Kohli-Babar Azam: হারের পর ভেঙে পড়েন বাবর, বিরাটের কাছে চেয়ে নেন বিশেষ কিছু্‌, আবদার রাখলেন কিং কোহলিও

Last Updated:

India vs Pakistan World Cup 2023: ভারতের বিরুদ্ধে শোচনীয় পরাজয়ের পর ভাইরাল বিরাট কোহলি ও বাবর আজমের একটি ভিডিও।

হারের পর ভেঙে পড়েন বাবর, বিরাটের কাছে চেয়ে নেন বিশেষ কিছু্‌, আবদার রাখলেন কিং কোহলিও (Photo:X)
হারের পর ভেঙে পড়েন বাবর, বিরাটের কাছে চেয়ে নেন বিশেষ কিছু্‌, আবদার রাখলেন কিং কোহলিও (Photo:X)
আহমেদাবাদ: বিশ্বকাপে এবারও মাথা তুলতে পারল না পাকিস্তান। টানা অষ্টমবার বাবরদের হারিয়ে জয়ের রেকর্ড বজায় রাখল ভারত। টস জিতে এদিন পাকিস্তানকে ব্যাট করতে পাঠান রোহিত। বুমরাহ, সিরাজ আর কুলদীপের আক্রমণে মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় পাক ব্যাটাররা। ব্যাট হাতে জ্বলে ওঠেন রোহিত। ৬৩ বলে ৮৬ রানের ঝকঝকে ইনিংসের দৌলতে মাত্র ৩০.৩ অভারেই জয় ছিনিয়ে নেয় ভারত। তবে ম্যাচ শেষে বিরাট আর বাবরের একটি ভিডিও নিয়ে এখন আলোচনা তুঙ্গে।
বিশ্বকাপে পরাজয়ের লজ্জার রেকর্ড ভাঙতে চেয়েছিল বাবররা। শনিবার ম্যাচের অনেক আগে থেকেই পাকিস্তানে এই নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। কথা চালাচালি তো চলছিলই, গরম-গরম বিবৃতি দিচ্ছিলেন ক্রিকেটাররাও। কিন্তু মাঠে নামতেই সব হাওয়া। ভারতের ব্যাট-বলের দাপটের সামনে কার্যত হিমসিম খেলেন বাবর-রিজওয়ানরা।
advertisement
advertisement
শনিবার টসে জিতে বাবরদের ব্যাট করতে পাঠান রোহিত। আহমেদাবাদের পিচ ব্যাটিং সহায়ক। ভুরি ভুরি রান ওঠে। ফলে একটা জমজমাট ম্যাচের আশা করেছিলেন ক্রিকেট ভক্তরা। পাকিস্তানের শুরুটাও ভালই হয়েছিল। বাবর, রিজওয়ান, দু’জনেই অর্ধশতরান করেন। মনে হচ্ছিল পাকিস্তান বুঝি ৩০০-র গণ্ডি পেরিয়ে যাবে। তখনই বল হাতে জ্বলে ওঠেন বুমরাহ-সিরাজ। ১৫৫ রানে দুই উইকেট থেকে ১৯১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ব্যাট হাতে রণং দেহি রূপে অবতীর্ণ হন রোহিত। মাত্র ৩০.৩ ওভারেই জয় ছিনিয়ে নেয় ভারত।
advertisement
দিলদার কোহলি: ভারতের বিরুদ্ধে শোচনীয় পরাজয়ের পর ভাইরাল বিরাট কোহলি ও বাবর আজমের একটি ভিডিও। জানা যাচ্ছে, ম্যাচের পর ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাটের কাছ থেকে জার্সি চেয়েছিলেন বাবর। কোহলি না করেননি। অটোগ্রাফ-সহ একটি জার্সি উপহার দিয়েছেন পাক অধিনায়ককে। ম্যাচ শেষে বিরাটের সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলেন বাবর। ড্রেসিংরুম থেকে এক বন্ধুকেও ডেকে নেন।
advertisement
রোহিত শর্মার বিস্ফোরক ইনিংস: আফগানিস্তানের বিপক্ষে ঠিক যেখানে শেষ করেছিলেন, পাকিস্তানের বিরুদ্ধে সেখান থেকেই শুরু করেন রোহিত। ব্যাটিং দেখে মনে হচ্ছিল, সেঞ্চুরির মুডেই আছেন। প্রথম ১০ ওভারেই পাকিস্তানের হাত থেকে ম্যাচ বেরিয়ে যায়। সেই সময় ৩০ বলে রোহিতের রান ৪৫। ভারতের স্কোর ২ উইকেটে ৭৯। এরপর আরও আগ্রাসী হয়ে ওঠেন ‘হিটম্যান’। ৬৩ বলে ৬টি চার ও এক ছক্কায় তোলেন ৮৬ রান।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli-Babar Azam: হারের পর ভেঙে পড়েন বাবর, বিরাটের কাছে চেয়ে নেন বিশেষ কিছু্‌, আবদার রাখলেন কিং কোহলিও
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement