West Bengal Weather Update: অক্টোবরেই জোড়া নিম্নচাপ আরব সাগর ও বঙ্গোপসাগরে ! পুজোয় তাহলে কেমন থাকবে আবহাওয়া?

Last Updated:
পুজোর মুখে আরব সাগর এবং পুজোর মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা !
1/7
অক্টোবরেই জোড়া নিম্নচাপ আরব সাগর এবং বঙ্গোপসাগরে। পুজোর মুখে আরব সাগর এবং পুজোর মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা! যদিও এই জোড়া নিম্নচাপ থেকে বাংলায় কোনও প্রভাব পড়বে না বলেই মত আবহাওয়াবিদদের। মনোরম আবহাওয়াতেই পুজো কাটবে বলে অনুমান আবহাওয়াবিদদের।
অক্টোবরেই জোড়া নিম্নচাপ আরব সাগর এবং বঙ্গোপসাগরে। পুজোর মুখে আরব সাগর এবং পুজোর মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা! যদিও এই জোড়া নিম্নচাপ থেকে বাংলায় কোনও প্রভাব পড়বে না বলেই মত আবহাওয়াবিদদের। মনোরম আবহাওয়াতেই পুজো কাটবে বলে অনুমান আবহাওয়াবিদদের।
advertisement
2/7
 পুজোয় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ষষ্ঠী থেকে অষ্টমী রোদ ঝলমলে আবহাওয়া। উত্তুরে হাওয়ার প্রভাব অনুভূত হবে। পশ্চিমের জেলাগুলিতে সকাল-সন্ধ্যা হালকা শীতের হালকা অনুভূতি থাকবে। নবমী, দশমীতে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ, উপকূল ও সংলগ্ন জেলায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে।
পুজোয় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ষষ্ঠী থেকে অষ্টমী রোদ ঝলমলে আবহাওয়া। উত্তুরে হাওয়ার প্রভাব অনুভূত হবে। পশ্চিমের জেলাগুলিতে সকাল-সন্ধ্যা হালকা শীতের হালকা অনুভূতি থাকবে। নবমী, দশমীতে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ, উপকূল ও সংলগ্ন জেলায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে।
advertisement
3/7
 একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে লাক্ষাদ্বীপ ও সংলগ্ন কেরল উপকূলে। দক্ষিণ-পূর্ব এবং পূর্ব মধ্য আরবসাগরে এই ঘূর্ণাবর্ত আরও শক্তিশালী হবে । এই ঘূর্ণাবর্ত ১৭ অক্টোবর মঙ্গলবার নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপটি পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আরব সাগর পেরিয়ে ওমানের দিকে যাওয়ার সম্ভাবনা। পুজোর মধ্যেই সপ্তমীর দিন বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণাবর্ত ক্রমশ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। শক্তিশালী হয়ে এটি নিম্নচাপে পরিণত হতে পারে।
একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে লাক্ষাদ্বীপ ও সংলগ্ন কেরল উপকূলে। দক্ষিণ-পূর্ব এবং পূর্ব মধ্য আরবসাগরে এই ঘূর্ণাবর্ত আরও শক্তিশালী হবে । এই ঘূর্ণাবর্ত ১৭ অক্টোবর মঙ্গলবার নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপটি পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আরব সাগর পেরিয়ে ওমানের দিকে যাওয়ার সম্ভাবনা। পুজোর মধ্যেই সপ্তমীর দিন বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণাবর্ত ক্রমশ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। শক্তিশালী হয়ে এটি নিম্নচাপে পরিণত হতে পারে।
advertisement
4/7
আবহাওয়াবিদরা অনুমান করছেন, এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে চেন্নাই অভিমুখে যাবে এরপর বিজয়ওয়াড়ার কাছাকাছি এটি স্থলভাগের কাছে আসবে। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। আগামী ২৪ ঘণ্টায় এই ঝঞ্ঝা সমতলের রাজ্যগুলিতে প্রভাব বিস্তার করবে। বিহার থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। পরিস্থিতি অনুকূল আগামী দু-তিন দিনে বাংলার বাকি অংশ থেকেও বর্ষা বিদায় নেবে। সম্পূর্ণভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিয়েছে ৷ উত্তরবঙ্গের কিছু এলাকায় বর্ষা বিদায় নিয়েছে। উত্তর-পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতের কিছু অংশ থেকে আগামী কয়েক দিনে বর্ষা পুরোপুরিভাবে বিদায় নেবে।
আবহাওয়াবিদরা অনুমান করছেন, এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে চেন্নাই অভিমুখে যাবে এরপর বিজয়ওয়াড়ার কাছাকাছি এটি স্থলভাগের কাছে আসবে। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। আগামী ২৪ ঘণ্টায় এই ঝঞ্ঝা সমতলের রাজ্যগুলিতে প্রভাব বিস্তার করবে। বিহার থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। পরিস্থিতি অনুকূল আগামী দু-তিন দিনে বাংলার বাকি অংশ থেকেও বর্ষা বিদায় নেবে। সম্পূর্ণভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিয়েছে ৷ উত্তরবঙ্গের কিছু এলাকায় বর্ষা বিদায় নিয়েছে। উত্তর-পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতের কিছু অংশ থেকে আগামী কয়েক দিনে বর্ষা পুরোপুরিভাবে বিদায় নেবে।
advertisement
5/7
 উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে। এরপর শুধু দার্জিলিং, কালিম্পং-এ হালকা বৃষ্টি চলবে। ধীরে ধীরে জলীয় বাষ্পের পরিমাণ কমবে এবং বৃষ্টিও কমে যাবে উত্তরবঙ্গে। মঙ্গল-বুধবার থেকে শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি অংশে।
উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে। এরপর শুধু দার্জিলিং, কালিম্পং-এ হালকা বৃষ্টি চলবে। ধীরে ধীরে জলীয় বাষ্পের পরিমাণ কমবে এবং বৃষ্টিও কমে যাবে উত্তরবঙ্গে। মঙ্গল-বুধবার থেকে শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি অংশে।
advertisement
6/7
দক্ষিণবঙ্গে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ। দু-এক জায়গায় আংশিক মেঘলা আকাশ হতে পারে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ক্রমশ কমছে। জলীয় বাষ্প কিছুটা থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। জলীয়বাষ্পের পরিমাণ ক্রমশ কমতে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির সম্ভাবনা কম। আবহাওয়ার পরিবর্তন শুরু হবে । দখিনা বাতাসের জায়গায় উত্তুরে বাতাস প্রভাব বিস্তার করবে। পুজোয় দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে। সোম ও মঙ্গলবার নবমী ও দশমীর দিন কলকাতা হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে আংশিক মেঘলা আকাশ, হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনাও রয়েছে।
দক্ষিণবঙ্গে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ। দু-এক জায়গায় আংশিক মেঘলা আকাশ হতে পারে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ক্রমশ কমছে। জলীয় বাষ্প কিছুটা থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। জলীয়বাষ্পের পরিমাণ ক্রমশ কমতে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির সম্ভাবনা কম। আবহাওয়ার পরিবর্তন শুরু হবে । দখিনা বাতাসের জায়গায় উত্তুরে বাতাস প্রভাব বিস্তার করবে। পুজোয় দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে। সোম ও মঙ্গলবার নবমী ও দশমীর দিন কলকাতা হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে আংশিক মেঘলা আকাশ, হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনাও রয়েছে।
advertisement
7/7
কলকাতায় আজ, সোমবার মেঘমুক্ত পরিষ্কার আকাশ। আর্দ্রতাজনিত অস্বস্তি সামান্য থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে। আগামী দু’দিন আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও ধীরে ধীরে তা কমবে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। কলকাতায় আজ, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪০ থেকে ৮৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
কলকাতায় আজ, সোমবার মেঘমুক্ত পরিষ্কার আকাশ। আর্দ্রতাজনিত অস্বস্তি সামান্য থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে। আগামী দু’দিন আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও ধীরে ধীরে তা কমবে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। কলকাতায় আজ, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪০ থেকে ৮৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
advertisement
advertisement
advertisement