Sachin and Sehwag on Shami : শামিকে আক্রমণ করা নেট নাগরিকদের ধুয়ে দিলেন সচিন, সেহওয়াগ
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
India vs Pakistan Sachin Tendulkar along with Virender Sehwag strong message to social media trolling against Mohammad Shami. মহম্মদ শামিকে পাকিস্তান ম্যাচের পর যেভাবে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা হয়েছে তা নজিরবিহীন।তিনি টুইটারে লিখেছেন, মহম্মদ শামিকে যেভাবে অনলাইনে আক্রমণ করা হয়েছে তা শকিং! আমরা তাঁর পাশে রয়েছি।
#দুবাই: সচিন তেন্ডুলকর সাধারণত সব ব্যাপারে মন্তব্য থেকে বিরত থাকেন। কিন্তু কিছু অন্যায় হতে দেখলে প্রতিবাদ করতে ভয় পান না। মহম্মদ শামির ক্ষেত্রে যে চরম অন্যায় ঘটেছে তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের মত প্রকাশ করেছেন সচিন তেন্ডুলকর। তিনি জানিয়েছেন শামি দেশের প্রতি প্রচুর অবদান রেখেছে। শামি বিশ্বমানের বোলার। একটা ম্যাচে খারাপ পারফরম্যান্স দিয়ে এভাবে তাকে অপমান করা যায় না। তিনি শামির পাশে আছেন।
When we support #TeamIndia, we support every person who represents Team India. @MdShami11 is a committed, world-class bowler. He had an off day like any other sportsperson can have.
I stand behind Shami & Team India. — Sachin Tendulkar (@sachin_rt) October 25, 2021
advertisement
গর্জে উঠেছেন বীরেন্দ্র সেহওয়াগ। সত্যি কথা বলতে তিনি কখনও ভয় পান না। পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে প্রথমবার ভারতের পরাজয় সমর্থকদের পক্ষে হজম করা কঠিন তাতে সন্দেহ নেই। কিন্তু মহান অনিশ্চয়তার খেলা ক্রিকেটে যখন যা কিছু হতে পারে। খেলায় গ্যারান্টি বলে কিছু হয় না। ভারতের অন্যতম সেরা ফাস্ট বোলার মহম্মদ শামিকে পাকিস্তান ম্যাচের পর যেভাবে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা হয়েছে তা নজিরবিহীন।
advertisement
advertisement
অতীতে মোহাম্মদ আজহারউদ্দিন ভারতের অধিনায়ক ছিলেন।সরব হয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ। তিনি টুইটারে লিখেছেন, মহম্মদ শামিকে যেভাবে অনলাইনে আক্রমণ করা হয়েছে তা শকিং! আমরা তাঁর পাশে রয়েছি। শামি একজন চ্যাম্পিয়ন। ভারতীয় দলের টুপি পরে যাঁরা দেশের প্রতিনিধিত্ব করেন তাঁদের হৃদয়জুড়ে দেশাত্মবোধ রয়েছে, অন্তত অনলাইনে যাঁরা এ সব লেখালিখি করেন তাঁদের চেয়ে অনেক বেশিই। শামি তোমার সঙ্গে রয়েছি! বীরু বার্তার শেষে শামির উদ্দেশে লিখেছেন, অগলে ম্যাচ মে দিখাদো জ্বলওয়া!
advertisement
The online attack on Mohammad Shami is shocking and we stand by him. He is a champion and Anyone who wears the India cap has India in their hearts far more than any online mob. With you Shami. Agle match mein dikado jalwa.
— Virender Sehwag (@virendersehwag) October 25, 2021
advertisement
এখানেই থেমে থাকেননি বীরু। তিনি টুইটে আরও লিখেছেন, দিওয়ালির সময় ভারতের নানা প্রান্তে আতসবাজি নিষিদ্ধ করা হয়। কিন্তু পাকিস্তানের জয় উদযাপনের জন্য এ দেশেই আতসবাজি ফাটানো হলো! কেউ বলতেই পারেন, এভাবে তাঁরা ক্রিকেটীয় জয়ের সেলিব্রেশনে মেতেছেন। তাহলে দিওয়ালির সময় আতসবাজির দোষটা কোথায়? এই দ্বিচারিতা কেন? সব জ্ঞানের কথা কি তখনই মাথায় আসে? ধর্ম নিয়ে খোঁচা দিয়ে মা-সহ পরিবারের সদস্যদের সম্পর্কে অশালীন মন্তব্য আসতে থাকে নেটাগরিকদের কাছ থেকে।
advertisement
অনেকেই অবশ্য শামিকে এভাবে আক্রমণের তীব্র নিন্দা করেছেন। কেউ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ব্ল্যাক লাইভস ম্যাটারের সমর্থনে বৈষম্যের প্রতিবাদ জানিয়ে পাকিস্তান ম্যাচেই ভারতীয় দল হাঁটু গেঁড়ে বসে বার্তা দিয়েছিল। এখন শামিকে যেভাবে আক্রমণের মুখে পড়তে হয়েছে ভারতীয় দলেরও উচিত দৃষ্টান্তমূলকভাবে তার প্রতিবাদ করা। বিরাট কোহলিদের মোটেই চুপ থাকা উচিত নয়। সাবা করিম, সৈয়দ কিরমানি, জাহিদ খান, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, মুনাফ প্যাটেল একটি বিশেষ সম্প্রদায়ের হয়েও ভারতের জার্সিতে গর্বের সঙ্গে খেলেছেন। বীরেন্দ্র সেহওয়াগ এই অন্যায় মেনে নিতে পারছেন না।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 25, 2021 9:37 PM IST