IND vs PAK: বছর শেষে ফের ভারত-পাকিস্তান ক্রিকেট যুদ্ধ, কবে হবে এই ম্যাচ? জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs Pakistan: এশিয়া কাপ থেকে ওডিআই বিশ্বকাপ প্রতিবার সাক্ষাতেই জয়ের হাসি হেসেছে টিম ইন্ডিয়া। বছর শেষে ফের একবার ক্রিকেট যুদ্ধে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান।
২০২৩ সালে ২২ গজে একাধিকবার মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশ ভারত ও পাকিস্তান। এশিয়া কাপ থেকে ওডিআই বিশ্বকাপ প্রতিবার সাক্ষাতেই জয়ের হাসি হেসেছে টিম ইন্ডিয়া। বছর শেষে ফের একবার ক্রিকেট যুদ্ধে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান।
বছর শেষে সিনিয়র ভারতীয় দল থাকবে দক্ষিণ আফ্রিকা সফরে। সেখানে টি-২০, ওডিআই ও টেস্ট সিরিজ খেলবে ভারত। অপরদিকে, যুব এশিয়া কাপ খেলতে নামবে ভারতের অনুর্ধ্ব ১৯ দল। ইতিমধ্য়েই যুব এশিয়া কাপের সূচি ঘোষণা করে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সেখানে জানা গিয়েছে কবে ভারত-পাক মহারণ।
৮ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ। আয়োজক দেশ দুবাই। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও আফগানিস্তান। টুর্নামেন্টের ফাইনাল ১৭ ডিসেম্বর। আর আগামী ১০ ডিসেম্বর মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। জুনিয়র লেভেল হলেও আরও একবার ভারত-পাক দ্বৈরথ দেখতে মুখিয়ে রয়েছেন ক্রিকেট প্রেমিরা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ Why Indian team play in blue jersey: টিম ইন্ডিয়ার জার্সির রং নীল কেন? আসল কারণ অনেকেই জানেন না
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ক্রীড়াসূচি:
৮ ডিসেম্বর: ভারত বনাম আফগানিস্তান, পাকিস্তান বনাম নেপাল।
৯ ডিসেম্বর: বাংলাদেশ বনাম আমিরশাহি, শ্রীলঙ্কা বনাম জাপান।
১০ ডিসেম্বর: ভারত বনাম পাকিস্তান, আফগানিস্তান বনাম নেপাল।
advertisement
১১ ডিসেম্বর: শ্রীলঙ্কা বনাম আমিরশাহি, বাংলাদেশ বনাম জাপান।
১২ ডিসেম্বর: পাকিস্তান বনাম আফগানিস্তান, ভারত বনাম নেপাল।
১৩ ডিসেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, আমিরশাহি বনাম জাপান।
১৫ ডিসেম্বর: প্রথম সেমিফাইনাল, দ্বিতীয় সেমিফাইনাল।
১৭ ডিসেম্বর: ফাইনাল
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 01, 2023 8:22 PM IST