Babar Azam father : ইমরান, আক্রমদের টপকে গেলেন ছেলে, গ্যালারিতে কাঁদলেন বাবরের বাবা
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
India vs Pakistan Babar Azam father Azam Siddique cannot control tears after Pakistan registering first victory over India. পাকিস্তানের জয়ের মুহূর্তে আশপাশে থাকা সমর্থকেরা যখন এসে আজম সিদ্দিকীকে অভিনন্দন জানাচ্ছিলেন, তখন আর আবেগ ধরে রাখতে পারেননি তিনি। বহু চেষ্টা করেও কান্না থামাতে পারেননি বাবর আজমের বাবা
#দুবাই: ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, ইনজামাম-উল-হক পাকিস্তানের ভার বয়েছেন। ইমরান খান তো বিশ্বকাপই জিতিয়েছেন। ইউনিস খানও পাকিস্তানকে এনে দিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাদ। কিন্তু একটা কাজ কেউই করতে পারেননি। বিশ্বকাপে ভারতকে হারানোর স্বাদ পাননি তাঁদের কেউ। ২৪ অক্টোবর দিনটা পাকিস্তান ক্রিকেটে অনন্য হয়ে থাকবে। কালই প্রথমবারের মত বিশ্বমঞ্চে ভারতকে হারাল পাকিস্তান। আর তাতেই ইমরান খান, ওয়াসিম আক্রমদের টপকে গেলেন বাবর আজম।
ভারতকে প্রথমবারের মতো হারানো অধিনায়ক, শুধু এটুকুই যথেষ্ট ছিল ইতিহাসে আজমের জায়গা করে দেওয়ার জন্য। তবে ব্যাট হাতে অপরাজিত ৬৯ রান করে ক্রিকেটীয় দিক থেকেও নিজের কাজটা সেরে নিয়েছেন। ভারতকে হারানোর ওই মুহূর্তে মাঠেই ছিলেন বাবর। জয় এনে দেওয়া শটটাও ছিল পাকিস্তান অধিনায়কের। গ্যালারিতে বসে সেটাই দেখছিলেন আজম সিদ্দিকী।পাকিস্তানের জয়ের মুহূর্তে আশপাশে থাকা সমর্থকেরা যখন এসে আজম সিদ্দিকীকে অভিনন্দন জানাচ্ছিলেন, তখন আর আবেগ ধরে রাখতে পারেননি তিনি। বহু চেষ্টা করেও কান্না থামাতে পারেননি। আর তাঁর এ কান্না সামাজিক যোগাযোগমাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে।
advertisement
Babar Azam's father crying tears of joy. Proud father!! 🇵🇰❤️pic.twitter.com/AGRJSM85i5
— Sir Saith Abdullah (@SaithAbdullah99) October 24, 2021
advertisement
আর ছেলের ওপর কতটা আস্থা ছিল আজম সিদ্দিকীর সেটা জানা গেল এক পাকিস্তানি সাংবাদিকের সুবাদে। কাল তাঁর কান্নার সে ভিডিও শেয়ার দিয়ে মাজহার আরশাদ নামের এ পরিসংখ্যাননির্ভর এই সাংবাদিক জানিয়েছেন, ‘উনি বাবর আজমের বাবা। তাঁর জন্য আনন্দিত। ২০১২ সালে আদনান আকমলের বউভাতে প্রথম তাঁর সঙ্গে দেখা হয়েছিল। পাকিস্তান দলে অভিষেক হতে বাবরের তখনো তিন বছর বাকি। আমার এখনো পরিষ্কার মনে আছে, তখন বাবরের বাবা কী বলেছিলেন, “শুধু অভিষেক হতে দাও। সামনে বাবরই রাজত্ব দেখাবে।”’ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে সেটা করে দেখিয়েছেন বাবর। প্রমাণ করেছেন কেন তিনি এই মুহূর্তে বিশ্বের দুই নম্বর টি টোয়েন্টি ব্যাটসম্যান।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 25, 2021 4:22 PM IST