Asia Cup 2025: পরপর দু’দিন ম্যাচ খেলার ধকল ! জঘন্য ব্যাটিং করেই হার বাংলাদেশের, প্রথমবার এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান

Last Updated:

দুবাইয়ের মাঠে পর পর দু’দিন ম্যাচ খেলতে হল বাংলাদেশকে। পর পর ম্যাচ খেলার ধকল পড়ল ক্রিকেটারদের শরীরে। পাশাপাশি ভারতের পর পাকিস্তানের বিরুদ্ধেও খেলতে পারলেন না লিটন দাস। ফলে দলের সেরা ব্যাটারকে পেল না বাংলাদেশ।

Photo: AP
Photo: AP
দুবাই: ৪১ বছরে প্রথম বার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। চলতি এশিয়া কাপে তৃতীয় বার মুখোমুখি হবে দু’দল। বৃহস্পতিবার বাংলাদেশকে ১১ রানে হারাল পাকিস্তান। ব্যাটিং ব্যর্থতার খেসারত দিতে হল বাংলাদেশকে।
বাংলাদেশকে ১১ রানে হারিয়ে দিল পাকিস্তান। বৃহস্পতিবারের সেমিফাইনালে ব্যাটিং ব্যর্থতাই শেষ পর্যন্ত হার ডেকে আনল। রবিবার সূর্যকুমার যাদবদের ভারতের বিরুদ্ধে এশিয়ার সেরা হওয়ার লড়াইয়ে নামবেন সলমন আলি আঘারা। প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। চলতি আসরে মোট তিনবার একে অপরের মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল।
advertisement
দুবাইয়ের মাঠে পর পর দু’দিন ম্যাচ খেলতে হয়েছে বাংলাদেশকে। পর পর ম্যাচ খেলার ধকল পড়ল ক্রিকেটারদের শরীরে। পাশাপাশি ভারতের পর পাকিস্তানের বিরুদ্ধেও খেলতে পারলেন না লিটন দাস। ফলে দলের সেরা ব্যাটারকে পেল না বাংলাদেশ। তার প্রভাব পড়ল দলের ব্যাটিংয়ে। বল ভাল করেও ম্যাচ জিততে পারল না তারা।
advertisement
advertisement
বৃহস্পতিবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি পাকিস্তানের। আরও এক বার দলের টপ ও মিডল অর্ডার ব্যর্থ। বাংলাদেশের বোলারদের সামনে যে ভাবে পাকিস্তান ব্যাট করছিল, দেখে মনে হচ্ছিল ১০০ রানও হবে না। তবে পাকিস্তানকে খেলায় ফেরালেন বাংলাদেশের ফিল্ডারেরা। শূন্য রানের মাথায় শাহিন শাহ আফ্রিদি ও মহম্মদ নওয়াজ়ের ক্যাচ পড়ল। শাহিন ১৯ ও নওয়াজ ২৫ রান করলেন। নজর কাড়লেন মহম্মদ হ্যারিসও। ৩১ রান করলেন তিনি।
advertisement
চলতি এশিয়া কাপে এখনও পর্যন্ত দু’বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। দু’বারই জিতেছে ভারত।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Asia Cup 2025: পরপর দু’দিন ম্যাচ খেলার ধকল ! জঘন্য ব্যাটিং করেই হার বাংলাদেশের, প্রথমবার এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement