Fake Charger Identification: অতিরিক্ত গরম হচ্ছে চার্জার! নকল চার্জার ব্যবহার করে বিপদ ডেকে আনছেন না তো...! সরকারের এই বিশেষ অ্যাপ দিয়ে জানুন আপনারটি আসল না নকল
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Fake Charger Identification: খোলা চোখে আসলের সঙ্গে ভুয়ো চার্জারের পার্থক্য খুঁজে বের করা কঠিন কাজ। কিছু টিপস যাতে কোনটি ভুয়ো তা যাচাই করে নিতে পারবেন সহজেই.
এই সমস্যার মুখে নতুন ফোন কিনেও পড়েছেন অনেকে! তা বলে তাকে স্বাভাবিক তকমা দেওয়া যায় না। মোবাইল ফোন এবং তার চার্জার অতিরিক্ত গরম হওয়া কেবল অসুবিধারই বিষয় নয়; এটি একটি গুরুতর নিরাপত্তা ঝুঁকিও বটে। বিশেষজ্ঞরা বার বার সতর্ক করে দিয়েছেন যে নকল এবং নিম্নমানের চার্জারে বাজার ছেয়ে যাওয়া কেবল ডিভাইসের স্থায়িত্বকেই হুমকির মুখে ফেলে না, তা একই সঙ্গে আগুন এবং বৈদ্যুতিক শকও সৃষ্টি করতে পারে। তাই চার্জার আসল কী নকল সেটা জেনে রাখা গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
জাল পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা:যদি কোনও চার্জার জাল হিসেবে চিহ্নিত করা হয়, তাহলে ইউজাররা অ্যাপের মাধ্যমে সরাসরি অভিযোগ দায়ের করতে পারবেন। এছাড়াও পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য নিকটতম ভোক্তা ফোরামে অভিযোগ দায়ের করা যেতে পারে। কর্তৃপক্ষ জোর দিয়ে বলছে যে দুর্ঘটনা রোধ এবং পরিবারের নিরাপত্তা রক্ষার জন্য নকল চার্জার ব্যবহার বন্ধ করাই প্রথম পদক্ষেপ হওয়া উচিত।
