India vs Pakistan: বৃষ্টিতে ভারত-পাকিস্তান ফাইনাল ভেস্তে যাবে! তাহলে কে হবে চ্যাম্পিয়ন? কী রয়েছে নিয়ম
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs Pakistan Asia Cup 2025 Final: ২০২৫ সালের এশিয়া কাপে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ৪১ বছরের টুর্নামেন্ট ইতিহাসে এবারই প্রথম এই দুই এশীয় মহাশক্তি শিরোপার লড়াইয়ে একে অপরের বিপক্ষে মাঠে নামছে।
২০২৫ সালের এশিয়া কাপে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ৪১ বছরের টুর্নামেন্ট ইতিহাসে এবারই প্রথম এই দুই এশীয় মহাশক্তি শিরোপার লড়াইয়ে একে অপরের বিপক্ষে মাঠে নামছে। এর আগে টুর্নামেন্টের গ্রুপ পর্ব ও সুপার ফোরে ভারত দু’বার পাকিস্তানকে হারিয়েছে, ফাইনালেও ফেভারিট হিসেবে এগিয়ে আছে সুর্যকুমার যাদবের দল।
প্রতিযোগিতায় ভারতের হয়ে ব্যাটিংয়ে দুরন্ত পারফরম্যান্স করেছেন অভিষেক শর্মা। যার ব্যাট থেকে এসেছে ২০০-র বেশি স্ট্রাইক রেটে এসেছে একের পর এক ঝড়ো ইনিংস। বল হাতে চমক দেখিয়েছেন কুলদীপ যাদব, যিনি ১৩টি উইকেট নিয়ে টুর্নামেন্টে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন। অন্যদিকে পাকিস্তান দলে কিছু ইনজুরি সমস্যা থাকলেও ফাইনালের জন্য তারা সর্বোচ্চ শক্তি নিয়ে নামার প্রস্তুতি নিচ্ছে।
advertisement
আবহাওয়া নিয়ে কোনো শঙ্কা নেই। দুবাইয়ে আজকের আবহাওয়া থাকবে পরিষ্কার ও গরম, তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ৬১%। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, ফলে একটি পূর্ণাঙ্গ ম্যাচের আশা করছেন দর্শকরা। তবে কোনো কারণে ম্যাচ সম্পূর্ণ না হলে, আগামীকাল একটি রিজার্ভ ডে রাখা হয়েছে। আর যদি খেলা সম্পূর্ণ না হয়, তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী ট্রফি ভাগ করে নেওয়া হবে।
advertisement
advertisement
মাঠের খেলায় উত্তেজনা থাকলেও, মাঠের বাইরে চলছে নানা বিতর্ক। ভারত-পাকিস্তানের প্রথম ম্যাচে ভারতের ‘নো হ্যান্ডশেক পলিসি’ এবং অধিনায়ক সুর্যকুমারের আচরণ নিয়ে শুরু হয় উত্তেজনা। পাকিস্তানের হ্যারিস রউফ তার উত্তরে অশোভন অঙ্গভঙ্গি, গালাগালি এবং উস্কানিমূলক ইঙ্গিত দিয়ে পরিস্থিতিকে আরও ঘোলাটে করেন। এ নিয়ে আইসিসি দুই পক্ষকে জরিমানা করে।
advertisement
পিসিবি চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মোহসিন নকভি ‘X’ (টুইটার)-এ একাধিক সাংকেতিক ও বিতর্কিত পোস্ট দিয়ে পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছেন। সব মিলিয়ে, আজকের ফাইনাল শুধু একটি ক্রিকেট ম্যাচ নয়, এটি দুই জাতির সম্মান, ইতিহাস ও আবেগের প্রতিফলন—একটি পূর্ণাঙ্গ ক্রিকেট যুদ্ধ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 28, 2025 9:29 AM IST