IND vs PAK: ফাইনালে ভারতীয় দলে একের পর এক বদল! কারা থাকছে একাদশে? মহাষষ্ঠীর রাতে পাকিস্তান 'বধের' অপেক্ষায় দেশ

Last Updated:
Asia Cup 2025 Final, IND vs PAK: মহাষষ্ঠীর রাতে সুপার সানডে-তে এশিয়া কাপের মেগা ফাইনাল। প্রতিযোগিতায় তৃতীয়বারের জন্য মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশে ভারত ও পাকিস্তান।
1/7
মহাষষ্ঠীর রাতে সুপার সানডে-তে এশিয়া কাপের মেগা ফাইনাল। প্রতিযোগিতায় তৃতীয়বারের জন্য মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশে ভারত ও পাকিস্তান। এর আগে দুটি সাক্ষাতেই জিতেছে ভারতীয় দল। এবার প্রতিযোগিতায় জয়ের হ্যাটট্রিক করে ট্রফি জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া।
মহাষষ্ঠীর রাতে সুপার সানডে-তে এশিয়া কাপের মেগা ফাইনাল। প্রতিযোগিতায় তৃতীয়বারের জন্য মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশে ভারত ও পাকিস্তান। এর আগে দুটি সাক্ষাতেই জিতেছে ভারতীয় দল। এবার প্রতিযোগিতায় জয়ের হ্যাটট্রিক করে ট্রফি জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া।
advertisement
2/7
মেগা ম্যাচ ঘিরে চড়ছে পারদ। শুরু হয়ে গিয়েছে বাকযুদ্ধও। এমনিতেও প্রথম দুটি সাক্ষাতে কখবও ভারতের 'নো হ্যান্ডশেক' বিতর্ক, কখনও আবার হ্যারিস রউফের ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের ইঙ্গিত। বিতর্ক পিছু ছাড়েনি দুই চির প্রতিদ্বন্দ্বি দেশের ম্যাচে।
মেগা ম্যাচ ঘিরে চড়ছে পারদ। শুরু হয়ে গিয়েছে বাকযুদ্ধও। এমনিতেও প্রথম দুটি সাক্ষাতে কখবও ভারতের 'নো হ্যান্ডশেক' বিতর্ক, কখনও আবার হ্যারিস রউফের ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের ইঙ্গিত। বিতর্ক পিছু ছাড়েনি দুই চির প্রতিদ্বন্দ্বি দেশের ম্যাচে।
advertisement
3/7
ফাইনালে দুই দলের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে রয়েছে জল্পনা। ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে একাধিক পরিবর্তন করেছিল দলে। তারউপর অভিষেক শর্মা ও হার্দিক পান্ডিয়ার চোটের আশাঙ্কার খবর উদ্বেগ বাড়িয়েছে।

ফাইনালে দুই দলের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে রয়েছে জল্পনা। ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে একাধিক পরিবর্তন করেছিল দলে। তারউপর অভিষেক শর্মা ও হার্দিক পান্ডিয়ার চোটের আশাঙ্কার খবর উদ্বেগ বাড়িয়েছে।
advertisement
4/7
ভারত এখন পর্যন্ত এই টুর্নামেন্টে সবচেয়ে ভালো দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে। যদিও তারা এখনও তাদের পূর্ণ ক্ষমতায় খেলেনি, তবুও অপরাজিত রয়েছে। ব্যাট হাতে অভিষেক শর্মা দুর্দান্ত ছন্দে থাকলেও, অন্য ব্যাটাররা এখনও তেমন কোনও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেননি।
ভারত এখন পর্যন্ত এই টুর্নামেন্টে সবচেয়ে ভালো দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে। যদিও তারা এখনও তাদের পূর্ণ ক্ষমতায় খেলেনি, তবুও অপরাজিত রয়েছে। ব্যাট হাতে অভিষেক শর্মা দুর্দান্ত ছন্দে থাকলেও, অন্য ব্যাটাররা এখনও তেমন কোনও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেননি।
advertisement
5/7
অন্যদিকে, পাকিস্তানের ব্যাটিং পারফরম্যান্স ছিল বেশ অস্থির। তবে তাদের বোলাররাই বিভিন্ন ম্যাচে দলের মুখ রক্ষা করেছেন। পাকিস্তানের জন্য একটি বড় ইতিবাচক দিক হলো শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফের ফর্মে ফেরা, যারা দলের প্রধান স্ট্রাইক বোলার। ফাইনালে ভারতের বিরুদ্ধে বদলা নিতে মরিয়া পাকিস্তান।
অন্যদিকে, পাকিস্তানের ব্যাটিং পারফরম্যান্স ছিল বেশ অস্থির। তবে তাদের বোলাররাই বিভিন্ন ম্যাচে দলের মুখ রক্ষা করেছেন। পাকিস্তানের জন্য একটি বড় ইতিবাচক দিক হলো শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফের ফর্মে ফেরা, যারা দলের প্রধান স্ট্রাইক বোলার। ফাইনালে ভারতের বিরুদ্ধে বদলা নিতে মরিয়া পাকিস্তান।
advertisement
6/7
ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সুর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর পটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।
ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সুর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর পটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।
advertisement
7/7
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আলি আঘা (অধিনায়ক), হুসেইন তালাত, মহম্মদ হারিস (উইকেটকিপার), মহম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, হারিস রউফ, আব্রার আহমেদ।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আলি আঘা (অধিনায়ক), হুসেইন তালাত, মহম্মদ হারিস (উইকেটকিপার), মহম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, হারিস রউফ, আব্রার আহমেদ।
advertisement
advertisement
advertisement