India vs Pakistan Asia Cup 2023: শনিবার ভারতের জন্য আসতে পারে সুখবর! নাও থাকতে পারেন পাকিস্তানের এক নম্বর তারকা!

Last Updated:

India vs Pakistan Asia Cup 2023: শনিবার এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মহাম্যাচ। এই ম্যাচের দিকেই এখন নজর ক্রিকেট বিশ্বের। মেগা ম্যাচের আগে পাকিস্তানের পেস অ্যাটাকের প্রধান অস্ত্র শাহিন আফ্রিদির চোট নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

ক্যান্ডি: শনিবার এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মহাম্যাচ। এই ম্যাচের দিকেই এখন নজর ক্রিকেট বিশ্বের। ২২ গজে আরও একবার দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশের ক্রিকেট যুদ্ধ দেখার জন্য মুখিয়ে সকলেই। কিন্তু ভারত-পাক ম্যাচে রোমাঞ্চ কি একটু হলেও কমতে পারে। কারণ মেগা ম্যাচের আগে পাকিস্তানের পেস অ্যাটাকের প্রধান অস্ত্র শাহিন আফ্রিদির চোট নিয়ে তৈরি হয়েছে জল্পনা।
নেপালের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন হঠাৎই মাঠ ছেড়েছিলেন শাহিন আফ্রিদি। পরে মাঠে ফিরলেও আর বল করেননি। তারপর থেকেই শাহিন আফ্রিদির চোট নিয়ে শুরু হয় জল্পনা। প্রথম স্পেলে বল করার পর বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ফিজিও ও চিকিৎসকের সঙ্গে কথা বলতেও দেখা যায় শাহিনকে। তারপরই মাঠ ছাড়েন পাক তারকা। এই ঘটনার পর চোট লেগেছে কিনা তা নিয়ে আশঙ্কাও প্রকাশ করেন ওয়াকার ইউনিস।
advertisement
advertisement
নেপালের বিরুদ্ধে বোলিংটা নিজের মেজাজেই শুরু করেছিলেন শাহিন। প্রথম থেকেই আগুন ঝরাচ্ছিলেন। প্রথন ওভারে নেপালের ২ ব্যাটারকে সাজঘরের রাস্তা দেখান। প্রথম স্পেলে ৫ ওভার বল করে ২৭ রান দিয়ে ২ উইকেট নেন শাহিন আফ্রিদি। এরপরই শাহিনকে দেখে বোঝা যাচ্ছিল কিছু একটা অস্বস্তি হচ্ছিল তাঁর। মনে হচ্ছিল পায়ে কোনও সমস্যা হচ্ছে। যদিও শাহিন ভারতের বিরুদ্ধে খেলতে পারবে না এমন কোনও আপডেট দেওয়া হয়নি পিসিবির তরফে।
advertisement
প্রসঙ্গত, নেপালের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করেছে পাকিস্তান। ম্যাচে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩৪২ রান করে পাক দল। জোড়া সেঞ্চুরি করেন বাবর আজম ও ইফতিকর আহমেদ। ১৫১ করেন বাবর ও ইফতিকর করেন ১০৯ রান। ৩৪৩ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১০৪ রানে অলআউট হয়ে যায় নেপাল। ২৩৮ রানের রেকর্ড ব্যবধানে ম্যাচ জেতে পাকিস্তান।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Pakistan Asia Cup 2023: শনিবার ভারতের জন্য আসতে পারে সুখবর! নাও থাকতে পারেন পাকিস্তানের এক নম্বর তারকা!
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement