India vs New Zealand t20: টি২০ সিরিজের প্রথম ম্যাচেই জয়ে ফিরল টিম ইন্ডিয়া! অভিষেক, রিঙ্কুর ব্যাটে চুরমার নিউজিল্যান্ড
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
India vs New Zealand t20: একদিনের সিরিজ হেরে টি২০ সিরিজে জয়ে ফিরতে মরিয়া ছিল ভারত, হলও তাই। প্রথম ম্যাচেই অভিষেক শর্মার ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল নিউজিল্যান্ড।
একদিনের সিরিজ হেরে টি২০ সিরিজে জয়ে ফিরতে মরিয়া ছিল ভারত, হলও তাই। প্রথম ম্যাচেই অভিষেক শর্মার ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল নিউজিল্যান্ড। এদিন প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৮ রান করে ভারত। জবাবে পরে ব্যাট করতে নেমে মাত্র ১৯০ রান করে নিউজিল্যান্ড।
ভারতের হয়ে এদিন শুরু থেকেই ঝড় তোলেন অভিষেক শর্মা। মাত্র ৩৫ বলে ৮৪ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংস সাজানো ছিল ৫টি চার এবং ৮টি ছয় দিয়ে। যদিও ভারত শুরুতেই সঞ্জু স্যামসন এবং ঈশান কিসানেরই উইকেট হারায়।
advertisement
advertisement
অভিষেক ছাড়াও এদিন ১৬ বলে ২৫ করেন হার্দিক পান্ডিয়া, বড় রান করতে ব্যর্থ হলেও ২২ বলে ৩২ রান করেন সূর্যকুমার। তবে দেশের হয়ে সুযোগ পেয়েই জ্বলে উঠলেন ফিনিশার রিঙ্কু সিং, ২০ বলে ৪৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি।
advertisement
জবাবে ব্যাট করতে নেম মাত্র ১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কিউয়িরা। পরে অবশ্য গ্লেন ফিলিপসের ব্যাটে লড়াই করছিল নিউজিল্যান্ড। ৪০ বলে ৭৮ রানে আউট হন তিনি। এছাড়াও মার্ক চ্যাপম্যান ২৪ বলে ৩৯ রান করেন। ভারতের হয়ে বল হাতে ২টি করে উইকেট নেন শিবম দুবে এবং বরুণ চক্রবর্তী। ১টি করে উইকেট নেন অর্শদীপ, হার্দিক এবং অক্ষর প্যাটেল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 21, 2026 11:24 PM IST










