KL Rahul on Rohit : মনের কথা বুঝতে পারে অধিনায়ক রোহিত, কেন এমন বললেন কে এল রাহুল?

Last Updated:

Rohit Sharma takes on any bowler I find difficult says KL Rahul .ম্যাচ শেষে কে এল রাহুল জানিয়েছেন রোহিত শর্মা এবং তার মধ্যে দুরন্ত বোঝাপড়া। যদি কোন বোলারের বিরুদ্ধে তিনি আটকে যান, বা স্বাভাবিক শট খেলতে অসুবিধা হয়, তখন রোহিত শর্মা ঠিক বুঝতে পারেন।

রোহিতের স্বার্থত্যাগে মুগ্ধ কে এল রাহুল
রোহিতের স্বার্থত্যাগে মুগ্ধ কে এল রাহুল
ম্যাচ শেষে কে এল রাহুল জানিয়েছেন রোহিত শর্মা এবং তার মধ্যে দুরন্ত বোঝাপড়া। যদি কোন বোলারের বিরুদ্ধে তিনি আটকে যান, বা স্বাভাবিক শট খেলতে অসুবিধা হয়, তখন রোহিত শর্মা ঠিক বুঝতে পারেন। রাহুলকে ভরসা দেওয়ার জন্য নিজেই সেই বোলারের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে ওঠেন। রাহুল মনে করেন গত কয়েক বছর ধরে রোহিত সাদা বলের ক্রিকেট ছাড়াও টেস্ট ক্রিকেটেও বড় ভূমিকা পালন করেছেন। সাদা বলের ক্রিকেটে রোহিতের মর্যাদা অনেক ওপরে।
advertisement
advertisement
টি টোয়েন্টি ফরম্যাটে যার চারটি শতরান, তার সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই। কে এল রাহুল মনে করেন সহ-অধিনায়কের দায়িত্ব তার কাছে আলাদা কিছু ব্যাপার নয়। সাধারণ একজন ক্রিকেটার হিসেবে দলকে যেমন সাহায্য করার চেষ্টা করতেন, তেমনই করে যাবেন। কলকাতাতেও জিতে সিরিজ ৩-০ করতে চান রাহুল। ম্যাচ শেষে রোহিত বললেন, পরিস্থিতি সহজ ছিল না। শিশির একটা ব্যাপার ছিল। কিন্তু সব ছেলেরা নিজেদের যথাযোগ্য তুলে ধরেছে।
advertisement
আমাদের কোয়ালিটি নিয়ে প্রশ্ন ছিল না। নিউজিল্যান্ড দুর্দান্ত শুরু করলেও আমাদের আত্মবিশ্বাস ছিল ওদের উইকেট তুলে নিতে পারব। আমাদের রিজার্ভ বেঞ্চ যথেষ্ট শক্তিশালী। প্রত্যেককে জায়গার জন্য লড়াই করতে হয়। অধিনায়ক হিসেবে আমি শুধু ক্রিকেটারদের বলেছি মাঠে নিজেদের কর্তব্য কর। অভিজ্ঞতা নিয়ে ভেব না। ফলের কথা ভাবছি না। তৃতীয় ম্যাচে কিছু পরিবর্তন করব কিনা ভাবা হয়নি।
advertisement
হর্ষল যথেষ্ট বুদ্ধিমান বোলার। আইপিএল এবং ঘরোয়া ক্রিকেট বহুদিন ধরে খেলছে। প্রত্যেক ক্রিকেটার সুযোগ পাবে। এখন অনেক ম্যাচ বাকি। আমি এবং রাহুল দ্রাবিড় দলের ক্রিকেটারদের আগেই বলে দিয়েছি প্রত্যেককে যথেষ্ট সময় দেওয়া হবে নিজেদের প্রমাণ করার। তবে রোহিত এবং রাহুল জুটি এই নিয়ে টানা চার ম্যাচে পঞ্চাশ বা তার বেশি রান তুলেছেন। পরের বছর অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার আগে বেশ কিছু টুর্নামেন্ট খেলে সেট টিম তৈরি করে নেওয়াই লক্ষ্য টিম ইন্ডিয়ার।
বাংলা খবর/ খবর/খেলা/
KL Rahul on Rohit : মনের কথা বুঝতে পারে অধিনায়ক রোহিত, কেন এমন বললেন কে এল রাহুল?
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement