KL Rahul on Rohit : মনের কথা বুঝতে পারে অধিনায়ক রোহিত, কেন এমন বললেন কে এল রাহুল?

Last Updated:

Rohit Sharma takes on any bowler I find difficult says KL Rahul .ম্যাচ শেষে কে এল রাহুল জানিয়েছেন রোহিত শর্মা এবং তার মধ্যে দুরন্ত বোঝাপড়া। যদি কোন বোলারের বিরুদ্ধে তিনি আটকে যান, বা স্বাভাবিক শট খেলতে অসুবিধা হয়, তখন রোহিত শর্মা ঠিক বুঝতে পারেন।

রোহিতের স্বার্থত্যাগে মুগ্ধ কে এল রাহুল
রোহিতের স্বার্থত্যাগে মুগ্ধ কে এল রাহুল
ম্যাচ শেষে কে এল রাহুল জানিয়েছেন রোহিত শর্মা এবং তার মধ্যে দুরন্ত বোঝাপড়া। যদি কোন বোলারের বিরুদ্ধে তিনি আটকে যান, বা স্বাভাবিক শট খেলতে অসুবিধা হয়, তখন রোহিত শর্মা ঠিক বুঝতে পারেন। রাহুলকে ভরসা দেওয়ার জন্য নিজেই সেই বোলারের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে ওঠেন। রাহুল মনে করেন গত কয়েক বছর ধরে রোহিত সাদা বলের ক্রিকেট ছাড়াও টেস্ট ক্রিকেটেও বড় ভূমিকা পালন করেছেন। সাদা বলের ক্রিকেটে রোহিতের মর্যাদা অনেক ওপরে।
advertisement
advertisement
টি টোয়েন্টি ফরম্যাটে যার চারটি শতরান, তার সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই। কে এল রাহুল মনে করেন সহ-অধিনায়কের দায়িত্ব তার কাছে আলাদা কিছু ব্যাপার নয়। সাধারণ একজন ক্রিকেটার হিসেবে দলকে যেমন সাহায্য করার চেষ্টা করতেন, তেমনই করে যাবেন। কলকাতাতেও জিতে সিরিজ ৩-০ করতে চান রাহুল। ম্যাচ শেষে রোহিত বললেন, পরিস্থিতি সহজ ছিল না। শিশির একটা ব্যাপার ছিল। কিন্তু সব ছেলেরা নিজেদের যথাযোগ্য তুলে ধরেছে।
advertisement
আমাদের কোয়ালিটি নিয়ে প্রশ্ন ছিল না। নিউজিল্যান্ড দুর্দান্ত শুরু করলেও আমাদের আত্মবিশ্বাস ছিল ওদের উইকেট তুলে নিতে পারব। আমাদের রিজার্ভ বেঞ্চ যথেষ্ট শক্তিশালী। প্রত্যেককে জায়গার জন্য লড়াই করতে হয়। অধিনায়ক হিসেবে আমি শুধু ক্রিকেটারদের বলেছি মাঠে নিজেদের কর্তব্য কর। অভিজ্ঞতা নিয়ে ভেব না। ফলের কথা ভাবছি না। তৃতীয় ম্যাচে কিছু পরিবর্তন করব কিনা ভাবা হয়নি।
advertisement
হর্ষল যথেষ্ট বুদ্ধিমান বোলার। আইপিএল এবং ঘরোয়া ক্রিকেট বহুদিন ধরে খেলছে। প্রত্যেক ক্রিকেটার সুযোগ পাবে। এখন অনেক ম্যাচ বাকি। আমি এবং রাহুল দ্রাবিড় দলের ক্রিকেটারদের আগেই বলে দিয়েছি প্রত্যেককে যথেষ্ট সময় দেওয়া হবে নিজেদের প্রমাণ করার। তবে রোহিত এবং রাহুল জুটি এই নিয়ে টানা চার ম্যাচে পঞ্চাশ বা তার বেশি রান তুলেছেন। পরের বছর অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার আগে বেশ কিছু টুর্নামেন্ট খেলে সেট টিম তৈরি করে নেওয়াই লক্ষ্য টিম ইন্ডিয়ার।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
KL Rahul on Rohit : মনের কথা বুঝতে পারে অধিনায়ক রোহিত, কেন এমন বললেন কে এল রাহুল?
Next Article
advertisement
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে উন্নাও নির্যাতিতা
  • উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সিং সেনগরের জামিনে দিল্লিতে উত্তেজনা, নির্যাতিতা ও তাঁর মা প্রতিবাদে শামিল হন.

  • নির্যাতিতা প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান.

  • বিক্ষোভে পুলিশ ও সিআরপিএফ নির্যাতিতা ও তাঁর মাকে বাধা দেয়, বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে.

VIEW MORE
advertisement
advertisement