ভুবনেশ্বর: ওড়িশায় অনুষ্ঠিত হকি বিশ্বকাপ ২০২৩-এর ম্যাচে ভারতীয় দল জাপানকে হারিয়েছে। কারাপ ফর্মের সঙ্গে লড়াই করা ক্যাপ্টেন হরমনপ্রীত সিং শেষ পর্যন্ত দুটি গোল করেছেন।
নিয়মরক্ষার ম্যাচে ভারত ৮-০ গোলে জাপানকে হারিয়েছে। ক্রসওভার ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে কোয়ার্টার ফাইনালের রেস থেকে আগেই ছিটকে গিয়েছিল ভারত। এই ম্যাচে ভারতীয় দলের খেলোয়াড়রা সেরাটা দিলেন। কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে।
আরও পড়ুন- আজহারউদ্দিন ছাড়া সব ভারতীয় ক্রিকেটারদের স্লেজিং করত পাকিস্তান! কেন জানেন?
তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে ভারত চারটি করে গোল করে। হরমনপ্রীত ৪৬ ও ৫৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন। এই ম্যাচের আগে ভারত যে ২৬টি পেনাল্টি কর্নার পেয়েছিল, তার বেশিরভাগই তিনি নিয়েছিলেন। কিন্তু সাফল্য সেভাবে আসেনি।
অভিষেক ৩৬ এবং ৪৪ মিনিটে ফিল্ড গোল করেন। তাঁরা ছাড়াও গোল করেন মনদীপ সিং (৩৩ মিনিট), বিবেক সাগর প্রসাদ (৪০ মিনিট), মনপ্রীত সিং (৫৯ মিনিট) এবং সুখজিৎ সিং (৬০ মিনিট)।
প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। তৃতীয় কোয়ার্টারে চারটি এবং চতুর্থ কোয়ার্টারেও চারটি গোল করে ভারত। বিরসা মুন্ডা স্টেডিয়ামে এই ম্যাচ দেখতে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
ভারত প্রথম কোয়ার্টারে একের পর এক আক্রমণ করে। ১২ মিনিটে পরপর দুটি পেনাল্টি কর্নার পায় ভারত। কিন্তু হরমনপ্রীত গোল করতে পারেননি। দ্বিতীয় কোয়ার্টারে দুটি পেনাল্টি কর্নার বৃথা যায় জাপানের।
হাফ টাইম পর্যন্ত ভারত প্রতিপক্ষের গোলে ১৬টি আক্রমণ করেছিল এবং জাপানিরা মাত্র নটি আক্রমণ করেছিল। কিন্তু কোনও দলই গোল করতে পারেনি।
আরও পড়ুন- ফের ভারতীয় দলের ড্রেসিং রুমে ধোনি, 'সারপ্রাইজ ভিজিট'-এ কী বার্তা দিলেন মাহি
তৃতীয় কোয়ার্টারের তিন মিনিটের মধ্যেই পেনাল্টি কর্নার ভেরিয়েশনে প্রথম গোলটি করে ভারত। অমিত রোহিদাসের কর্নারে টুর্নামেন্টে প্রথম গোল করেন মনদীপ। তিন মিনিট পর ভারতের লিড বাড়িয়ে দেন অভিষেক।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।