#লাহোর: ভারত বনাম পাকিস্তান ক্রিকেট আগে যে পরিমাণে হত এখন তার অর্ধেকও হয় না। দুই দেশের শীতল সম্পর্কের ফলে এমন অবস্থা। এখন বছরে একবার খুব জোর দুবার হয়তো দেখা হয়। অনেক সময় সেটাও হয় না। একটি অজানা ভারত পাক কাহিনী উঠে এসেছে প্রাক্তন ক্রিকেটার বাসিত আলির গলায়। বাসিত জানিয়েছেন অতীতে ভারত পাক ম্যাচের সময় তার ওপর বিশেষ দায়িত্ব দেওয়া থাকত।
এমন একটা দায়িত্ব যা জাভেদ মিযাঁদাদ ছাড়া তখনকার দিনে খুব বেশি পাক ক্রিকেটার পালন করতে পারতেন না। একটি ইউটিউব ভিডিয়োয় পুরনো দিনের সেই সব কথা জানিয়েছেন বাসিত। তিনি বলেছেন, ভারতের বিরুদ্ধে প্রতিটা ম্যাচের আগে আমাকে বিশেষ দায়িত্ব দেওয়া হত। বলা হত, সচিন তেন্ডুলকর, অজয় জাডেজা, নভজ্যোত সিংহ সিধু, বিনোদ কাম্বলিরা ব্যাট করতে নামলেই ওদের উত্যক্ত করতে।
কিন্তু আজহার ভাইকে এ সবের বাইরে রাখা হত। আজহার ভাইকে ঘাঁটাতাম না। বাসিত। জানিয়েছেন, ভয় নয়, শ্রদ্ধা থেকেই আজহারকে উত্যক্ত করা হত না। বাসিত বলেছেন, আক্রম ভাই, রশিদ ভাই বা ইনজামাম ভাই, কেউ আজহারকে উত্যক্ত করার সাহস পেত না। সেটা ভয় থেকে নয়। শ্রদ্ধা থেকে।
‘Was told to sledge Sachin, Sidhu, Jadeja but not Azharuddin’: Former Pakistani cricketer Basit Ali pic.twitter.com/sH7bD4sREO
— Newsum (@Newsumindia) January 25, 2023
পাকিস্তানের সাজঘরে প্রত্যেকে আজহারকে খুব শ্রদ্ধা করত। তবে স্লেজিং করা হলেও মাঠের বাইরে দুই দেশের ক্রিকেটারদের সম্পর্ক যে বন্ধুত্বপূর্ণ থাকত, সেটা মনে করিয়ে দিয়েছেন বাসিত। নিজের ক্যারিয়ারে অল্প সময়ের জন্য হলেও ৫০ টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি।
ভারতের সঙ্গে ম্যাচ থাকলে তার উত্তেজনা কতটা তার বর্ণনা মুখে দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বাসিত। পাশাপাশি সচিনকে নিজের চোখের সামনে কিংবদন্তি হতে দেখাটা ভাগ্যের ব্যাপার জানিয়েছেন এই প্রাক্তন ক্রিকেটার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।