India vs England: ইংল্যান্ডের বিরুদ্ধে কেমন একাদশ নামাতে চলেছে ভারত? থাকছে বড় চমক! জানুন বিস্তারিত

Last Updated:

India vs England T20 World Cup 2024 Semifinal: আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর দ্বিতীয় মেগা সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ইংল্যান্ড। সেমিতে কেমন হতে পারে ভারতের একাদশ।

ভারতীয় দল
ভারতীয় দল
গায়ানা: আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর দ্বিতীয় মেগা সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ইংল্যান্ড। ইতিমধ্যেই প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে হারিয়ে প্রথমবার কোনও বিশ্বকাপের ফাইনালে পৌছেছে দক্ষিণ আফ্রিকা। ২৯ জুন দ্বিতীয় ফাইনালিস্ট কে হতে চলেছে তা নিয়ে চলছে প্রহর গোনা।
২০২২ সালের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরেই বিদায় নিতে হয়েছিল ভারতীয় দলকে। অস্ট্রেলিয়ার মাটিতে পাওয়া ক্ষত এখনও পুরোপুরি ভোলেনি টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার বদলার ম্যাচে সব হিসেব চুকিয়ে দিতে প্রস্তুত রোহিত শর্মা ব্রিগেড।
তবে অতীত থেকে শিক্ষা নিয়ে প্রতিপক্ষকে কোনওভাবে হাল্কাভাবে নিচ্ছে না ভারত। তারমধ্যে ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইন যে কোনও দলের পক্ষে ত্রাস হতে পারে তা বেশ জানেন রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়া। তাই প্রতিপক্ষের ব্যাটার ধরে ধরে আলাদা পরিকল্পনা করেছে ভারত।
advertisement
advertisement
সেমিফাইনালে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে জল্পনা রয়েছে। বিরাট কোহলির লাগাতার অফ ফর্ম, শিবম দুবে তেমন একটা নজর কাড়তে না পারা ও জাদেজাও নিজেকে মেলে ধরতে পারেননি এই টি-২০ বিশ্বকাপে। ফলে প্রথম একাদশে বদল হবে কি না তা নিয়ে জল্পনা একটা থেকেই যাচ্ছে।
advertisement
—- Polls module would be displayed here —-
এক ঝলকে দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল / শিবম দুবে, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা / যুজবেন্দ্র চাহল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং।
এক ঝলকে দেখে নিন ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: জস বাটলার (উইকেটকিপার, অধিনায়ক), জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মঈন আলি, লিয়াম লিভিংস্টোন, স্যাম কুরান, ক্রিস জর্ডান, জোফ্রা আর্চার, আদিল রাশিদ, রিসি টপলে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs England: ইংল্যান্ডের বিরুদ্ধে কেমন একাদশ নামাতে চলেছে ভারত? থাকছে বড় চমক! জানুন বিস্তারিত
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement