Home /News /sports /
Ind vs Eng: ‘পোলা তো নয় আগুনের গোলা’, মহম্মদ সিরাজের পাতা ফাঁদা বধ রুট, ভাইরাল ভিডিও

Ind vs Eng: ‘পোলা তো নয় আগুনের গোলা’, মহম্মদ সিরাজের পাতা ফাঁদা বধ রুট, ভাইরাল ভিডিও

mohammad siraj gets the prized scalp of joe root

mohammad siraj gets the prized scalp of joe root

দেখে নিন মহম্মদ সিরাজের বুদ্ধিমান বোলিংয়ের ভাইরাল ভিডিও

 • Share this:

  #বার্মিংহ্যাম: ভারত বনাম ইংল্যান্ডের (Ind vs Eng)  মধ্যে খেলা ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্টের শুরু হয়ে গেছে৷ বার্মিংহ্যাম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনের কথা ছেড়ে দিলে ভারতীয় ক্রিকেট দল এখনও অবধি অ্যাডভানটেজ পজিশনে রয়েছে৷ ভারতের প্রথম ইনিংসে করা ৪১৬ রানের জবাবে ইংলিশ দলের প্রথম ইনিংস এখন ৫ উইকেটে ৮৪ রান এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে৷ তারা ম্যাচে ফেরার জন্য কড়া লড়াই করছে৷

  ইংল্যান্ড দল দ্বিতীয় দিনের সবচেয়ে বড় ঝটকা লাগে জো রুটের আউটে৷ ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক এবং বর্তমানের সবচেয়ে বড় ভরসাযোগ্য ব্যাটসম্যান৷ আসলে জো রুট ময়দানে ভারতীয় বোলারদের সামলেই ফেস করছিলেন৷ কিন্তু ভারতীয় বোলারদের ২৩ তম ওভারে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) বল করতে আসেন৷ তাঁর ওভারে একের পর আগুনে বোলিংয়ে তিনি আর ধৈর্য্য ধরে রাখতে পারেননি৷ ২৩ ওভারের শেষ বলটি  হালকা শর্টপিচ ছিল৷ সেই বলে শট খেলতে গিয়ে বল ও ব্যাটের মধ্যে সোজাসুজি সম্পর্ক হয়নি আর সেখানেই ভুল শট খেলে আউট হয়ে যান জো রুট৷

  আরও পড়ুন - Healthy Lifestyle: শুধু স্তনেই আটকে নাকি, নারী শরীরের ‘এই’ অংশটি গভীর রহস্যময়, প্রেমের শুরু এখানেই

  দেখে নিন মহম্মদ সিরাজের বুদ্ধিমান বোলিংয়ের ভাইরাল ভিডিও

  জো রুট নিজের প্রথম ইনিংসে ৩১ রান করতে পারেন৷ এই সময়ে তিনি ৬৭ বল খেলে ৪ টি চার মারেন৷ জো রুট যখন আউট হন তখন ২৩ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৭৮ রান ছিল৷

  আরও পড়ুন - Ind vs Eng: ফোলা ফোলা গাল, আধো আধো উচ্চারণ, বুমরাহের নাম নিয়ে গ্যালারিতে খুদের চিৎকার, ভাইরাল ভিডিও

  সিরাজের পারফরম্যান্সের কথা বললে তাঁর দ্বিতীয় দিনের শেষে তিন ওভার বল করেছিলেন৷ এইটুকু বোলিংয়ের মধ্যেই তিনি পাঁচ রান মাত্র দেন৷ আর মহা গুরুত্বপূর্ণ জো রুটের উইকেটটি তুলে নেন৷

  সিরাজ এখনও অবধি ভারতের আরও দুই বোলার উইকেট পেয়েছেন৷ একজন হলেন এই টেস্টে ভারতের অধিনায়ক জসপ্রীত বুমরাহ৷ অন্যজন মহম্মদ শামি৷ বুমরাহ দলের হয়ে এখনও অবধি সর্বাধিক ৩ টি উইকেট নিয়েছেন আর মহম্মদ শামি এক উইকেট নিয়েছেন৷

  Published by:Debalina Datta
  First published:

  Tags: Ind vs Eng, India vs england, Mohammed Siraj

  পরবর্তী খবর