Home /News /sports /
Ind vs Eng: ফোলা ফোলা গাল, আধো আধো উচ্চারণ, বুমরাহের নাম নিয়ে গ্যালারিতে খুদের চিৎকার, ভাইরাল ভিডিও

Ind vs Eng: ফোলা ফোলা গাল, আধো আধো উচ্চারণ, বুমরাহের নাম নিয়ে গ্যালারিতে খুদের চিৎকার, ভাইরাল ভিডিও

ind vs eng: viral video - Photo Courtesy- Twitter/ Video Grab

ind vs eng: viral video - Photo Courtesy- Twitter/ Video Grab

দেখে নিন ভাইরাল ভিডিও৷ ক্রিকেটের ভিডিও এত মিষ্টিও হতে পারে না দেখলে বিশ্বাস করা যায় না৷ 

 • Share this:

  #বার্মিংহ্যাম: ভারত বনাম ইংল্যান্ডের (India vs England) মধ্যে জমজমাট হয়ে উঠেছে এজবাস্টনের প্রথম টেস্ট৷ বার্মিংহ্যামে খেলায় ভারতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)৷ অধিনায়ক হিসেবে তিনি সকলকে প্রথম ম্যাচে মুগ্ধ করে দিয়েছেন৷ আশির দশকে শেষবার ভারতের অধিনায়কত্ব করেছিলেন কোনও এক পেস বোলার অর্থাৎ বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব৷ তারপর এত বছর কোনও পেসার ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্ব দিলেন৷ আর তাঁর অধিনায়ক এখনও অবধি পারফরম্যান্সকে কুর্নিশ করছেন ক্রিকেটবোদ্ধারা৷ তিনি লোয়ার অর্ডার ব্যাট করতে নেমে বিস্ফোরক ব্যাটিং করেছেন৷ তিনি মাত্র ১৬ বলে ৩১ রানেক ঝোড়ো ইনিংস খেলে একেবারে ঝটকা দিয়ে দিয়েছেন৷ এরপর বল হাতেও ৩ ইংলিশ ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরার রাস্তাও দেখিয়েছেন৷

  এজবাস্টনে অধিনায়ক হিসেবে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন তবে শুধু ক্রিকেট বিশেষজ্ঞরাই নন, সাধারণ ক্রিকেট প্রেমী দর্শকও এখন বুমরাহের পারফরম্যান্সে খুবই আনন্দ পাচ্ছেন৷ এজবাস্টনে বুমরাহের আগুনে বোলিংয়ের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দারুণ ভাইরাল হচ্ছে৷ এই ভিডিওতে একটি গোলগাল খুদে শিশু নিজের বাবার সঙ্গে ম্যাচ দেখতে মাঠে পৌঁছেছেন৷ এর মধ্যেই সে খুশিতে, আনন্দে উচ্ছ্বসিত হয়ে ‘বুমরাহ-বুমরাহ’ বে চিৎকার করছে৷ এমনকি শিশুটির মুখ থেকে বুমরাহ শব্দটি এখনও পরিষ্কার উচ্চারণ হচ্ছে না৷ তাই আধো আধো উচ্চারণে সে একেবারে নিজের মতো করেই করছে৷

  আরও পড়ুন - Viral Video: ছিঃ! অশীতিপর বাবাকে বেদম প্রহার ‘গুণধর’ পুত্রের, ভাইরাল ভিডিওতে বন্দি নক্কারজনক কাজ
  দেখে নিন ভাইরাল ভিডিও৷ ক্রিকেটের ভিডিও এত মিষ্টিও হতে পারে না দেখলে বিশ্বাস করা যায় না৷

  উল্লেখ্য ভারতের অধিনায়ক বিপক্ষ ইংল্যান্ডের শুরুর তিন উইকেট ঝটকায় তুলে নিয়ে তাঁদের ইনিংস তৈরির মূল মেরুদণ্ডই ভেঙে দেন৷ তিনি প্রথমে ইংলিশ ওপেনিং ব্যাটসম্যানদের মধ্যে অ্যালেক্স লিসকে তুলে নেন৷ ইংল্যান্ডের ব্যাটসম্যানরা প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে ওঠার কথা যখন ভাবছে তখন মাত্র ২৭ রানের মাথায় জ্যাক ক্রাউলি মাত্র ৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান৷ ক্রাউলির ক্যাচ নেন শুভমান গিল৷ বুমরাহ দ্বিতী. দিনের তৃতীয় সাফল্য পান ওলি পোপের উইকেট তুলে নিয়ে৷ পোপ ইংল্যান্ডের প্রথম ইনিংসে মাত্র ১০ রান করে আউট হন৷ তাঁর ক্যাচ নেন শ্রেয়স আইয়ার৷

  আরও পড়ুন - Healthy Lifestyle: বিভোর করা শরীরি সম্ভোগ, যৌন মিলনের পর একেবারে অন্য কথা বলেন নারী ও পুরুষরা

  ইংল্যান্ড এখনও ভারতের প্রথম ইনিংসের থেকে পিছিয়ে আছেন৷ জনি বেয়রস্তো ৪৭ বলে ১২ করে এবং বেন স্টোকস কোনও রান না করে উইকেটে রয়েছেন৷ ভারতের জন্য জসপ্রীত বুমরাহ ছাড়া শামি এবং সিরাজ এখনও অবধি একটি করে উইকেট নিয়েছেন৷

  Published by:Debalina Datta
  First published:

  Tags: Ind vs Eng, Jasprit Bumrah, Viral Video

  পরবর্তী খবর