Ind vs Eng: ফোলা ফোলা গাল, আধো আধো উচ্চারণ, বুমরাহের নাম নিয়ে গ্যালারিতে খুদের চিৎকার, ভাইরাল ভিডিও

Last Updated:

দেখে নিন ভাইরাল ভিডিও৷ ক্রিকেটের ভিডিও এত মিষ্টিও হতে পারে না দেখলে বিশ্বাস করা যায় না৷ 

 ind vs eng: viral video - Photo Courtesy- Twitter/ Video Grab
ind vs eng: viral video - Photo Courtesy- Twitter/ Video Grab
#বার্মিংহ্যাম: ভারত বনাম ইংল্যান্ডের (India vs England) মধ্যে জমজমাট হয়ে উঠেছে এজবাস্টনের প্রথম টেস্ট৷ বার্মিংহ্যামে খেলায় ভারতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)৷ অধিনায়ক হিসেবে তিনি সকলকে প্রথম ম্যাচে মুগ্ধ করে দিয়েছেন৷ আশির দশকে শেষবার ভারতের অধিনায়কত্ব করেছিলেন কোনও এক পেস বোলার অর্থাৎ বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব৷ তারপর এত বছর কোনও পেসার ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্ব দিলেন৷ আর তাঁর অধিনায়ক এখনও অবধি পারফরম্যান্সকে কুর্নিশ করছেন ক্রিকেটবোদ্ধারা৷ তিনি লোয়ার অর্ডার ব্যাট করতে নেমে বিস্ফোরক ব্যাটিং করেছেন৷ তিনি মাত্র ১৬ বলে ৩১ রানেক ঝোড়ো ইনিংস খেলে একেবারে ঝটকা দিয়ে দিয়েছেন৷ এরপর বল হাতেও ৩ ইংলিশ ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরার রাস্তাও দেখিয়েছেন৷
এজবাস্টনে অধিনায়ক হিসেবে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন তবে শুধু ক্রিকেট বিশেষজ্ঞরাই নন, সাধারণ ক্রিকেট প্রেমী দর্শকও এখন বুমরাহের পারফরম্যান্সে খুবই আনন্দ পাচ্ছেন৷ এজবাস্টনে বুমরাহের আগুনে বোলিংয়ের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দারুণ ভাইরাল হচ্ছে৷ এই ভিডিওতে একটি গোলগাল খুদে শিশু নিজের বাবার সঙ্গে ম্যাচ দেখতে মাঠে পৌঁছেছেন৷ এর মধ্যেই সে খুশিতে, আনন্দে উচ্ছ্বসিত হয়ে ‘বুমরাহ-বুমরাহ’ বে চিৎকার করছে৷ এমনকি শিশুটির মুখ থেকে বুমরাহ শব্দটি এখনও পরিষ্কার উচ্চারণ হচ্ছে না৷ তাই আধো আধো উচ্চারণে সে একেবারে নিজের মতো করেই করছে৷
advertisement
advertisement
দেখে নিন ভাইরাল ভিডিও৷ ক্রিকেটের ভিডিও এত মিষ্টিও হতে পারে না দেখলে বিশ্বাস করা যায় না৷
advertisement
উল্লেখ্য ভারতের অধিনায়ক বিপক্ষ ইংল্যান্ডের শুরুর তিন উইকেট ঝটকায় তুলে নিয়ে তাঁদের ইনিংস তৈরির মূল মেরুদণ্ডই ভেঙে দেন৷ তিনি প্রথমে ইংলিশ ওপেনিং ব্যাটসম্যানদের মধ্যে অ্যালেক্স লিসকে তুলে নেন৷ ইংল্যান্ডের ব্যাটসম্যানরা প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে ওঠার কথা যখন ভাবছে তখন মাত্র ২৭ রানের মাথায় জ্যাক ক্রাউলি মাত্র ৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান৷ ক্রাউলির ক্যাচ নেন শুভমান গিল৷ বুমরাহ দ্বিতী. দিনের তৃতীয় সাফল্য পান ওলি পোপের উইকেট তুলে নিয়ে৷ পোপ ইংল্যান্ডের প্রথম ইনিংসে মাত্র ১০ রান করে আউট হন৷ তাঁর ক্যাচ নেন শ্রেয়স আইয়ার৷
advertisement
ইংল্যান্ড এখনও ভারতের প্রথম ইনিংসের থেকে পিছিয়ে আছেন৷ জনি বেয়রস্তো ৪৭ বলে ১২ করে এবং বেন স্টোকস কোনও রান না করে উইকেটে রয়েছেন৷ ভারতের জন্য জসপ্রীত বুমরাহ ছাড়া শামি এবং সিরাজ এখনও অবধি একটি করে উইকেট নিয়েছেন৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Eng: ফোলা ফোলা গাল, আধো আধো উচ্চারণ, বুমরাহের নাম নিয়ে গ্যালারিতে খুদের চিৎকার, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement