Healthy Lifestyle: বিভোর করা শরীরি সম্ভোগ, যৌন মিলনের পর একেবারে অন্য কথা বলেন নারী ও পুরুষরা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
এই সমীক্ষা একেবারেই সাম্প্রতিক৷ তাই একেবারেই এখনকার নারী -পুরুষদের কথা বলা হয়েছে...
#নিউইয়র্ক: স্ত্রী ও পুরুষের মিলন একটি চিরন্তন সত্যি৷ সঙ্গী ও সঙ্গিনীর একে অপরের মনের ওপর যত টান থাকে , শরীরের ওপরেও টান হয় অনস্বীকার্য৷ শরীরি মিলনের আগে নারী ও পুরুষ উভয়েই খুবই রোমান্টিক হয়ে থাকেন৷ আকর্ষণ বাড়ানোর জন্য প্রচুর মধুর শব্দ বা সোজা কথায় রোমান্টিক কথা বলেন৷ কিন্তু গভীর আগ্রহের মিলন শেষ হয়ে যাওয়ার পর কি হয়? পুরুষ এবং মহিলা উভয়ই প্রায়শই তাঁদের পার্টনারের সঙ্গে যৌনমিলনের পরে রোমান্টিক কথা বিশেষ বলেন না৷ Photo -Representative
advertisement
advertisement
একটি বিদেশি ডেটিং সাইটের সমীক্ষা অনুযায়ি তোমায় খুব ভালবাসি এমনটা খুব একটা নারী কিম্বা পুরুষ কোনওপক্ষই বলেন না৷ তবে এই সমীক্ষা একেবারেই সাম্প্রতিক৷ তাই একেবারেই এখনকার নারী -পুরুষদের কথা বলা হয়েছে৷ যৌনতার পরে পুরুষদের সর্বাধিক যে শব্দগুলি বলা হয় তাতে প্রথম কথাটি হল তাঁর নারী পার্টনারের উত্তেজনা-র বিবরণ দেওয়া৷ বা তার প্রশংসা করা৷ অর্গাজমের সময় তোমার উত্তেজনা দারুণ ছিল৷ Photo -Representative
advertisement
advertisement
advertisement
advertisement
এদিকে যৌন মিলনের পরে পুুরুষ ও মহিলারা অনেক সময়ে সম্পর্ক নিয়েও কথা বলেন৷ তবে দীর্ঘদিনের বিবাহের সম্পর্কের মধ্যে থাকা স্বামী -স্ত্রী -র শারীরিক মিলনের পরে এই ধরণের কোনও কথাই হয় না৷ কারণ সে সময় শরীরি মিলনের ঘটনাটিও রোজকার ভাত-ডাল খাওয়ার মতোই বৈচিত্রহীণ হয়ে যায়৷ কোনও রকমের বাড়তি চার্ম সেখানে অবশিষ্ট থাকে না৷ Photo -Representative