Concussion Test: মাথায় বল লাগলে কনকাশন টেস্টে জানতে চাওয়া হয় প্রধানমন্ত্রীর নাম! কোথায় বলুন তো

Last Updated:

India vs England: ম্যাচ চলাকালীন ব্যাটারদের হেলমেটে বা মাথায় বল লাগলে তড়িঘডি খেলা সাময়ীক বন্ধ রেখে মাঠেই চিকিৎসার নিয়ম জারি করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে কনকাশন টেস্ট।

রাজকোট: ক্রিকেট ম্যাচ চলাকালীন মাথায় বা হেলমেটে বল লেগে একাধিক দুর্ঘটনা বা মর্মান্তিক ঘটনার সাক্ষী থেকেছে ক্রিকেট বিশ্ব। তাই বর্তমানে ম্যাচ চলাকালীন ব্যাটারদের হেলমেটে বা মাথায় বল লাগলে তড়িঘডি খেলা সাময়ীক বন্ধ রেখে মাঠেই চিকিৎসার নিয়ম জারি করা হয়েছে। তা সেই হেলমেটে বল আস্তে বা জোড়ে যেভভাবেই লাগুক না কেন। যার নাম দেওয়া হয়েছে কনকাশন টেস্ট।
এই কনকাশন টেস্টে প্লেয়ারদের চিকিৎসার পাশাপাশি কিছু প্রশ্নও করা হয়, দেখা হয় সঠিক উত্তর দিতে পারছেন কিনা। রাজকোটে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট চলকালীনও ঘটে এমন এক ঘটনা। রোহিত শর্মার মাথায় বল লাগলে মাঠে তাঁর কনকাশন টেস্ট করা হয়। সেই ধারাভাষ্য দিচ্ছিলেন দুই ভারতীয় দীপ দাশগুপ্ত ও দীনেশ কার্তিক এবং ইংল্যান্ডের গ্রেম সোয়ান।
advertisement
সেই সময় গ্রেম সোওয়ানের কাছে জানতে চাওয়া হয়, তাদের দেশে এমন চোট লাগলে কনকাশন টেস্টের সময় ক্রিকেটারদের কী ধরনের প্রশ্ন করা হয়। গ্রেম সোয়ানের উত্তর শুনে অবাক তো বটেই, হেসে লুটোপুটি খাওয়ার মত পরিস্থিতি হয় দীনেশ কার্তিক ও দীপ দাশগুপ্তের। গ্রেম সোয়ান বলেন,”আমাদের দেশে কনকাশন টেস্টের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রীর নাম জানতে চাওয়া হয়। এত ঘনঘন আমাদের প্রধানমন্ত্রী পরিবর্তন হয়, অনেকে নাম মনে রাখতে পারেন না।”
advertisement
advertisement
গ্রেম সোয়ান নিজে এমন মন্তব্য করে হেসে ওঠেন। হেসে দেন দীনেশ কার্তিক ও দীপ দাশগুপ্তও। তবে গ্রেম সোয়ান এমনটা মজার ছলেই বলেছেন বলে মনে করা হচ্ছে। তবে প্রাক্তন ব্রিটিশ স্পিনারের এহেন মন্তব্য নিয়ে আর বেশি আলোচনা করেননি দীনেশ কার্তিক ও দীপ দাশগুপ্তও।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Concussion Test: মাথায় বল লাগলে কনকাশন টেস্টে জানতে চাওয়া হয় প্রধানমন্ত্রীর নাম! কোথায় বলুন তো
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement