Ind vs Eng: কোন ছকে আসবে জয়! বিশাখাপত্তনমে ইংল্যান্ড 'বধের' রণনীতি তৈরি ভারতের

Last Updated:

India vs England 2nd Test: হায়দরাবাদ টেস্টে হারের পর ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে উঠছে প্রশ্ন। শুক্রবার থেকে বিশাখাপত্তনমে শুরু হতে চলেছে দ্বিতীয় টেস্ট। প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ম্যাচ জয়ের স্ট্র্যাটেজি তৈরি করে ফেলেছে রোহিত শর্মারা।

বিশাখাপত্তনম: ঘরের মাঠে হট ফেভারিট তকমা নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নেমেছিল ভারতীয় দল। সিরিজ কত ব্যবধানে ভারত জিতবে তাই নিয়ে ছিল আলোচনা। কিন্তু একটা ম্যাচ সব হিসেব-নিকেশ পাল্টে দিয়েছে। হায়দরাবাদ টেস্টে হারের পর ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে উঠছে প্রশ্ন। শুক্রবার থেকে বিশাখাপত্তনমে শুরু হতে চলেছে দ্বিতীয় টেস্ট। প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ম্যাচ জয়ের স্ট্র্যাটেজি তৈরি করে ফেলেছে রোহিত শর্মারা।
প্রথম ম্যাচে ভারতীয় স্পিনারদের সামলাতে যে রণনীতি নিয়েছিল ইংল্যান্ড, এবার দ্বিতীয় ম্যাচে সেই পথেই হাঁটতে চলেছে ভারতীয় দল। ভারত সফরে যে এবার গুছিয়ে স্পিন অ্যাটাক নিয়ে এসেছে ব্রিটিশরা তা হায়দরাবাদে প্রমাণিত হয়ে গিয়েছে। তাই দ্বিতীয় ম্যাচে ব্রিটিশ স্পিনাররা যাতে কোনওভাবেই মাথা তুলে না দাঁড়াতে পারে তাই অনুশীলনে বাড়িত সুইপ ও রিভার সুইপ মারতে দেখা গিয়েছে ভারতীয় ব্যাটারদের।
advertisement
সাম্প্রতিক সময়ে ভারতীয় ব্যাটারদের খুব একটা সুইপ বা রিভার সুইপ মারতে দেখা যায় না। তবে বিশাখাপত্তনমে নামার আগে দেখা গেল লাগাতার সুইপ এবং রিভার্স সুইপ খেলছেন ভারতীয় ব্যাটাররা। রোহিত শর্মা, শুভমান গিল থেকে শ্রেয়স আইয়র সহ অন্যান্য ব্যাটাররাও ঝালিয়ে নেন এই শট। ফলে বিশাখাপত্তনমে এই শট ভারতীয় ব্যাটাররা খেলবে তা বলাই যায়।
advertisement
advertisement
শুধু ব্যাটিং নয়, দ্বিতীয় টেস্টে বোলিংয়েও নতুন স্ট্র্যাটেজি দেখা যেতে পারে ভারতীয় দলের। ইংল্যান্ড দলে জো রুট থেকে শুরু বেন স্টোকস একাধিক পার্টটাইম বোলার রয়েছে। জো রুট তো হায়দরাবাদে যথেষ্ট ভাল স্পিন বোলিং করেছিলেন। কিন্তু ভারতীয় দলে সেই পার্টটাইম বোলারের অভাব রয়েছে। দ্বিতীয় ম্যাচের আগে যশশ্বী জয়সওয়াল ও শভমান গিলদের নেটে স্পিন বোলিং করতে দেখা গেছে। ফলে বিশাখাপত্তনমে প্রয়োজনে সেই পথেও হাঁটতে পারেন রোহিত শর্মা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Eng: কোন ছকে আসবে জয়! বিশাখাপত্তনমে ইংল্যান্ড 'বধের' রণনীতি তৈরি ভারতের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement