India vs Bangladesh: পরপর উড়ল উইকেট! বাংলাদেশি ব্যাটারদের 'চোখে সরষে ফুল' দেখালেন আকাশ দীপ, রইল ভিডিও

Last Updated:

India vs Bangladesh: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে দুরন্ত বোলিং করলেন বাংলার পেসার আকাশ দীপ। নতুন বলে ফের একবার নিজেকে প্রমাণ করলেন বাংলার পেসার।

চেন্নাই: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে দুরন্ত বোলিং করলেন বাংলার পেসার আকাশ দীপ। এই বছরই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল আকাশের। সেই টেস্টেও ৩ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন তরুণ পেসার। এবার বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্টেও আগুন ঝরালেন আকাশ দীপ।
চেন্নাইয়ের উইকেটে নতুন বলে যে পেসারদের জন্য সুবিধা রয়েছে তা প্রথম দিন বাংলাদেশের পেসাররাই বুঝিয়ে দিয়েছেন। দ্বিতীয় দিনে ভারতের প্রথম ইনিংসে করা ৩৭৬ রান তাড়া করতে নেমে শুরু থেকেই দাপট দেখাতে শুরু ভারতের পেসাররা। প্রথম ওভারেই জসপ্রীত বুমরাহের শিকার হন শাদমান ইসলাম।
এরপরই নতুন বলে ফের একবার নিজেকে প্রমাণ করেন আকাশ দীপ। প্রথমে জাকির তার পর মমিনুল, পর পর দু’বলে দু’উইকেট তুলে নিলেন আকাশ দীপ। দুই বাংলাদেশি ব্যাটারকে বোল্ড করেন আকাশ দীপ। হ্যাটট্রিকের সুযোগ তৈরি হয়েছিল কিন্তু মুশফিকুর তা হতে দেননি। ভারতের ৩৭৬ রান মাথায় নিয়ে ব্যাট করতে নেমে ২২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। ভারতীয় বোলারেরা চেপে বসছেন মুশফিকুরদের উপর।
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, দলীপ ট্রফিতে ভারত বি-এর বিরুদ্ধে ভারত এ-এর হয়ে ১১৬ রান দিয়ে ৯ উইকেট নিয়েছিলেন বাংলার আকাশ দীপ। এই পারফরম্যান্সের পরই বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলে আকাশ দীপের জায়গা প্রায় পাকা হয়ে যায়। সেই সুযোগ যথার্থ কাজে লাগালেন বাংলার পেসার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Bangladesh: পরপর উড়ল উইকেট! বাংলাদেশি ব্যাটারদের 'চোখে সরষে ফুল' দেখালেন আকাশ দীপ, রইল ভিডিও
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement