ত্রাণ নিয়ে কোনও অভিযোগ আছে...? মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে বড় উদ্যোগ উত্তরবঙ্গে

Last Updated:

North Bengal Update: মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরিষেবা দেওয়ার ব্যবস্থা করল জলপাইগুড়ি জেলা প্রশাসন।

বড় উদ্যোগ উত্তরবঙ্গে
বড় উদ্যোগ উত্তরবঙ্গে
জলপাইগুড়ি : ত্রাণ নিয়ে কোনও অভিযোগ আছে? কোন কিছুর প্রয়োজন রয়েছে? কোথাও আটকে গিয়েছেন? উত্তরবঙ্গ বিপর্যয় নিয়ে ত্রাণ নিয়ে কোন অভিযোগ আটকাতে এবার whatsapp চ্যানেলের মাধ্যমে সরাসরি যোগাযোগ করার ব্যবস্থা করে দেওয়া হল সাধারণ মানুষদের কাছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই ভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরিষেবা দেওয়ার ব্যবস্থা করল জলপাইগুড়ি জেলা প্রশাসন। রবিবার আলিপুরদুয়ার জেলা সফররত মুখ্যমন্ত্রীকে কেউ কেউ ত্রাণ নিয়ে অভিযোগ জানান। তাই ত্রাণ নিয়ে যাতে কোনও অভিযোগ না থাকে, ক্ষতিপূরণ নিয়ে যাতে কোনও অভিযোগ না থাকে তার জন্য এই ব্যবস্থা চালু করা হল জেলার তরফে। আরও দ্রুত ও সহজে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য নেওয়া হল বড় পদক্ষপে।
advertisement
advertisement
উত্তরবঙ্গ সফরে গিয়ে এদিন বন্যা বিধ্বস্ত কালচিনি ব্লকের সুভাষিনী চা বাগানের বাসিন্দাদের সঙ্গে দেখা করতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তাকে দেখা গেল বাগানের শিশুদের সঙ্গে সময় অতিবাহিত করতে। শিশুরা যাতে দুর্যোগের দুঃস্বপ্ন ভুলে নতুন করে নিজেদের জীবন শুরু করতে পারে তার জন্য তাদের হাতে খাতা বই তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
প্রসঙ্গত, এক সপ্তাহের মাথায় আজ ফের উত্তরবঙ্গ সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে প্রথমে তিনি এসেছেন আলিপুরদুয়ারে। নীলপাড়া রেঞ্জ অফিসে বন্যা নিয়ে এক রিভিউ মিটিং করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত হয়েছিলেন প্রশাসনিক আধিকারিকরা। আলিপুরদুয়ারের হাসিমারা বায়ুসেনা ঘাটিতে নামেন মুখ্যমন্ত্রী সেখান থেকে নীলপাড়া রেঞ্জে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে চলে যান মুখ্যমন্ত্রী। বৈঠক শেষ করে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন সুভাষিনী চা বাগানে তিনি যাচ্ছেন।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ত্রাণ নিয়ে কোনও অভিযোগ আছে...? মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে বড় উদ্যোগ উত্তরবঙ্গে
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement