ত্রাণ নিয়ে কোনও অভিযোগ আছে...? মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে বড় উদ্যোগ উত্তরবঙ্গে
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
North Bengal Update: মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরিষেবা দেওয়ার ব্যবস্থা করল জলপাইগুড়ি জেলা প্রশাসন।
জলপাইগুড়ি : ত্রাণ নিয়ে কোনও অভিযোগ আছে? কোন কিছুর প্রয়োজন রয়েছে? কোথাও আটকে গিয়েছেন? উত্তরবঙ্গ বিপর্যয় নিয়ে ত্রাণ নিয়ে কোন অভিযোগ আটকাতে এবার whatsapp চ্যানেলের মাধ্যমে সরাসরি যোগাযোগ করার ব্যবস্থা করে দেওয়া হল সাধারণ মানুষদের কাছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই ভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরিষেবা দেওয়ার ব্যবস্থা করল জলপাইগুড়ি জেলা প্রশাসন। রবিবার আলিপুরদুয়ার জেলা সফররত মুখ্যমন্ত্রীকে কেউ কেউ ত্রাণ নিয়ে অভিযোগ জানান। তাই ত্রাণ নিয়ে যাতে কোনও অভিযোগ না থাকে, ক্ষতিপূরণ নিয়ে যাতে কোনও অভিযোগ না থাকে তার জন্য এই ব্যবস্থা চালু করা হল জেলার তরফে। আরও দ্রুত ও সহজে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য নেওয়া হল বড় পদক্ষপে।
advertisement
advertisement
উত্তরবঙ্গ সফরে গিয়ে এদিন বন্যা বিধ্বস্ত কালচিনি ব্লকের সুভাষিনী চা বাগানের বাসিন্দাদের সঙ্গে দেখা করতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তাকে দেখা গেল বাগানের শিশুদের সঙ্গে সময় অতিবাহিত করতে। শিশুরা যাতে দুর্যোগের দুঃস্বপ্ন ভুলে নতুন করে নিজেদের জীবন শুরু করতে পারে তার জন্য তাদের হাতে খাতা বই তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
প্রসঙ্গত, এক সপ্তাহের মাথায় আজ ফের উত্তরবঙ্গ সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে প্রথমে তিনি এসেছেন আলিপুরদুয়ারে। নীলপাড়া রেঞ্জ অফিসে বন্যা নিয়ে এক রিভিউ মিটিং করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত হয়েছিলেন প্রশাসনিক আধিকারিকরা। আলিপুরদুয়ারের হাসিমারা বায়ুসেনা ঘাটিতে নামেন মুখ্যমন্ত্রী সেখান থেকে নীলপাড়া রেঞ্জে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে চলে যান মুখ্যমন্ত্রী। বৈঠক শেষ করে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন সুভাষিনী চা বাগানে তিনি যাচ্ছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 13, 2025 1:20 AM IST