IMD Weather Update: বৃষ্টির বিদায়, এবার শুষ্ক হিমেল হাওয়ার পালা শুরু বঙ্গে! নতুন সপ্তাহে কেমন আবহাওয়া? ওয়েদার আপডেট
- Published by:Raima Chakraborty
- local18
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
IMD Weather Update: এবার বর্ষাবিদায়ের পালা পাকা। পশ্চিমবঙ্গে প্রায় সব জেলায় বর্ষা বিদায় আগামী ২৪ ঘণ্টার মধ্যেই। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস।
এবার বর্ষাবিদায়ের পালা পাকা। পশ্চিমবঙ্গে প্রায় সব জেলায় বর্ষা বিদায় আগামী ২৪ ঘণ্টার মধ্যেই। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস।
advertisement
রবিবার উত্তর ও দক্ষিণ পরগণা, ঝাড়গ্রাম, বাঁকুড়া হালকা বৃষ্টি। আগামীকাল, সোমবার সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে, বিশেষ করে দক্ষিণবঙ্গে।
advertisement
কলকাতায় শুষ্ক, মাঝেমাঝে মেঘলা আকাশ থাকবে। কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ ৩২ ডিগ্রি, সর্বনিম্ন ২৪-২৫ ডিগ্রি। অন্যান্য জেলায় সর্বোচ্চ ৩৩ ডিগ্রি। সর্বনিম্ন ২২ ডিগ্রি।
advertisement
উত্তরবঙ্গে দুর্যোগ কাটবে এবার। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি হালকা বৃষ্টি আগামী দুদিন। হালকা থেকে মাঝারি কুয়াশা। উত্তরবঙ্গ তারপর শুষ্ক আবহাওয়া থাকবে।বর্ষা বিদায় রেখার অবস্থান গুজরাতের ভিরাবল থেকে উজ্জয়ন, ঝাঁসি হয়ে উত্তর প্রদেশের শাহজাহানপুর পর্যন্ত বর্ষা বিদায় রেখা থমকে আছে। আজ, শুক্রবার ফের সক্রিয় হবে বর্ষা বিদায় রেখা। বর্ষা গুজরাতের বাকি অংশ থেকে বিদায় নিতে পারে। মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ এবং মহারাষ্ট্রের একটা বড় অংশ থেকে বর্ষা বিদায়ের সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে দেশের বেশিরভাগ এলাকা থেকে বিদায় নেবে বর্ষা।
advertisement
গুজরাত থেকে বিদায় নিয়েছে বর্ষা। মহারাষ্ট্রের কিছু অংশ, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশের বেশিরভাগ অংশ এবং বিহারের কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে।
advertisement
আগামী ৩ থেকে ৪ দিনে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের বাকি অংশ থেকে বিদায় নেবে বর্ষা। একই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ছত্রিশগড় থেকেও বর্ষা বিদায় নেবে।
advertisement