India vs Bangladesh: লো স্কোরিং ম্যাচে লজ্জার হার ভারতীয় মহিলা দলের, সীমিত পুঁজি নিয়ে দুরন্ত জয় বাংলাদেশের

Last Updated:

India vs Bangladesh: সিরিজের শেষ টি-২০ পর এবার একদিনের সিরিজের প্রথম ম্যাচ। ফের বাংলাদেশ সফরে ব্যাটিং ভারডুবি ভারতীয় মহিলা ক্রিকেট দলের। যার ফলে প্রথম একদিনের ম্যাচে লজ্জার হারের সম্মুখীন হতে হল হরমনপ্রীত কউর, স্মৃতি মন্ধনা, জেমাইমা রড্রিগেজদের।

ঢাকা: সিরিজের শেষ টি-২০ পর এবার একদিনের সিরিজের প্রথম ম্যাচ। ফের বাংলাদেশ সফরে ব্যাটিং ভারডুবি ভারতীয় মহিলা ক্রিকেট দলের। যার ফলে প্রথম একদিনের ম্যাচে লজ্জার হারের সম্মুখীন হতে হল হরমনপ্রীত কউর, স্মৃতি মন্ধনা, জেমাইমা রড্রিগেজদের। এই প্রথমবার বাংলাদশের বিরুদ্ধে ওডিআই হারল ভারতের মেয়েরা। শক্তির বিচার করলে বাংলাদেশের থেকে অনেক এগিয়ে ভারতের মেয়েরা। মনে করা হয়েছিল দাপটের সঙ্গে পারফর্ম করবে মহিলা টিম ইন্ডিয়া। টি-২০ সিরিজে ২-১ ব্যবধানে জেতার পর লজ্জার ৪০ রানের লজ্জার হার দিয়ে একদিনের সিরিজ শুরু করল ভারতের মেয়েরা।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত। ৪৪ ওভারে ম্যাচ করার সিদ্ধাম্ত নেওয়া হয়। প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে বাংলাদেশ দল। মাঝে অধিনায়ক নিগার সুলতানার ৩৯ ও ফারজানা হকের ২৭ রানের ইনিংসের সৌজন্যে ১৫০ রানের গণ্ডি চপকায় বাংলাদেশ মহিলা দল। একটা সময় ১১৬ রানে ৭ উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশ মহিলা দলের। তবে শেষের দিকে টেলেন্ডার কিছুটা লড়াই করে। শেষ পর্যন্ত ৪৩ ওভারে ১৫২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
advertisement
advertisement
১৫৩ রানের সহজ টার্গেট মনে করা হয়েছিল ভারতীয় দল সহজেই এই টার্গেট তাড়া করে ফেলবে। কিন্তু আদতে হল তার উল্টোটা। বাংলাদেশের বোলিং অ্যাটাকের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ে তারকাখোচিত ভারতীয় ব্যাটিং লাইন। স্মৃতি মন্ধনা, হরমনপ্রীত কউর, যস্তিতা ভাটিয়া, জেমাইমা রড্রিগেজরা কেই বড় রানের মুখ দেখেনি। ভারতীয় দলে একমাত্র দীপ্তি শর্মা সর্বোচ্চ ২০ রান করেন। এছাড়া সকলেই তাঁর নীচে। ৩৫.৫ ওভারে ১১৩ রানে অলআউট হয়ে যায় ভারত। ৪০ রানে ম্যাচ জেতে বাংলাদেশ। ফলে সিরিজের আগামি দুটি ম্যাচ ভারতের মেয়েদের কাছে ডু অর ডাই।
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Bangladesh: লো স্কোরিং ম্যাচে লজ্জার হার ভারতীয় মহিলা দলের, সীমিত পুঁজি নিয়ে দুরন্ত জয় বাংলাদেশের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement