#শারজাহ: জোড়া প্রস্তুতি ম্যাচে জয় পেল ভারত। রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে টি-২০ বিশ্বকাপে অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। তার আগে প্রথমবার রোহিত শর্মার অধিনায়কত্বে খেললেন বিরাট। ফিন্ডিং সেটিং- এর দায়িত্ব নেন রোহিত। বল হাতে দেখা গেল বিরাটকে। হার্দিক এর খামতি ঢাকতেই কি কোহলির বোলিং?
Virat Kohli to the crease... to bowl, not to bat!
— cricket.com.au (@cricketcomau) October 20, 2021
Live on Foxtel and Kayo Sports #T20WorldCup pic.twitter.com/xLYaz0Ch8D
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সহজ জয় পেল ভারত। শক্তিশালী অস্ট্রেলিয়াকে হেলায় হারালো টিম ইন্ডিয়া। ব্যাটিং-বোলিং দুই বিভাগে সফল ভারতীয় ক্রিকেটাররা। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৫২ রান করে অস্ট্রেলিয়া। ১৩ বল বাকি থাকতেই জয়ের রান তুলে নেয় ভারত। ২ ওভার বল করে ৮ রান দিয়ে ২ উইকেট নেন অশ্বিন। একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার। ব্যাট হাতে হাফ সেঞ্চুরি করেন রোহিত শর্মা।
আরও পড়ুন- দ্বিতীয় অনুশীলন ম্যাচে নেই বুমরাহ ও শামি, পাকিস্তানের বিরুদ্ধে কী হবে
রান পেলেন সূর্য কুমার যাদব ও কেএল রাহুল। এদিন বিরাটের বদলে ভারতকে নেতৃত্ব দেন রোহিত শর্মা। রোহিতের অধিনায়কত্বে খেললেন বিরাট। দুশ্চিন্তা বাড়িয়ে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বল করলেন না হার্দিক পান্ডিয়া। তবে ব্যাট হাতে অপরাজিত ১৪ রান করেন। আরো কিছুটা চিন্তা বাড়িয়ে মাত্র দুই ওভারে ২৩ রান দিলেন বরুণ চক্রবর্তী। ভারতের বোলিং করতে দেখা যায় বিরাট কোহলিকে। ২ ওভারে ১২ রান দেন কোহলি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ICC T20 World Cup, ICC T20 World Cup 2021, India vs Australia, Team India