Virat Kohli: শাহরুখ খানের পাঠানের গানে বিরাট কোহলির নাচ, সঙ্গ দিলেন জাড্ডু, মুহূর্তে ভাইরাল ভিডিও
- Published by:Sudip Paul
Last Updated:
Virat Kohli: নাগপুর টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের পর বিরাট কোহলিকে শাহরুখ খান অভিনীত পাঠান সিনেমার গানে নাচতে দেখা যায়। যেই ভিডিও ঝড় তুলেছে নেট দুনিয়ায়।
নাগপুর: খেলা চলাকালীন মাঠের ভিতর বা খেলা শেষে সতীর্থদের সঙ্গে বিরাট কোহলির নাচ নতুন নয়। এর আগেও একাধিকবার বিরাট কোহলির নাচ ভাইরাল হয়েছে। আর নাগপুরে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট শেষে ফের একবার কোমড় দোলালেন বিরাট কোহলি। এই ঘটনা নতুন না হলেও যে গানের আদলে নাচলেন বিরাট কোহলি সেটা উল্লেখযোগ্য। কারণ নাগপুর টেস্ট জয়ের পর বিরাট কোহলিকে শাহরুখ খান অভিনীত পাঠান সিনেমার গানে নাচতে দেখা যায়। যেই ভিডিও ঝড় তুলেছে নেট দুনিয়ায়।
That’s Kohli 🥰… nothing Do in game But he give his moves So can Add A movement #jhum #ViratKohli𓃵 #Pathaan #INDvsAUS #BorderGavaskarTrophy2023 movement pic.twitter.com/5BuTrjstMp
— Sartaj 🇮🇳 (@i_amSartaj) February 11, 2023
advertisement
ভিডিওতে দেখা যায় প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে হারানোর পর মাঠের সাইড লাইনে দলের সঙ্গে সেলিব্রেশন করছন বিরাট কোহলি। হঠাৎই তাঁকে পাঠানের বিখ্যাত গান ‘ঝুমে জো পাঠান জো মেরি জান’-এ নাচের গানের তালে তাঁকে নাচতে দেখা যায়। গানটির সিগনেচার স্টেপ দুবার করেন বিরাট কোহলি। আর বিরাট কোহলির একাই নয়, প্রাক্তন ভারত অধিনায়ককে নাচতে দেখে তার তালে তাল মেলাতে দেখা যায় নাগপুর টেস্চের ম্যাচ অফ দ্য ম্যাচ রবীন্দ্র জাদেজাকে।
advertisement
প্রসঙ্গত, নাগপুর টেস্টে দুরন্ত জয় দিয়ে সিরিজ শুরু করেছে ভারতীয় দল। ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ১৭৭ রানে অলআউট হয়ে যায় ব্যাগি গ্রিনরা। ভারতের হয়ে সর্বোচ্চ ৫টি উইকেট নেন রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংসে ভারত করে ৪০০ রান। ১২০ রাবের অধিনায়কোচিত ইনিংস খেলেন রোহিত শর্মা। এছাড়া ৮৪ করেন অক্ষর প্যাটেল, ৭০ রান করেন রবীন্দ্র জাদেজা। ২২৩ রানের লিড পায় ভারত। কিন্তু দ্বিতীয় ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ৫ উইকেট নেন অশ্বিন। ইনিংস ও ১৩২ রানে নাগপুর টেস্ট ম্যাচ জেতে ভারত।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 12, 2023 9:57 AM IST