IND vs AUS U19 WC Final: যুব বিশ্বকাপের ফাইনালে টস ভাগ‍্য সাথ দিল না ভারতের, প্রথমে ব‍্যাটিং অজিদের

Last Updated:

রবিবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনাল। দক্ষিণ আফ্রিকার বেননিতে মুখোমুখি প্রতিযোগিতার ইতিহাসে সফলতম ২ দল ভারত ও অস্ট্রেলিয়া। ম্যাচে টস জিতল অস্ট্রেলিয়া

যুব বিশ্বকাপের ফাইনালে টস ভাগ‍্য সাথ দিল না ভারতের, প্রথমে ব‍্যাটিং অজিদের
যুব বিশ্বকাপের ফাইনালে টস ভাগ‍্য সাথ দিল না ভারতের, প্রথমে ব‍্যাটিং অজিদের
বেজে গেল যুব বিশ্বকাপের ফাইনালের দামামা। দক্ষিণ আফ্রিকার বেননিতে মুখোমুখি প্রতিযোগিতার ইতিহাসে সফলতম ২ দল ভারত ও অস্ট্রেলিয়া। একদিকে নবমবার ফাইনালে উঠে ষষ্ঠবার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি জুনিয়র টিম ইন্ডিয়ার সামনে। অপরদিকে, চতুর্থবার ট্রফি জেতার সুযোগ ব্যাগি গ্রিণদের।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যুব বিশ্বকাপ ২০২৪-এর ফাইনালে টস হারলেন ভারত অধিনায়ক উদয় সাহারান। টস জিতে অজি দলনায়ক হিউ উইবজেন শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রথমে ব‍্যাট করে বড় রানের লক্ষ‍্য দিয়ে জুনিয়র টিম ইন্ডিয়াকে চাপে রাখাই লক্ষ‍্য ব‍্যাগি গ্রীনদের। সুতরাং, বেনোনির খেতাবি লড়াইয়ে রান তাড়া করবে ভারতের যুব দল।
advertisement
advertisement
এখনও পর্যন্ত টানা ৬টি ম্যাচ জিতে ফাইনালের টিকিট পাকা করেছে। সেমি ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খাদের কিনারা থেকে হারা ম্যাচ যেভাবে বার করেছেন উদয়-সচিন জুটি তা দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। প্রতিযোগিতায় ভারতীয় দলের ব্যাটিং লাইন দারুণ ফর্মে রয়েছ। একই প্রতিযোগিতায় শতরান রয়েছে ভারতীয় টপ অর্ডারের তিন ব্যাটার মুশির খান, উদয় সাহারন,সচিন দাশদের। ভরসা দিচ্ছেন আদর্শ সিং ও আরশিন কুলকার্নিরা। বিশেষ করে ব্যাটে রান করার পাশাপাশি দলকে সামনে থেকে যোগ্য নেতার মত নেতৃত্ব দিচ্ছেন উদয়। বোলিংয়েও রাজ লিম্বানি, মুরুগান পেরুমাল অভিষেক, নমন তিওয়ারি,সউমি কুমার পাণ্ডেরা ছন্দে রয়েছেন।
advertisement
প্রসঙ্গত, ১৯ নভেম্বর ২০২৩, একদিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল রোহিত শর্মা, বিরাট কোহলিদের। ৮৪ দিনের মাথায় এবার অনূর্ধ্ব ১৯ একদিনের বিশ্বকাপ ফাইনালে আমনে-সামনে দুই দেশ। সচিন-রোহিতদের হারের বদলা নেওয়ার ম্যাচ উদয় সাহারন, সচিন দাশদের সামনে।
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs AUS U19 WC Final: যুব বিশ্বকাপের ফাইনালে টস ভাগ‍্য সাথ দিল না ভারতের, প্রথমে ব‍্যাটিং অজিদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement