দুই দলে মোট ৪ পরিবর্তন, দ্বিতীয় ওডিআইতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ অস্ট্রেলিয়ার

Last Updated:

রবিবার বিশাখাপত্তনমে দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। একদিকে ৩ ম্যাচের সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ ডু অর ডাই স্টিভ স্মিথের দলের কাছে। অপরদিকে, দ্বিতীয় ম্যাচে অধিনায়ক হিসেবে ফিরেই রোহিত শর্মা চাইবেন সিরিজ পকেটে পুরতে।

বিশাখাপত্তনম: প্রথম একদিনের ম্যাচে জয় পেলেও যথেষ্ট লড়াই করতে হয়েছিল ভারতীয় দলকে। কেএল রাহুল ও রবীন্দ্র জাদেজার ব্যাটে ভর করে ৫ উইকেটে জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। রবিবার বিশাখাপত্তনমে দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। একদিকে ৩ ম্যাচের সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ ডু অর ডাই স্টিভ স্মিথের দলের কাছে। অপরদিকে, দ্বিতীয় ম্যাচে অধিনায়ক হিসেবে ফিরেই রোহিত শর্মা চাইবেন সিরিজ পকেটে পুরতে।
দ্বিতীয় একদিনের ম্যাচে টস ভাগ্য সাথ দিল না ভারতের। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন স্টিভ স্মিথ। ম্যাচে বৃষ্টির পূর্বাভাস থাকায় খেলা ছোট হতে পারে। সেক্ষেত্রে ব্যবহার হবে ডিএলএস নিয়ম। তাই রান চেজ করার রণনীতি বুঝে শুনে নিতেই টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন স্মিথ। অস্ট্রেলিয়া তাদের প্রথম একাদশে দুটি বদল করেছে। জোশ ইংলিসের বদলে সুযোগ পেয়েছেন অ্যালেক্স ক্যারি ও গ্লেন ম্যাক্সওয়েলের জায়গায় ন্যাথন এলিস।
advertisement
অপরদিকে, টস হারলেও পুরো ব্যাট করার সুযোগ পেলে বড় স্কোর করে প্রতিপক্ষকে চাপে রাখাই লক্ষ্য ভারতের। বৃষ্টির পূর্বাভাসে সামান্য চিন্তা থাকলেও তা নিয়ে না ভেবে নিজেদের সেরাটা দেওয়াই লক্ষ্য টিম ইন্ডিয়ার। দ্বিতীয় একদিনের ম্যাচেও ভারতীয় দলে দুটি পরিবর্তন হয়েছে। একদিকে রোহিত শর্মা ফেরায় রিজার্ভ বেঞ্চে যেতে হয়েছে ইশান কিশানকে। অপরদিকে, বিশাখাপত্তনমের পিচের দিকে তাকিয়ে শার্দুল ঠাকুরের পরিবর্তে দলে ফিরেছেন অক্ষর প্যাটেল।
advertisement
advertisement
ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (ভাইস ক্যাপ্টেন), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: ট্রেভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ (ক্যাপ্টেন), মার্নাস ল্যাবুশান, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, ন্যাথন এলিস, মার্কাস স্টইনিস, সিয়ান অ্যাবট, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
দুই দলে মোট ৪ পরিবর্তন, দ্বিতীয় ওডিআইতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ অস্ট্রেলিয়ার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement