নাগপুর: ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের মাঝেই দুঃসংবাদ। দীর্ঘ দিন রোগভোগের পর প্রয়াত হলেন ভারতীয় দলের তারকা উমেশ যাদবের বাবা। বর্তমানে ভারতীয় টেস্ট দলের সঙ্গে রয়েছেন উমেশ। বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজে দলে থাকলেও প্রথম দুটি টেস্টে প্রথম একাদশে জায়গা হয়নি ডান হাতি অভিজ্ঞ পেসারের। তৃতীয় টেস্টে জায়গা না পাওয়ার সম্ভাবনাই বেশি। এরই মধ্যে খারাপ খবরটা পেলেন উমেশ যাদব। তৃতীয় টেস্টে তিনি দলের সঙ্গে থাকবেন কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
উমেশ যাদবের বাবার নাম তিলক যাদব। আদি বাড়ি উত্তর প্রদেশের পোকারভিন্ডাতে। কর্মসূত্রে নাগপুরে থাকত উমেশের পরিবার। উমেশের পরিবারের ছোট বেলা থেকেই খেলাধুলার পরিবেশ ছিল। তাঁর বাবা তিলক যাদবও একসময় কুস্তিগির ছিল। সাম্প্রতিক সময়ে দীর্ঘ দিন ধরে নানারকম বার্ধ্যকজনিত অসুখে ভুগছিলেন। দীর্ঘ দিন ভর্তি ছিলেন হাসপাতালে। অবশেষে চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন আর সুস্থ হওয়ার কোনও সম্ভাবনা নেই তিলক যাদবের।
আরও পড়ুনঃ Lionel Messi: আর আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে না মেসিকে! বড় সিদ্ধান্ত নিতে হতে পারে বিশ্বজয়ীকে
হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর বাড়িতেই ছিলেন উমেশ যাদবের বাবা। তাঁকে দেখভাল করতেন ভারতীয় পেসারের বড় দাদা কমলেশ ও ভাই রমেশ। কয়েক দিন ধরেই খুবই আশঙ্কাজনক ছিলেন তিলক যাদব। অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাড়িতেই মারা যান তিলক যাদব। পিতৃহারা হওয়ার খবরে ভেঙে পড়ে উমেশ যাদব ও তাঁর পরিবার। তিলকের শেষকৃত্য করা হয়েছে নাগপুরের কোলার নদীর ঘাটে। উমেশের বাবার আত্মার শান্তি কামনা করেছেন তার সতীর্থরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।