Mohammed Shami: বিশ্বকাপের আগে দুই শামি-সিরাজের জোর লড়াই! চাপ বাড়ল বুমরাহেরও! সমস্যা বাড়ল রোহিত-দ্রাবিড়ের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs Australia 1st ODI: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাতে জ্বলে উঠলেন মহম্মদ শামি। বুঝিয়ে দিলেন রিজার্ভ এশিয়া কাপে রিজার্ভ বেঞ্চে তাকে বসিয়ে রাখা হলেও তিনি ফুরিয়ে যাননি। মহম্মদ শামির ৫ উইকেটের সৌজন্য অস্ট্রেলিয়ার মত শক্তিশালী ব্যাটিংলাইন সমৃদ্ধ দলকে ২৭৬ রানে বেধে রাখল ভারতীয় দল। দীর্ঘ দিন পর দলে ফিরে একটি উইকেট পেলেন রবিচন্দ্রন অশ্বিনও।
মোহালি: ছন্দে থাকা সত্ত্বেও গোটা এশিয়া কাপে ২টি ম্যাচ বাদ দিয়ে মহম্মদ শামিকে কাটাতে হয়েছিল রিজার্ভ বেঞ্চে। জসপ্রীত বুমরাহের সঙ্গী হিসেবে খেলেছিলেন মহম্মদ সিরাজ। কেন শামিকে প্রথম একাদশে রাখা হচ্ছে না তা নিয়ে উঠতে শুরু করেছিল প্রশ্নও। কিন্তু এশিয়া কাপের ফাইনালে সিরাজের ৬ উইকেটের আগুনে পারফরম্যান্সের পর একপ্রকার সকলেই ধরে নিয়েছিল গোটা বিশ্বকাপ শামিকে রিজার্ভ বেঞ্চে কাটাতে হবে।
কিন্তু কথায় বলে ‘পুরনো চাল ভাতে বাড়ে’। এশিয়া কাপের পর শামি যেন অপেক্ষা করছিল শুধু যোগ্য জবাব দেওয়ার সুযোগের। আর সেই সুযোগ চলে এল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে। এশিয়া কাপে রিজার্ভ বেঞ্চে তাকে বসিয়ে রাখা হলেও তিনি ফুরিয়ে যাননি। এখনও একাই যে কোনও দলের ব্যাটিং লাইনকে ধ্বংস করার ক্ষমতা রাখেন তিনি। অজিদের বিরুদ্ধে আগুন ঝরানো বোলিং করে ৫ উইকেট নিলেন শামি।
advertisement
এদিন ভারতীয় বোলারদের মধ্যে শুরু থেকেই দারুণ ছন্দে বোলিং করেন মহম্মদ শামি। এদিন শামির বোলিংয়ে লেন্থ, সুইং ও সিম মুভমেন্টের প্রশংসা করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এদিন শামির উইকেটের তালিকায় মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, ম্যাট শর্ট, সিন অ্যাবট। ১০ ওভারে ৫১ রান দিয়ে ৫ উইকেট নেন শামি। এদিন শামির বোলিং বিশ্বকাপের আগে যেন বার্তা তিনি সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ Knowledge Story: বলুন তো ইংরেজিতে সবথেকে লম্বা শব্দ কী? এক সুযোগে উচ্চারণ করতে পারলে আপনি জিনিয়াস
শামির এই পারফরম্যান্স বিশ্বকাপের আগে রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড় সহ ভারতীয় টিম ম্যানেজমেন্টের। শামি যেভাবে সিরাজের ৬ উইকেটের জবাব ৫ উইকেট নিয়ে দিয়েছেন, তাতে বিশ্বকাপের দলে কাকে রাখা হবে তা নিয়ে এখন থেকেই চর্চা শুরু হয়ে গিয়েছে। একইসঙ্গে চাপ বাড়বে জসপ্রীত বুমরাহের উপরও। ফলে দলের অভ্যন্তরে এই স্বাস্থ্যকর লড়াউ থাকলে আখেরে ভারতীয় দলেরই লাভ হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 22, 2023 8:15 PM IST