ODI World Cup 2023: বিশ্বকাপে ইডেনে টিকিট জট, সিএবি-কে তুলোধোনা পূর্বসূরীদের, ৩০-এ তুলকালামের আশঙ্কা

Last Updated:

ODI World Cup 2023: আর কয়েকটা দিন মাত্র। তারপরেই বাইশ গজের বিশ্বযুদ্ধে গা সেঁকতে আহমেদাবাদ, মুম্বই, মোহালি যখন সেজে উঠছে, ক্রিকেটের নন্দনকানন তখন টিকিটের ডামাডোলে অস্থির। আসলে ৬৮ হাজার আসনের ইডেনের টিকিটের বখরা নিয়েই যত গন্ডগোল!

ইডেন গার্ডেন্স
ইডেন গার্ডেন্স
পারাদীপ ঘোষ, কলকাতা: মাঝে আর কয়েকটা দিন মাত্র। তারপরেই বাইশ গজের বিশ্বযুদ্ধে গা সেঁকতে আহমেদাবাদ, মুম্বই, মোহালি যখন সেজে উঠছে, ক্রিকেটের নন্দনকানন তখন টিকিটের ডামাডোলে অস্থির। আসলে ৬৮ হাজার আসনের ইডেনের টিকিটের বখরা নিয়েই যত গন্ডগোল! প্রাথমিকভাবে CAB-র অনুমোদিত প্রথম ডিভিশনের ক্লাব প্রতি আড়াইশো ও দ্বিতীয় ডিভিশনের ক্লাব প্রতি দেড়শো করে টিকিট ছেড়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই অনুযায়ী ক্লাবগুলি ১১ সেপ্টেম্বরের মধ্যে রিকুইজিশন জমা দিয়েছে সংশ্লিষ্ট সংস্থায়। এই পর্যন্ত ঠিকই ছিল। গোল বাঁধলো এর পরে।
বিসিসিআই-র নির্দেশ অনুযায়ী বিশ্বকাপের ম্যাচের ৩০ শতাংশ টিকিট অনলাইনে দর্শকদের জন্য ছাড়তে হবে। প্রশ্নটা এখানেই! ৩০ শতাংশ টিকিট অনলাইনে ছাড়লে ক্লাব জেলা ও আন্তর্জাতিক ক্রিকেটারদের জন্য বরাদ্দ টিকিটে টান পড়বে। আর তাতেই সিএবি-র অন্দরে গেল গেল রব। সমস্যার সমাধানে বিশেষ সাধারণ সভা পর্যন্ত ডাকা হয়েছিল। সদস্যদের হট্টগোলে সেই সভা হাট্টিমাটিম হয়ে মাঝপথেই ভন্ডুল। প্রাক্তন ক্রিকেটাররা ক্লাবের সমসংখক টিকিট পাবেন কেন, এই প্রশ্নে জিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুমুল কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন অশোক মালহোত্রা।
advertisement
তারপরেও সমাধানের রাস্তা মিলত যদি বোর্ডের সঙ্গে বৈঠকে সিএবি প্রতিনিধি ওই স্পেশাল জেনারেল মিটিংয়ে প্রাক্তন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়ার বাতলানো রাস্তায় হাঁটতেন! অভিষেকের প্রস্তাব ছিল ইডেন যেহেতু আয়তনে ধরমশালা, দিল্লির অরুণ জেটলি বা ওয়াংখেড়ের থেকে অনেক বড়, তাই শতাংশের হিসেবে রকমফের হোক! কিন্তু বোর্ডে সচিবের সঙ্গে মুম্বইতে আলোচনায় সেটাই বোঝাতে চরম ব্যর্থ হন সিএবি প্রতিনিধি যুগল। বরং মুম্বইয়ের ওই আলোচনায় NCC-র টিকিটের কোটা নিয়ে প্রশ্ন তুলে জট আরও পাকিয়ে দিয়ে আসেন সিএবি-র দুই প্রতিনিধি। আর এখন তারই খেসারত ভুগছে ময়দান।
advertisement
advertisement
৩০ সেপ্টেম্বর সিএবি-র বার্ষিক সাধারণ সভা। সেই দিন বিশ্বকাপের টিকিট ইস্যুতে তোলপাড় হতে পারে ইডেন। টিকিট বন্টন নিয়ে সিএবির নতুন প্রশাসকমন্ডলীর তড়িঘড়ি সিদ্ধান্তে অসন্তোষ ওক্ষোভ ছড়িয়েছে বটতলায়। সিএবি-র প্রাক্তন সচিবদের মতে,”বিসিসিআই-র নির্দেশিকার অপেক্ষা না করে সিএবি-র টিকিট বিজ্ঞপ্তি জারি করাটাই অবিবেচকের মত কাজ হয়েছে। সিএবি-র নতুন প্রশাসকমন্ডলীর অজ্ঞতাই সামনে চলে এলো আরও একবার! আইসিসি-র টুর্নামেন্ট ইডেনে প্রথম নয়। তখন তো টিকিটের সমস্যা হয়নি!” মুশকিল আসানের জন্য সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখাপেক্ষী সিএবি! মুখাপেক্ষী ময়দানও!
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ODI World Cup 2023: বিশ্বকাপে ইডেনে টিকিট জট, সিএবি-কে তুলোধোনা পূর্বসূরীদের, ৩০-এ তুলকালামের আশঙ্কা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement