ODI World Cup 2023: বিশ্বকাপে ইডেনে টিকিট জট, সিএবি-কে তুলোধোনা পূর্বসূরীদের, ৩০-এ তুলকালামের আশঙ্কা
- Published by:Sudip Paul
- Written by:PARADIP GHOSH
Last Updated:
ODI World Cup 2023: আর কয়েকটা দিন মাত্র। তারপরেই বাইশ গজের বিশ্বযুদ্ধে গা সেঁকতে আহমেদাবাদ, মুম্বই, মোহালি যখন সেজে উঠছে, ক্রিকেটের নন্দনকানন তখন টিকিটের ডামাডোলে অস্থির। আসলে ৬৮ হাজার আসনের ইডেনের টিকিটের বখরা নিয়েই যত গন্ডগোল!
পারাদীপ ঘোষ, কলকাতা: মাঝে আর কয়েকটা দিন মাত্র। তারপরেই বাইশ গজের বিশ্বযুদ্ধে গা সেঁকতে আহমেদাবাদ, মুম্বই, মোহালি যখন সেজে উঠছে, ক্রিকেটের নন্দনকানন তখন টিকিটের ডামাডোলে অস্থির। আসলে ৬৮ হাজার আসনের ইডেনের টিকিটের বখরা নিয়েই যত গন্ডগোল! প্রাথমিকভাবে CAB-র অনুমোদিত প্রথম ডিভিশনের ক্লাব প্রতি আড়াইশো ও দ্বিতীয় ডিভিশনের ক্লাব প্রতি দেড়শো করে টিকিট ছেড়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই অনুযায়ী ক্লাবগুলি ১১ সেপ্টেম্বরের মধ্যে রিকুইজিশন জমা দিয়েছে সংশ্লিষ্ট সংস্থায়। এই পর্যন্ত ঠিকই ছিল। গোল বাঁধলো এর পরে।
বিসিসিআই-র নির্দেশ অনুযায়ী বিশ্বকাপের ম্যাচের ৩০ শতাংশ টিকিট অনলাইনে দর্শকদের জন্য ছাড়তে হবে। প্রশ্নটা এখানেই! ৩০ শতাংশ টিকিট অনলাইনে ছাড়লে ক্লাব জেলা ও আন্তর্জাতিক ক্রিকেটারদের জন্য বরাদ্দ টিকিটে টান পড়বে। আর তাতেই সিএবি-র অন্দরে গেল গেল রব। সমস্যার সমাধানে বিশেষ সাধারণ সভা পর্যন্ত ডাকা হয়েছিল। সদস্যদের হট্টগোলে সেই সভা হাট্টিমাটিম হয়ে মাঝপথেই ভন্ডুল। প্রাক্তন ক্রিকেটাররা ক্লাবের সমসংখক টিকিট পাবেন কেন, এই প্রশ্নে জিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুমুল কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন অশোক মালহোত্রা।
advertisement
তারপরেও সমাধানের রাস্তা মিলত যদি বোর্ডের সঙ্গে বৈঠকে সিএবি প্রতিনিধি ওই স্পেশাল জেনারেল মিটিংয়ে প্রাক্তন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়ার বাতলানো রাস্তায় হাঁটতেন! অভিষেকের প্রস্তাব ছিল ইডেন যেহেতু আয়তনে ধরমশালা, দিল্লির অরুণ জেটলি বা ওয়াংখেড়ের থেকে অনেক বড়, তাই শতাংশের হিসেবে রকমফের হোক! কিন্তু বোর্ডে সচিবের সঙ্গে মুম্বইতে আলোচনায় সেটাই বোঝাতে চরম ব্যর্থ হন সিএবি প্রতিনিধি যুগল। বরং মুম্বইয়ের ওই আলোচনায় NCC-র টিকিটের কোটা নিয়ে প্রশ্ন তুলে জট আরও পাকিয়ে দিয়ে আসেন সিএবি-র দুই প্রতিনিধি। আর এখন তারই খেসারত ভুগছে ময়দান।
advertisement
advertisement
আরও পড়ুনঃ Knowledge Story: বলুন তো ইংরেজিতে সবথেকে লম্বা শব্দ কী? এক সুযোগে উচ্চারণ করতে পারলে আপনি জিনিয়াস
৩০ সেপ্টেম্বর সিএবি-র বার্ষিক সাধারণ সভা। সেই দিন বিশ্বকাপের টিকিট ইস্যুতে তোলপাড় হতে পারে ইডেন। টিকিট বন্টন নিয়ে সিএবির নতুন প্রশাসকমন্ডলীর তড়িঘড়ি সিদ্ধান্তে অসন্তোষ ওক্ষোভ ছড়িয়েছে বটতলায়। সিএবি-র প্রাক্তন সচিবদের মতে,”বিসিসিআই-র নির্দেশিকার অপেক্ষা না করে সিএবি-র টিকিট বিজ্ঞপ্তি জারি করাটাই অবিবেচকের মত কাজ হয়েছে। সিএবি-র নতুন প্রশাসকমন্ডলীর অজ্ঞতাই সামনে চলে এলো আরও একবার! আইসিসি-র টুর্নামেন্ট ইডেনে প্রথম নয়। তখন তো টিকিটের সমস্যা হয়নি!” মুশকিল আসানের জন্য সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখাপেক্ষী সিএবি! মুখাপেক্ষী ময়দানও!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 22, 2023 7:05 PM IST