নাগপুর: ৯ তারিখ থেকে শুরু হতে বহু প্রতীক্ষিত ভারত বনাম অস্ট্রেলিয়ার বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজ। চার ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে নাগপুরে মুখোমুখি হবে রোহিত শর্মা ও প্যাট কামিন্সের দল। বরাবরের মত সিরিজ শুরুর আগেই দুই দলের বাকযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। তবে প্রথম ম্যাচের আগের মুহূর্তেও চোট সমস্যা নিয়ে জেরবার ব্যাগি গ্রিনরা। দলের একাধিক প্লেয়ারের চোট থাকায় প্রথম একাদশ কী হবে অজিদের তা নিয়েও রয়েছে জল্পনা।
চোটের কারণে দলের তারকা পেসার মিচেল স্টার্ক যে খেলতে পারবে না সেই ঘোষণা আগেই হয়ে গিয়েছিল। পায়ের চোটে কাবু দলের অপর পেসাপ জোশ হ্যাজেলউডও। তিনিও নাগপুর টেস্টে খেলবেন কিনা তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। এরই মধ্যে ম্যাচের আগে আরও এক দুঃসংবাদ অস্ট্রেলিয়া শিবিরে। চোটের কারণে নাও খেলতে পারেন দলের তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের সময় আঙুল ভাঙে গ্রিনের। চোট পুরোপুরি এখনও সেরে ওঠেনি।
আরও পড়ুনঃ এশিয়া কাপ নিয়ে ভারত-পাকিস্তান 'যুদ্ধ', এবার আসরে নেমে বাবরের দেশকে ধুয়ে দিলেন অশ্বিন
অস্ট্রেলিয়ার শিবির থেকে যা খবর, মঙ্গলবার পর্যন্ত্ অনুশীলনে বোলিং করলেও এখনও ব্যাটিং অনুশীলন করেননি ক্যানেরন গ্রিন। এখনও নেটে ব্যাট না করায় প্রথম টেস্টে খেলার খুব একটা সম্ভাবনাও দেখছেন না অজি তারকা ব্যাটার স্টিভ স্মিথ। তবে গ্রিনের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে বলেও জানিয়েছেন স্মিথ। গ্রিন না খেলতে পারলে গ্রিনের জায়গায় খেলতে পারেন ম্যাট রেনশ বা পিটার হ্যান্ডসকম্ব। এছাডা চার জন স্পেশালিস্ট বোলার নিয়েও নামতে পারে অজিরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India vs Australia, Injury, Nagpur