India vs Australia: প্রথম টেস্টের আগে ফের ধাক্কা অস্ট্রেলিয়া দলে, চোটের কারণে অনিশ্চিৎ তারকা ক্রিকেটার

Last Updated:

India vs Australia: ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম ম্যাচের আগের মুহূর্তেও চোট সমস্যা নিয়ে জেরবার ব্যাগি গ্রিনরা। দলের একাধিক প্লেয়ারের চোট থাকায় প্রথম একাদশ কী হবে অজিদের তা নিয়েও রয়েছে জল্পনা।

চোট সমস্যা জেরবার অস্ট্রেলিয়া
চোট সমস্যা জেরবার অস্ট্রেলিয়া
নাগপুর: ৯ তারিখ থেকে শুরু হতে বহু প্রতীক্ষিত ভারত বনাম অস্ট্রেলিয়ার বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজ। চার ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে নাগপুরে মুখোমুখি হবে রোহিত শর্মা ও প্যাট কামিন্সের দল। বরাবরের মত সিরিজ শুরুর আগেই দুই দলের বাকযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। তবে প্রথম ম্যাচের আগের মুহূর্তেও চোট সমস্যা নিয়ে জেরবার ব্যাগি গ্রিনরা। দলের একাধিক প্লেয়ারের চোট থাকায় প্রথম একাদশ কী হবে অজিদের তা নিয়েও রয়েছে জল্পনা।
চোটের কারণে দলের তারকা পেসার মিচেল স্টার্ক যে খেলতে পারবে না সেই ঘোষণা আগেই হয়ে গিয়েছিল। পায়ের চোটে কাবু দলের অপর পেসাপ জোশ হ্যাজেলউডও। তিনিও নাগপুর টেস্টে খেলবেন কিনা তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। এরই মধ্যে ম্যাচের আগে আরও এক দুঃসংবাদ অস্ট্রেলিয়া শিবিরে। চোটের কারণে নাও খেলতে পারেন দলের তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের সময় আঙুল ভাঙে গ্রিনের। চোট পুরোপুরি এখনও সেরে ওঠেনি।
advertisement
advertisement
অস্ট্রেলিয়ার শিবির থেকে যা খবর, মঙ্গলবার পর্যন্ত্ অনুশীলনে বোলিং করলেও এখনও ব্যাটিং অনুশীলন করেননি ক্যানেরন গ্রিন। এখনও নেটে ব্যাট না করায় প্রথম টেস্টে খেলার খুব একটা সম্ভাবনাও দেখছেন না অজি তারকা ব্যাটার স্টিভ স্মিথ। তবে গ্রিনের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে বলেও জানিয়েছেন স্মিথ। গ্রিন না খেলতে পারলে গ্রিনের জায়গায় খেলতে পারেন ম্যাট রেনশ বা পিটার হ্যান্ডসকম্ব। এছাডা চার জন স্পেশালিস্ট বোলার নিয়েও নামতে পারে অজিরা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Australia: প্রথম টেস্টের আগে ফের ধাক্কা অস্ট্রেলিয়া দলে, চোটের কারণে অনিশ্চিৎ তারকা ক্রিকেটার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement